শিরোনাম
◈ গুলশানে চাদবাজিতে গ্রেফতারের আগে অপুর রেখে যাওয়া ভিডিও বার্তা ◈ পুলিশ ও উপদেষ্টার ভাইয়ের মামলা থেকে জামিনে মুক্তি পেলেন মুরাদনগর বিএনপির ১৩ নেতাকর্মী ◈ ‌নেপা‌লের বিরু‌দ্ধে দু‌টি প্রী‌তি ম‌্যাচে হামজা চৌধুরী‌কে নিয়ে বাংলাদেশের প্রাথমিক দল  ◈ সাদা পাথর লুটপাট বন্ধে প্রশাসনের পাঁচ দফা উদ্যোগ ◈ ‘বাকিতে খাবার না দেওয়ায়’ হোটেল মালিককে গুলি ◈ সেনাপ্রধানের নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তিকর তথ্য প্রচার, আইএসপিআরের সতর্কবার্তা ◈ বাংলাদেশ ব্যাংকের সাবেক ৩ গভর্নরের ব্যাংক হিসাব তলব ◈ প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল ◈ নির্বাচনে ঋণখেলাপিরা অংশ নিতে পারবেন না: অর্থ উপদেষ্টা ◈ জনগণই নির্ধারণ করবে আগামী দিনে কারা রাষ্ট্র পরিচালনা করবে : নিপুণ রায়

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২৫, ১০:৪৯ দুপুর
আপডেট : ১৪ আগস্ট, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বি‌সি‌বির কাছ থে‌কে ৬ লাখ ৮৫ হাজার ডলার পারিশ্রমিক ফাঁস হওয়ায় মন খারাপ করেছেন আম্পায়ার টাফেল

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, তারা আইসিসি এলিট প্যানেল আম্পায়ার সাইমন টাফেলের সঙ্গে তার চুক্তির মেয়াদ ও পারিশ্রমিক নিয়ে পুনরায় আলোচনা করছে।

এর আগে বিসিবি ঘোষণা করেছিল, তিন বছরের একটি চুক্তির মাধ্যমে টাফেল বাংলাদেশের আম্পায়ার শিক্ষা কার্যক্রমের নেতৃত্ব দেবেন। -- ডেই‌লি ক্রিকেট

এ জন্য তাকে মোট ৬৮৫,০০০ মার্কিন ডলার (প্রায় ৮৩.৫৭ মিলিয়ন টাকা) দেওয়া হবে বলে জানানো হয়েছিল। 

প্রথম বছরে তিনি পাবেন ৩৩০,০০০ ডলার, দ্বিতীয় বছরে ১৮০,০০০ ডলার এবং তৃতীয় বছরে ১৭৫,০০০ ডলার। এছাড়া কোর্স পরিচালনা, থাকা ও স্থানীয় পরিবহনের যাবতীয় খরচ বহন করবে বিসিবি।

সম্প্রতি গুঞ্জন ছড়িয়ে পড়ে টাফেল বাংলাদেশে আসবেন না। তবে বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ এই গুঞ্জন অস্বীকার করেছেন।

তিনি বলেন, 'আমি জানিনা এসব গুজব কিভাবে শুরু হলো যে টাফেল আসছেন না। আসলে আমরা চুক্তির পারিশ্রমিক পুনরায় পর্যালোচনা করছি। মনে হচ্ছে তার চাহিদা কিছুটা বেশি। তাই পারিশ্রমিক কমানোর বিষয়ে আলোচনা চলছে। যদি কমানো সম্ভব হয়, তাহলে অপ্রয়োজনীয় বেশি টাকা কেন দেব?'

ইফতেখার আরও জানান, পারিশ্রমিক ফাঁস হওয়ার কারণে টাফেল মন খারাপ করেছেন।

তিনি বলেন, 'আমি সঠিক চুক্তির পরিমাণ প্রকাশ করতে চাই না। কারো বেতন প্রকাশ করা কি ঠিক? তবুও কিছু তথ্য ফাঁস হয়েছে। সেটা দেখে টাফেল হতাশ হয়েছেন এবং আমাদেরকে ইমেইল করে জানতে চেয়েছেন কীভাবে এই তথ্য বাইরে এলো।

বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান আরও বলেন, 'চুক্তি চূড়ান্ত হওয়ার পরই যদি সম্ভব হয়, আমরা চুক্তির শর্তাদি সংবাদমাধ্যমের সঙ্গে শেয়ার করব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়