শিরোনাম
◈ ইসিতে ধাক্কাধাক্কি: রুমিন ফারহানার অনুসারীদের মহাসড়ক অবরোধ, এনসিপির বিক্ষোভ ◈ সাকিব আল হাসান আবারও বিশ্ব ক্রিকেটে এক অনন্য মাইলফলক স্পর্শ করলেন ◈ যুক্তরাষ্ট্রের পর্যটন ভিসার ফি বাড়ছে প্রায় ১৫০ শতাংশ ◈ বাবার পর এবার কনটেন্ট নির্মাতা তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার ◈ ডাকসুতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হল সম্পাদক হতে যাচ্ছেন সাফজয়ী নারী ফুটবলার রেহানা আক্তার ◈ নেপালকে হা‌রি‌য়ে জ‌য়ের ধারায় ফির‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশ-পাকিস্তানের বাণিজ্য সম্পর্ক বহুগুণ বাড়ানো সম্ভব : পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী ◈ ওয়েজবোর্ড বাস্তবায়ন ও সাপ্তাহিক ২ দিন ছুটির দাবি ডিআরইউ’র  ◈ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না: মালয়েশিয়ায় সংবাদ সম্মেলনে নাহিদ ◈ ডিজিটাল ব্যাংকের ন্যূনতম মূলধনের শর্ত বাড়িয়ে ৩০০ কোটি টাকা করল বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৫, ১০:৩১ দুপুর
আপডেট : ২৫ আগস্ট, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

অ‌ক্টোব‌রে অ‌স্ট্রেলিয়ার বিরু‌দ্ধে সি‌রিজ খে‌লে ওয়ান‌ডে‌কে বিদায় বল‌বেন বিরাট ও রোহিত শর্মা! 

স্পোর্টস ডেস্ক : টি-‌টো‌য়ে‌ন্টি থেকে অবসর নিয়েছেন। টেস্ট থেকেও সরে গিয়েছেন। শুধু একদিনের আন্তর্জাতিকে আছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। দুই ক্রিকেটার শেষ বার দেশের হয়ে খেলেছিলেন সেই ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ভারতীয় দলের আবার ওয়ানডে সিরিজ রয়েছে সেই অক্টোবরে। অস্ট্রেলিয়ার মাটিতে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে ভারতীয় দল। 

একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে, এই সিরিজটাই নাকি দেশের জার্সিতে শেষ সিরিজ হতে চলেছে বিরাট ও রোহিতের। কারণ ২০২৭ বিশ্বকাপ এখনও অনেক দেরি। ততদিন দুই তারকা খেলবেন?‌

 একটি পডকাস্টে বিসিসিআইয়ের সহ সভাপতি রাজীব শুক্লাকে প্রশ্ন করা হয়েছিল, দুই তারকা ক্রিকেটার কী শচীনের মতো বিদায়ী সিরিজ পাবেন?‌ এই প্রশ্ন শুনেই বেশ আক্রমণাত্মক ভঙ্গিতে শুক্লা জানান, ‘‌দু’‌জনে অবসর ঘোষণা করেছে?‌ বিরাট ও রোহিত দু’‌জনেই তো একদিনের আন্তর্জাতিকে রয়েছে। তাই দু’‌জনেই যখন খেলছে, তখন বিদায়ী সিরিজের কথা উঠছে কেন?‌ 

অবশ্য দু’‌জনেই দুটো ফরম্যাট থেকে অবসর নিয়েছে। কিন্তু দু’‌জনেই তো একদিনের ক্রিকেট খেলছে, তাই না?‌ এটা নিয়ে বেশি ভাবার তো দরকার নেই।’‌

এরপরই রাজীব শুক্লা আরও বলেছেন, ‘‌বিসিসিআইয়ের নীতি খুব স্পষ্ট। আমরা কোনও খেলোয়াড়কে অবসর নিতে বলি না। একজন খেলোয়াড় নিজেই সেই সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্তকে আমরা সম্মান করি। বিষয়টা সরকারি হলে আমরা কিছু করতে পারি। বিরাট কোহলি এখনও ফিট। রোহিত শর্মা ভাল খেলছে। তাহলে বিদায় নিয়ে এত চিন্তা কেন?‌

এদিকে, বেশ কিছু রিপোর্টে দাবি করা হয়েছে, দলে নির্বাচিত হতে গেলে বিরাট ও রোহিতকে বিজয় হাজারে ট্রফিতে খেলে নিজেদের প্রমাণ করতে হবে। এই বিষয়ে দেশের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া বলেছেন, ‘‌এগুলো বাজে কথা। এই টুর্নামেন্ট হবে সেই নভেম্বর–ডিসেম্বরে। আর ভারত পরবর্তী আইপিএলের আগে মাত্র ৯টি একদিনের ম্যাচ খেলবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি। 

দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধেও তিনটি করে ম্যাচ। মাত্র ৯ দিন খেলতে হবে। আইপিএল খেলার ১০০ দিনেরও বেশি সময় পর তুমি খেলতে নামছো। কিন্তু অনুশীলন নেই। খেলার মধ্যে নেই। এটা কিন্তু মুশকিল। তবে বিরাট ও রোহিতকে বিজয় হাজারে খেলে অন্তত নিজেদের প্রমাণ করতে হবে না।

এদিকে, বিরাট কোহলির অবসর নিয়ে রহস্য ফাঁস করলেন আইপিএলের সতীর্থ। তারকা ক্রিকেটারের বাকি কেরিয়ার নিয়ে তাঁর সঙ্গে কথা হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তরুণ ক্রিকেটার স্বস্তিক চিকারার। টি–২০ বিশ্বকাপের পর সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেট থেকে অবসর নেন কোহলি। চলতি বছরের মে মাসে টেস্ট ক্রিকেট থেকেও অবসর নেন। 

শুধুমাত্র একদিনের ক্রিকেট এবং আইপিএলে খেলা চালিয়ে যাচ্ছেন। এবার আরসিবিতে বিরাটের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করার সুযোগ পান স্বস্তিক। ৩০ লক্ষ টাকায় তাঁকে কেনে বেঙ্গালুরু। সেই তরুণ ক্রিকেটারই এবার কোহলির অবসর পরিকল্পনা খোলসা করলেন। জানালেন, বিরাট এখনও খেলা চালিয়ে যাবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়