শিরোনাম
◈ ‘লংমার্চ টু ঢাকা’ ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের ◈ চলতি বছরের পাঁচ মাসে বাংলাদেশে এক বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব, বাস্তবায়নে অগ্রসর ২০% ◈ বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা সাড়ে ২২ হাজার কোটি টাকা ◈ মেট্রোরেলের ১৪টি স্টেশনে রিটেইল শপ ভাড়ার ঘোষণা, পেতে হলে যা করবেন ◈ ‘পিআর’ নিয়ে বিরোধে জড়াবে না বিএনপি: স্থায়ী কমিটির বৈঠক ◈ জামায়াতের ভয় এবং নির্বাচন নিয়ে অনিশ্চয়তা ◈ জেল ভাঙার এক বছর পরও ৭০০ বন্দি পলাতক, নাম বদলাচ্ছে ‘কারাগার’ হচ্ছে Correction Services Bangladesh ◈ বিমানের নতুন চেয়ারম্যান শেখ বশিরউদ্দীন ◈ শুনানিতে বিএনপি-এনসিপি মারামারির ঘটনায় ইসির জিডি ◈ ট্রাম্পের শুল্কে ভারতীয় রপ্তানির বড় ধাক্কা, সুযোগে বাংলাদেশ-পাকিস্তান

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৫, ০৭:২২ বিকাল
আপডেট : ২৭ আগস্ট, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের রুপসা জোনের খেলা য‌শো‌রে শুরু 

স্পোর্টস ডেস্ক : 'তারুণ্যের উৎসব' উপলক্ষে আয়োজিত জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশিপের রুপসা জোনের খেলা মঙ্গলবার ( ২৬ আগস্ট) যশোরে শুরু হয়েছে। এই টুর্নামেন্টে পুরুষ বিভাগে ৫টি এবং নারী বিভাগে ৭টি দল দুটি ভিন্ন গ্রুপে ভাগ হয়ে অংশ নিচ্ছে।

উদ্বোধনী দিনের খেলায় দারুণ জয় পেয়েছে স্বাগতিক যশোর। পুরুষ বিভাগের প্রথম ম্যাচে তারা মেহেরপুর জেলাকে বিশাল ব্যবধানে ৭১-১৯ পয়েন্টে হারিয়েছে। অন্যদিকে, নারী বিভাগে সাতক্ষীরা দল কুষ্টিয়াকে ৩৪-২০ পয়েন্টে পরাজিত করে শুভ সূচনা করেছে।

যশোর জিমনেশিয়ামে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক মোঃ আজহারুল ইসলাম।

 উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহাতাব নাসির পলাশ এবং যশোর জেলা ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক আকসাদ সিদ্দিকী শৈবাল। এছাড়া, কাবাডি ফেডারেশনের কোষাধ্যক্ষ মনির হোসেন এবং যশোর কাবাডি পরিষদের সাবেক সভাপতি আবুল বাশারও উপস্থিত ছিলেন।

এবারের জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপ পুরো দেশকে আটটি জোনে ভাগ করে অনুষ্ঠিত হচ্ছে।

 রুপসা জোনের আগে পদ্মা, তিস্তা ও ব্রহ্মপুত্র জোনের খেলা সফলভাবে সম্পন্ন হয়েছে। জোনাল পর্যায়ের খেলা শেষে প্রতিটি জোনের বিজয়ী দলগুলোকে নিয়ে আন্তঃজেলা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। সেখান থেকে সেমিফাইনালিস্ট চারটি দল সার্ভিসেস দলের সাথে জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নেবে। প্রেস‌বিজ্ঞ‌প্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়