শিরোনাম
◈ জনগণই নির্ধারণ করবে আগামী দিনে কারা রাষ্ট্র পরিচালনা করবে : নিপুণ রায় ◈ জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু ◈ বৃহস্পতিবার যেসব এলাকায় গ্যাস থাকবে না ◈ চানখাঁরপুলে ৬ হত্যা: ‘পুলিশের পোশাক পরা লোকদের হিন্দিতে কথা বলতে শুনি’ ◈ আপনারে কে এখানে বসাইছে, তার কইলজা খুলিহালাইম, আপনার কইলজাও খুলমু: : কুমিল্লায় বিএনপি নেতার হুমকি ◈ ১১৭ দেশে এই প্রথম নজিরবিহীন তল্লাশি, এস আলম গ্রুপের ৪৭০ ‘শ্যাডো’ কোম্পানিতে লুকানো ২ লাখ কোটি টাকা ◈ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব দেয়ার জন্য স্বচ্ছ ও নিরপেক্ষ পুলিশ কর্মকর্তার খোঁজে হিমশিম পুলিশ প্রশাসন ◈ বাংলা‌দে‌শে ইহুদিবিদ্বেষী মন্তব্য, নিরাপত্তা বাহিনীর নির্যাতনসহ যেসব বিষয় উঠে এসেছে যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে ◈ ঢাকার উদ্দেশে মালয়েশিয়া ছেড়েছেন প্রধান উপদেষ্টা ◈ দর্শনা সীমান্তে দিয়ে ২২ বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২৫, ০১:১০ রাত
আপডেট : ১৩ আগস্ট, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রেভিসের সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে হা‌রি‌য়ে সিরিজ সমতায় দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক : অ‌স্ট্রেলিয়ার ‌বোলার‌দের কা‌ছে দ্রুত টপ-অর্ডারদের হারিয়ে চাপেই পড়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে ডেওয়াল্ড ব্রেভিসের রেকর্ড গড়া সেঞ্চুরিতে সেই ধাক্কা কাটিয়ে বিশাল সংগ্রহ করে প্রোটিয়ারা। এরপর পেসারদের তোপে নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে ৫৩ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সমতায় ফিরেছে সফরকারীরা।

মঙ্গলবার ডারউইনে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ২১৮ রানের সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। জবাবে ১৪ বল আগে ১৬৫ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। স্বাগতিকরা তাদের শেষ ৫ উইকেট হারায় মাত্র ১৮ রানে।

ক্যারিয়ারের নবম টি-টোয়েন্টি খেলতে নামা ব্রেভিস অপরাজিত থাকেন ১২৫ রানে। দক্ষিণ আফ্রিকার টি-টুয়েন্টি ইতিহাসে এটি সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। ২২ বছর বয়সী এই ব্যাটার পেছনে ফেলেন ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১১৯ রান করা ফাফ ডু প্লেসিকে। ব্রেভিস তার ৫৬ বলের ইনিংসটি সাজান ১২ চার ও ৮ ছক্কায়।

এইডেন মারক্রাম ও রায়ান রিকেলটনের উদ্বোধনী জুটি থেকে দক্ষিণ আফ্রিকার খাতায় যোগ হয় ৩৪ রান। চতুর্থ ওভারের তৃতীয় বলে রিকেলটনকে (১৮) ফিরিয়ে এই জুটি ভাঙেন বেন ডোয়ার্শিস। পরের ওভারে অধিনায়ক মারক্রামকে (১৪) তুলে নেন গ্লেন ম্যাক্সওয়েল। এই অফস্পিনারের ওভারে জীবন পেলেও তা কাজে লাগাতে পারেননি লুয়ান-ড্রে প্রিটোরিয়াস (১০)। ম্যাক্সওয়েলের বলেই স্টাম্পিং হয়ে ফেরেন তিনি।

৫৭ রানে ৩ উইকেট হারানোর পর ট্রিস্ট্যান স্টাবসকে অপরপ্রান্তে রেখে স্বাগতিকদের ওপর তাণ্ডব চালান ব্রেভিস। একের পর এক চার-ছক্কায় সেঞ্চুরি তুলে নেন ৪১ বলে। প্রোটিয়াদের হয়ে টি-টুয়েন্টিতে এটি দ্বিতীয় দ্রুততম শতক।

সঙ্গী তিন অঙ্ক ছোঁয়ার পর হাত খুলে খেলতে শুরু করেন স্টাবস। তবে ৩১ রান করা এই ব্যাটারকে ফিরিয়ে ৫৭ বলে ১২৬ রানের জুটি ভাঙেন অ্যাডাম জ্যাম্পা। ব্রেভিস ছাড়া পরের ব্যাটাররা আর ঝড় তুলতে না পারায় ২২০ এর আগে থামে প্রোটিয়াদের ইনিংস।

বড় লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। ২৯ রানের ভেতর ট্র্যাভিস হেড (৫) ও ক্যামেরন গ্রিনকে (৯) হারিয়ে চাপে পড়ে তারা। তবে টিম ডেভিডকে নিয়ে আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান মিচেল মার্শ (২২)। চতুর্থ উইকেটে ২২ বলে এই দুই ব্যাটার যোগ করেন ৪৮ রান।

ডেভিডের তাণ্ডবে ১০ ওভারের আগেই একশ পার করে অস্ট্রেলিয়া। তবে ৫০ রান করে ডানহাতি এই ব্যাটার সাজঘরে ফিরতেই ভেঙে পড়ে পুরো ব্যাটিং-অর্ডার। পরের ব্যাটারদের মধ্যে অ্যালেক্স ক্যারি (২৬) ছাড়া আর কেউ কার্যকর ইনিংস খেলতে না পারায় ১৭ ওভার ৪ বলে অলআউট হয় স্বাগতিকরা। ৩টি করে উইকেট নেন কোয়েনা মাফাকা ও কর্বিন বোশ। আগামী শনিবার কেইর্ন্সে সিরিজ নির্ধারণী শেষ ম্যাচ হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়