শিরোনাম
◈ বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় শ্রমিক যাবে শূন্য খরচে: ইউআরপি ও ডিএলআর প্ল্যাটফর্মে নিরাপদ ও সরাসরি নিয়োগ নিশ্চিত ◈ অসংক্রামক রোগ প্রতিরোধে জাতীয় স্বাস্থ্য নিরাপত্তা শক্তিশালী করার আহ্বান প্রধান উপদেষ্টার ◈ জামায়াতে ইসলামী’র পুনরুত্থানে বাংলাদেশ রাজনীতি ডানমুখী হচ্ছে ◈ সুখবর: মার্কিন শুল্ক নীতির কারণে চীন-ভারত থেকে বাংলাদেশে স্থানান্তরিত হচ্ছে গার্মেন্ট অর্ডার ◈ কারাগারে বন্দি সাবেক শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ◈ কাগজ দেওয়ার নাম করে বাসভবনে ঢুকে দিল্লির মুখ্যমন্ত্রীকে কষে চড় মারেন যুবক ◈ দীর্ঘায়ুর মানচিত্রে নতুন সংযোজন সিঙ্গাপুর, স্বাস্থ্যনীতি ও টেকসই নগরায়ণে বিশ্বের ষষ্ঠ ‘ব্লু জোন ◈ এবার বিএফআইইউ প্রধানের ‘আপত্তিকর’ ভিডিও ভাইরাল, বাধ্যতামূলক ছুটিতে পাঠালেন গভর্নর ◈ রোনালদোর আল নাসর সৌদি সুপার কাপের ফাইনালে ◈ দেশের ৭ জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২৫, ১০:৩৮ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

পা‌কিস্তা‌নের ওয়াসিম  বল‌লেন, বিপিএল খেলতে সবসময়ই ভালো লাগে

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বরাবরই খেলতে দেখা যায় মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে। পাকিস্তানের এই ফাস্ট বোলার বিপিএলের আগামী আসরগুলোতেও নিয়মিত খেলতে আসতে চান।

বিপিএলের ২০২২-২৩ মৌসুমে বরিশালের হয়ে খেলতে দেখা গেছে ওয়াসিমকে। সেবার সাত ম্যাচে ৯ উইকেট নিয়েছিলেন এই পেসার। সেরা বোলিং ছিল ৩৪ রান খরচায় তিন উইকেট। --‌ক্রিক‌ফ্রেঞ্জি

এরপর বিপিএলে ২০২৩-২৪ আসরে খুলনা টাইগার্সের হয়ে খেলতে দেখা গেছে ওয়াসিমকে। সেই আসরে চার ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। বল হাতে চার ম্যাচে নেন পাঁচ উইকেট। সেরা বোলিং ছিল ১৩ রান খরচায় দুই উইকেট।

তারপর বিপিএলে গত আসরে চিটাগং কিংসের হয়ে খেলতে দেখা যায় ওয়াসিমকে। সেই আসরে ছয় ম্যাচে ৯ উইকেট নিয়েছেন তিনি। সেরা বোলিং ছিল ২৫ রান খরচায় তিন উইকেট। সুযোগ পেলে সামনের আসরগুলোতেও নিয়মিত বিপিএলে খেলতে চান ওয়াসিম।

 সাক্ষাৎকারে ওয়াসিম বলেন, 'আমি গত তিন বছর ধরে বিপিএল খেলছি। সেখানকার কন্ডিশন এবং পিচ সম্পর্কে আমার খুব ভালো অভিজ্ঞতা হয়েছে। সেখানকার দলগুলোর সঙ্গে খেলার কারণে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে, তাই সেখানে গিয়ে খেলতে ভালো লাগে।

বরিশালের হয়ে যেবার বিপিএল খেলেন সেইবার ওয়াসিমের অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান। অধিনায়ক হিসেবে সাকিবকে খুব কাছ থেকে দেখেছেন পাকিস্তানের এই পেসার। যদিও সাকিবের সঙ্গে কাটানো বিশেষ কোনো মুহূর্ত নেই তার।

ওয়াসিম বলেন, 'তিনি (সাকিব) খুব ভালো খেলোয়াড়। আমার মনে হয় তিনি একজন ভালো মানুষ। শান্ত এবং ধীরস্থির। আমি তাকে একজন সেরা অলরাউন্ডার হিসেবে দেখি, কারণ তিনি দলকে অনেক ম্যাচ জিতিয়েছেন। তিনি অন্যতম সেরা অলরাউন্ডার। তেমন বিশেষ (মুহূর্ত নেই তার সাথে) কিছু নেই। আমরা একসাথে বিপিএলে খেলেছি, তিনি আমাদের অধিনায়ক ছিলেন।

জাতীয় দলে বেশ কিছুদিন ধরে নেই ওয়াসিম। বেশ কিছুদিন আগে পাকিস্তান দলের বাংলাদেশ সফরেও দলের সঙ্গে ছিলেন না তিনি। তবে সবগুলো ম্যাচই দেখেছেন তিনি। সেই টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জিতে বাংলাদেশ।

ওয়াসিম বলেন, 'আমি মনে করি এটা খেলারই অংশ। আমরা চেষ্টা করেছি এবং দল সেখানকার কন্ডিশন অনুযায়ী প্রস্তুতি নিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা হেরে গেছি। এটা খেলারই অংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়