শিরোনাম
◈ বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় শ্রমিক যাবে শূন্য খরচে: ইউআরপি ও ডিএলআর প্ল্যাটফর্মে নিরাপদ ও সরাসরি নিয়োগ নিশ্চিত ◈ অসংক্রামক রোগ প্রতিরোধে জাতীয় স্বাস্থ্য নিরাপত্তা শক্তিশালী করার আহ্বান প্রধান উপদেষ্টার ◈ জামায়াতে ইসলামী’র পুনরুত্থানে বাংলাদেশ রাজনীতি ডানমুখী হচ্ছে ◈ সুখবর: মার্কিন শুল্ক নীতির কারণে চীন-ভারত থেকে বাংলাদেশে স্থানান্তরিত হচ্ছে গার্মেন্ট অর্ডার ◈ কারাগারে বন্দি সাবেক শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ◈ কাগজ দেওয়ার নাম করে বাসভবনে ঢুকে দিল্লির মুখ্যমন্ত্রীকে কষে চড় মারেন যুবক ◈ দীর্ঘায়ুর মানচিত্রে নতুন সংযোজন সিঙ্গাপুর, স্বাস্থ্যনীতি ও টেকসই নগরায়ণে বিশ্বের ষষ্ঠ ‘ব্লু জোন ◈ এবার বিএফআইইউ প্রধানের ‘আপত্তিকর’ ভিডিও ভাইরাল, বাধ্যতামূলক ছুটিতে পাঠালেন গভর্নর ◈ রোনালদোর আল নাসর সৌদি সুপার কাপের ফাইনালে ◈ দেশের ৭ জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২৫, ১০:২২ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

দা‌য়িত্ব পে‌য়ে অ্যালেক্স মার্শালের হুংকার, বিপিএলে দুর্নীতি বন্ধ ক‌রেই ছাড়‌বো

স্পোর্টস ডেস্ক : আন্তর্জা‌তিক ক্রিকেট কাউ‌ন্সি‌লের অ্যান্টি করাপশন ইউনিটের ম্যানেজার হিসেবে কাজ করেছেন অ্যালেক্স মার্শাল। তার আমলে নিষেধাজ্ঞার মুখে পড়েছিলেন সাকিব আল হাসান ও সনাথ জয়াসুরিয়ার মতো ক্রিকেটার। এবার মার্শাল কাজ করবেন বাংলাদেশ ক্রিকেট নিয়ে।

নতুন দায়িত্ব পেয়েই হুংকার দিয়েছেন মার্শাল। ৭ বছর আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিটে কাজ করা এই ভদ্রলোক বন্ধ করতে চান বাংলাদেশ ক্রিকেটের দুর্নীতি।

মঙ্গলবার মার্শাল বলেন, ‘আমি এখানে এসেছি সভাপতি ও বোর্ডের সাথে কাজ করতে, মূলত ইনট্রেগ্রিটি ইউনিটের দেখভাল করব। এই শতকের শুরু থেকেই বাংলাদেশ ক্রিকেট ক্রিকেটে শীর্ষ পর্যায়ে আছে। সমর্থকরা মাঠে যে খেলাটা দেখেন তা প্রবলভাবে বিশ্বাস করেন। এবং নারী ও পুরুষ যে ক্রিকেটাররা দেশের হয়ে খেলেন তারা এই খেলাটাকে কলুষতা মুক্ত রাখেন। 

নিরাপত্তা জোরদার করার জায়গা আছে, কারণ সবসময় এখানে কলুষতার সম্ভাবনা থাকে। পুরো বিশ্বেই তারা সুযোগ খুঁজে বেড়ায়। তারা চেষ্টা করে খেলোয়াড়দের হাত করতে, যাতে তারা ভালো না খেলে।

মার্শাল আরও বলেন, ‘আমি নিশ্চিত করতে চাই, বাংলাদেশের হয়ে যে নারী ও পুরুষ ক্রিকেটাররা খেলেন, তারা যেন সুরক্ষিত থাকেন। প্রেসিডেন্ট, সিইও ও বোর্ড মেম্বারদের সাথে আমি কথা বলেছি। তারা আমাকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন। আমরা ইনট্রেগ্রিটি ইউনিটকে নতুন করে সাজাব। আমাদের লক্ষ্য হলো সবাইকে শিক্ষিত করে তোলা, তারা যাতে বুঝে কী করতে হবে। তারা যেন সচেতন হয়ে ওঠে। এবং দুর্নীতিবাজরা সুযোগ করতে না পারে।’

গত কয়েকদিন ধরে বিপিএলে দুর্নীতি নিয়ে সরগরম দেশের ক্রীড়াঙ্গন। তবে নতুন দায়িত্ব নেওয়া মার্শাল চান বিপিএলকে কলঙ্কমুক্ত করতে।

মার্শাল বলেন, ‘সবখানে এখন ফ্র্যাঞ্চাইজি লিগ হচ্ছে, যেখানে সহজেই দুর্নীতিবাজরা সুযোগ পেয়ে যায়। বিপিএল জনপ্রিয় একটি লিগ। 

এখানে সব কিছু হতে হবে উঁচু মানের, প্রফেশনাল, সুরক্ষিত। বিশ্বের যেকোনো জায়গাতেই ফ্র্যাঞ্চাইজি লিগ সুরক্ষিত হওয়া উচিৎ। আমি বিপিএলে এটা নিশ্চিত করতে কাজ করব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়