স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি ও টেস্টের পর এ বার এক দিনের ক্রিকেট থেকেও রোহিত শর্মা ও বিরাট কোহলির অবসরের জল্পনা শুরু হয়েছে। জানা গিয়েছে, অস্ট্রেলিয়ায় এক দিনের সিরিজ় শেষে অবসর নিতে পারেন দুই তারকা ক্রিকেটার। তাঁদের বিকল্প হিসাবে কি বৈভব সূর্যবংশীর কথা ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড? নইলে কেন ১৪ বছরের বৈভবের জন্য বিশেষ অনুশীলনের ব্যবস্থা করেছে বোর্ড। -- আনন্দবাজার
২১ সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়ায় শুরু ভারত ‘এ’ দলের সিরিজ়। তার আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের ‘সেন্টার অফ এক্সেলেন্স’-এ নিয়ে যাওয়া হয়েছে বৈভবকে। সেখানে বিশেষ অনুশীলন শুরু করেছে সে। ‘মাই খেল’-এর এক রিপোর্টে জানানো হয়েছে, ইংল্যান্ড থেকে ফিরে প্রথমে রাজস্থান রয়্যালসের অ্যাকাডেমিতে অনুশীলন করেছে বৈভব।
তার পরে ‘সেন্টার অফ এক্সেলেন্স’-এ গিয়েছে সে। বেঙ্গালুরুর অ্যাকাডেমিতে ১০ অগস্ট থেকে অনুশীলন করছে বৈভব। সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য তৈরি করা হচ্ছে ১৪ বছরের ক্রিকেটারকে।
বৈভবের ছোটবেলার কোচ মণীশ ওঝা জানিয়েছেন, এখন থেকেই বৈভবকে তৈরি করে রাখতে চাইছে বিসিসিআই। তিনি বলেন, “বিসিসিআই সামনের দিকে তাকাচ্ছে।
সিনিয়র ক্রিকেটারেরা ধীরে ধীরে অবসর নিচ্ছে। ফলে একটা ফাঁক তৈরি হচ্ছে। সেই ফাঁক ফরাট করার জন্য তরুণদের তৈরি রাখা হচ্ছে। সেই কারণেই বৈভবকে অনুশীলন করানো হচ্ছে। প্রয়োজন পড়লে যাতে বৈভব তৈরি থাকে, সেই কাজ করছে বোর্ড।
সাদা বলের ক্রিকেটে নজর কাড়লেও লাল বলের ক্রিকেটে এখনও ধারাবাহিকতা দেখাতে পারেনি বৈভব। সেই দিকে তাকে কাজ করতে হবে বলে মনে করেন মণীশ। তিনি বলেন, “প্রথম বল থেকে বড় শট খেলতে পারে বৈভব। টি-টোয়েন্টি ও এক দিনের ক্রিকেটে সেটা দেখা গিয়েছে। আইপিএল, অনূর্ধ্ব-১৯, বিজয় হজারেতে আমরা ওর ব্যাটিং দেখেছি। কিন্তু লম্বা ফরম্যাটেও সেই ধারাবাহিকতা দেখাতে হবে। যাতে ১০টা ইনিংস খেললে তার মধ্যে ৭-৮টা ইনিংসে ও ভাল খেলতে পারে।
গত আইপিএলে প্রথম বার সুযোগ পেয়েই নজর কেড়েছে বৈভব। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৩৫ বলে শতরান করেছে সে। আইপিএলে এটা ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দ্রুততম শতরান। সেই ছন্দ ইংল্যান্ড সফরে ভারত ‘এ’ দলের হয়েও দেখিয়েছে বিহারের ছেলে। ৭১ গড় ও ১৭৪.০২ স্ট্রাইক রেটে ৩৫৫ রান করেছে বৈভব। সিরিজ়ে সবচেয়ে বেশি রান এসেছে তার ব্যাট থেকে। সেই কারণেই বৈভবের উপর নজর পড়েছে বোর্ডের। তাকে তৈরি রাখতে চাইছে বিসিসিআই।