শিরোনাম
◈ মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ: রেসিডেন্স পাসে যা যা জানতে হবে, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা ◈ ৭১ এ গণহত্যার জন্য ক্ষমা চাওয়ার বিষয়ে যা বললেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে অনুপ্রবেশকালে বিএসএফের হাতে আটক: পরিচয় মিলেছে বাংলাদেশি পুলিশ-কর্মকর্তার ◈ সৌদিতে এক সপ্তাহে প্রায় ২২ হাজার প্রবাসী গ্রেপ্তার ◈ প্রত্যাবাসন, ন্যায়বিচার ও টেকসই সমাধান নিয়ে রোহিঙ্গা সংলাপ শুরু ◈ এবান বিদেশগামী শিক্ষার্থীদের জন্য সুখবর দিল সরকার! ◈ নির্বাচনে সেনাবাহিনী নিয়োগ থাকছে না সরকারের হাতে? ◈ যুক্তরাষ্ট্রের 'দাদাগিরির' সামনে বন্ধু হয়ে উঠতে পারবে প্রতিদ্বন্দ্বী ভারত ও চীন? ◈ ওমানের গোল্ডেন ভিসা মিলবে ৩১ আগস্ট থেকে, আবেদনের যোগ্যতা ও ভিসার সুবিধা যা আছে ◈ কেউ বলতে পারছে না, কে দেশ চালাচ্ছে: জি এম কাদের

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৫, ১১:২৪ দুপুর
আপডেট : ২৪ আগস্ট, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

দুই গোলে পিছিয়ে পড়েও অ‌বিশ্বাস‌্য জয় বার্সেলোনার

স্পোর্টস ডেস্ক : বা‌র্সেলোনার এ জয় যে‌নো অ‌বিশ্বাস‌্য। যে দল‌টি দুদু‌টি গো‌লে পি‌ছি‌য়ে প‌ড়ে, তারা এভা‌বে ঘু‌রে দা‌ড়ি‌য়ে ম‌্যচ জেতায় দর্শকরা অবাকই হবার কথা। এ‌দিন সাহসী ফুটবল খে‌লে বিজয়ী‌বে‌সে মাঠ ছা‌ড়ে বার্সা।

সিউদাদ ডে ভ্যালেন্সিয়ায় শনিবার লেভান্তেকে ৩-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। প্রথম দুই গোলে এগিয়ে থাকার পরও, শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালান ক্লাবটি।

ম্যাচের ১৫তম মিনিটে বার্সেলোনার দুই ডিফেন্ডারকে কাটিয়ে লেভান্তেকে এগিয়ে দেন স্প্যানিশ স্ট্রাইকার ইভান রোমেরো। প্রথম হাফে বাড়ানো সময়ে লেভান্তের দ্বিতীয় গোলটি আসে লুইস মোরালেসের পা থেকে। পেনাল্টি থেকে গোল করেন ৩৮ বছর বয়সি এই মিডফিল্ডার।

তবে দ্বিতীয় হাফটা পুরোটাই ছিল বার্সেলোনার। ম্যাচে সমতায় ফিরতে বার্সেলোনার সময় লেগেছে মাত্র ৭ মিনিট। ম্যাচের ৪৯তম মিনিটে পেদ্রি এক গোল শোধ করেন। আর ৫২তম মিনিটে রাফিনহার কর্নারে কাছ থেকে দারুণ ভলিতে পরের গোলটি করেন ফেরান তরেস।

এরপর একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পাচ্ছিল না বার্সা। তবে লেভান্তের কপাল পুড়ে নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে। ৯১তম মিনিটে বক্সে দারুণ ক্রস বাড়ান ইয়ামাল, তা হেডে ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠান উনাই এলগুয়েজাবাল। তাতে বার্সার জয় নিশ্চিত হয়।

মৌসুমের প্রথম দুই ম্যাচ জিতে টেবিলের শীর্ষে বার্সেলোনা। আর দুই ম্যাচই হেরে ১৮তম স্থানে লেভান্তে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়