শিরোনাম
◈ ঢাকা উত্তরবঙ্গ মহাসড়ক অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে যান চলাচল ◈ টাকা ছাপাতে বছরে ব্যয় ২০ হাজার কোটি: ক্যাশলেস লেনদেনে জোর দিচ্ছে বাংলাদেশ ব্যাংক ◈ কানাডায় ভারতীয় গ্যাং লরেন্স বিষ্ণোই চক্রের ভয়ংকর তৎপরতা:, সন্ত্রাসী সংগঠন ঘোষণার দাবি ◈ বিজ্ঞানীদের দাবি ২০৫০ সালের মধ্যে মানুষের আয়ু হবে ১,০০০ বছর! ◈ লুট হওয়া অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দেবে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ দ্রুত ‘ইলেকশন অ্যাপ’ উদ্বোধনের নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ দেশে ভোটার ১২ কোটি ৬১ লাখ, খসড়া তালিকায় নতুন যুক্ত ৪৫ লাখ ◈ জিরো রিটার্নধারীদের সতর্ক করলো এনবিআর, ভুল তথ্যে হবে শাস্তি ◈ যে ঘটনার কারণে রুশনারা আলী মন্ত্রিত্ব হারালেন! ◈ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়ক অবরোধ, দুর্ভোগে উত্তরাঞ্চলের মানুষ

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৫, ০৪:২২ দুপুর
আপডেট : ১০ আগস্ট, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বিসিবির হাজার কোটি টাকা সামলানোর দা‌য়িত্ব নি‌তে একশর বেশি আ‌বেদন

স্পোর্টস ডেস্ক : ‌ক্রিকেট বি‌শ্বে চতুর্থ ধনী বোর্ড হ‌চ্ছে বাংলা‌দেশ ক্রিকেট বোর্ড, বিভিন্ন ব্যাংকে বিসিবির একাউন্টে জমা আছে এক হাজার কোটি টাকারও বেশি। সেসব অর্থ দেখভাল ও লেনদেনের জন্য চিফ ফিনানশিয়াল অফিসার খুঁজছিল বোর্ড। সেই পদের জন্য একশরও বেশি আবেদন জমা পড়েছে। --- ক্রিকটাইম

দেশের সবচেয়ে সফল ক্রীড়া সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সব মিলে বোর্ডের আয়ের অঙ্ক থেকে হাজার কোটি টাকা আছে বিভিন্ন ব্যাংকে। তবে এসব বিষয় তদারকি বা সামলানোর জন্য নিবেদিত কেউ নেই বোর্ডের। এজন্যই খোঁজা হয়েছে চিফ ফিনানশিয়াল অফিসার বা সিএফও।

এদিকে সাবেক সভাপতি ফারুক আহমেদ যে আড়াইশ কোটি টাকা নতুন করে এফডিআর করেছিলেন তার মধ্যে ৫২ কোটি টাকার এফডিআর ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে দাবি করা হয়েছে দৈনিক সমকালে। 

বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নির্দেশনায় দুটি ব্যাংকের কাছে পরীক্ষামূলকভাবে ২ কোটি টাকা করে ফেরত চাওয়া হয়েছিল, যার মধ্যে একটি ব্যাংক সেই নির্দেশনা মানতে ব্যর্থ হয়েছে। ঐ ব্যাংকে ৫২ কোটি টাকা এফডিআর করা রয়েছে। যদিও ব্যাংকটি সরকারের সবুজ তালিকায় রয়েছে।

ফারুক আহমেদ বেশি মুনাফার জন্য ঐ ব্যাংকে এফডিআর করেন বলে দাবি করা হয়েছে। তবে এবার তৈরি হয়েছে মুলধন হারানোরও শঙ্কা।

এসব বিষয় সুরাহার জন্য চিফ ফিনানশিয়াল অফিসার নিয়োগের কাজটি দ্রুতই সম্পন্ন করতে চায় বোর্ড। ৯ আগস্ট বিসিবির সভায় যে ১৪টি এজেন্ডা রয়েছে, তার একটি এই সিএফও নিয়োগ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়