শিরোনাম
◈ সীমান্ত বিরোধ মেটাতে চীন-ভারত বৈঠকে যে আলোচনা হলো ◈ নির্বাচন, সেনাবাহিনী, বিএনপি ও জামায়াত—সব ইস্যুতে মুখ খুললেন শাহরিয়ার নাজিম জয় শাহরিয়ার নাজিম জয় ◈ মধ্যপ্রাচ্যে আটকে না থেকে ইউরোপ-জাপানে দক্ষ শ্রমিক পাঠানোয় জোর: আসিফ নজরুল ◈ বাংলাদেশ দ্রুত ক্যাশলেস অর্থনীতির পথে: গভর্নর আহসান মনসুর ◈ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের হুমকি, গ্রাহকদের যে বার্তা দিল তিতাস ◈ পুতিনের মলমূত্রও বিদেশ থেকে রাশিয়ায় বয়ে নিয়ে যাওয়া হয় কেন? ◈ বুড়িগঙ্গার তীর থেকে সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বাংলোবাড়ি উচ্ছেদ (ভিডিও) ◈ ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন: সংকটের মধ্যেও দৃঢ় সরকার ও সেনাবাহিনী ◈ প্রবাসীদের জন্য সুখবর: পাসপোর্ট ছাড়াও হতে পারবেন ভোটার, জেনে নিন নতুন নিয়ম ◈ ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২৫, ১০:৩৮ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

পা‌কিস্তা‌নের ওয়াসিম  বল‌লেন, বিপিএল খেলতে সবসময়ই ভালো লাগে

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বরাবরই খেলতে দেখা যায় মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে। পাকিস্তানের এই ফাস্ট বোলার বিপিএলের আগামী আসরগুলোতেও নিয়মিত খেলতে আসতে চান।

বিপিএলের ২০২২-২৩ মৌসুমে বরিশালের হয়ে খেলতে দেখা গেছে ওয়াসিমকে। সেবার সাত ম্যাচে ৯ উইকেট নিয়েছিলেন এই পেসার। সেরা বোলিং ছিল ৩৪ রান খরচায় তিন উইকেট। --‌ক্রিক‌ফ্রেঞ্জি

এরপর বিপিএলে ২০২৩-২৪ আসরে খুলনা টাইগার্সের হয়ে খেলতে দেখা গেছে ওয়াসিমকে। সেই আসরে চার ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। বল হাতে চার ম্যাচে নেন পাঁচ উইকেট। সেরা বোলিং ছিল ১৩ রান খরচায় দুই উইকেট।

তারপর বিপিএলে গত আসরে চিটাগং কিংসের হয়ে খেলতে দেখা যায় ওয়াসিমকে। সেই আসরে ছয় ম্যাচে ৯ উইকেট নিয়েছেন তিনি। সেরা বোলিং ছিল ২৫ রান খরচায় তিন উইকেট। সুযোগ পেলে সামনের আসরগুলোতেও নিয়মিত বিপিএলে খেলতে চান ওয়াসিম।

 সাক্ষাৎকারে ওয়াসিম বলেন, 'আমি গত তিন বছর ধরে বিপিএল খেলছি। সেখানকার কন্ডিশন এবং পিচ সম্পর্কে আমার খুব ভালো অভিজ্ঞতা হয়েছে। সেখানকার দলগুলোর সঙ্গে খেলার কারণে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে, তাই সেখানে গিয়ে খেলতে ভালো লাগে।

বরিশালের হয়ে যেবার বিপিএল খেলেন সেইবার ওয়াসিমের অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান। অধিনায়ক হিসেবে সাকিবকে খুব কাছ থেকে দেখেছেন পাকিস্তানের এই পেসার। যদিও সাকিবের সঙ্গে কাটানো বিশেষ কোনো মুহূর্ত নেই তার।

ওয়াসিম বলেন, 'তিনি (সাকিব) খুব ভালো খেলোয়াড়। আমার মনে হয় তিনি একজন ভালো মানুষ। শান্ত এবং ধীরস্থির। আমি তাকে একজন সেরা অলরাউন্ডার হিসেবে দেখি, কারণ তিনি দলকে অনেক ম্যাচ জিতিয়েছেন। তিনি অন্যতম সেরা অলরাউন্ডার। তেমন বিশেষ (মুহূর্ত নেই তার সাথে) কিছু নেই। আমরা একসাথে বিপিএলে খেলেছি, তিনি আমাদের অধিনায়ক ছিলেন।

জাতীয় দলে বেশ কিছুদিন ধরে নেই ওয়াসিম। বেশ কিছুদিন আগে পাকিস্তান দলের বাংলাদেশ সফরেও দলের সঙ্গে ছিলেন না তিনি। তবে সবগুলো ম্যাচই দেখেছেন তিনি। সেই টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জিতে বাংলাদেশ।

ওয়াসিম বলেন, 'আমি মনে করি এটা খেলারই অংশ। আমরা চেষ্টা করেছি এবং দল সেখানকার কন্ডিশন অনুযায়ী প্রস্তুতি নিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা হেরে গেছি। এটা খেলারই অংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়