স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান রাজনৈতিক কারণে এক বছর ধরে দেশে ফিরতে পারছেন না। জাতীয় দলেও নেই টাইগার এ অলরাউন্ডার। এমতবস্থায় বারবার সাকিবকে ফেরানোর কথা শোনা গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তাদের মুখে।
মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু থেকে শুরু করে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পর্যন্ত সাকিবকে ফেরাতে চেয়েছেন। কিন্তু সাকিব অভিযোগ করেছিলেন, তার ফোনটাও ধরেননি বুলবুল। যা মোটেও ভালো লাগেনি বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনের।
গণমাধ্যমকে তিনি বলেন, ‘সাকিব দেশের হয়ে খেলতে পারছে না এ ব্যর্থতা আমাদের। প্রথমত বিসিবির। বিসিবি যদি মনে করে সাকিবকে প্রয়োজন, তাহলে তারা ফাইট করুক। আমি মনে করি তাদের ফাইট করা উচিত।
আর যদি মনে করে যে সাকিবকে দরকার নেই, তাহলে বলারও দরকার নেই যে- আমরা তাকে চাই। এই কথাটা আর শুনতে চাই না।
এশিয়া কাপে সাকিবকে ফেরানো হবে কিনা- এ বিষয়ে সুজন বলেন, সাকিব অসাধারণ একজন প্লেয়ার, দারুণ টিমমেট। সে যে অপরাধ করেছে, তার মানে এই না যে সে বাংলাদেশ থেকে আলাদা হয়ে গেছে। দেশটা তো আমাদের।
বাংলাদেশের সম্মানের জন্য যদি… কত কিছু হয়েছে না… তো আমরা এইটুক স্যাক্রিফাইস করতে পারছি না যে, সাকিবের ওই ভুলটুকু স্যাক্রিফাইস করে ওকে আমরা দলে নিয়ে আসলাম। কারণ, ওকে আমাদের প্রয়োজন আছে। বোর্ডের উচিত ছিল ওর জন্য লড়াই করা। কিন্তু মিডিয়ার কাছে বলার জন্যই বলার কোনো প্রয়োজন নেই।
দেশছাড়া, দলছাড়া হয়ে সাকিব এখন বিভিন্ন দেশে অখ্যাত সব ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে বেড়াচ্ছেন। দেশের সর্বকালের সেরা ক্রিকেটারের এই পরিণতি দেখে সুজনের কষ্ট হয়, ‘কী করবে বেচারা… খেলতে তো হবে তাই না? খেলাটাকে তো সাকিব ভালোবাসে। এখনো ফিট আছে, ফর্ম আছে। তাই ভালোবাসা থেকেই খেলে যাচ্ছে।
খারাপ লাগলেও মেনে নেই যে, ও খেলুক। দেখতে তো পাচ্ছি অন্তত কোথাও না কোথাও খেলছে। বড় লিগ ছোট লিগ আমি বুঝি না, সাকিব খেলছে এটাই বড় কথা।