শিরোনাম
◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা ◈ ভারী বৃষ্টিতে তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম, চার জেলায় সতর্কতা ◈ মধ্যরাতে উত্তাল ঢাবি: শিক্ষার্থীদের বিক্ষোভ (ভিডিও) ◈ গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: কেটু মিজান ও স্ত্রীসহ গ্রেফতার ৫ ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা, হতে পারে যেসব চুক্তি ◈ যশোরে স্কুল ছাত্রী অপহরনের পর গুমের  অভিযোগ ◈ ট্রাম্পের শুল্কের জবাবে মার্কিন অস্ত্র কেনা স্থগিত করেছে ভারত: রয়টার্স ◈ যশোরে ডিবি হেফাজতে পল্লী সঞ্চয় ব্যাংকের দুই সিবিএ নেতা ◈ আমি মানবিক মূল্যবোধে বিশ্বাস করি, হিন্দু -মুসলিমের ব্যবধান বুঝি না : বাবু গয়েশ্বর ◈ ঢাবির ১৮ হলে ছাত্রদলের কমিটি ঘোষণার পর ফেসবুকে যা বললেন উমামা ফাতেমা

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২৫, ০৮:৪৪ রাত
আপডেট : ০৯ আগস্ট, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

জাতীয় টি-টোয়েন্টি ক্রিকেট লি‌গে খেলবেন তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক: তা‌মিম ইকবাল‌কে এবারের জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি আসরে খেলতে দেখা যাবে। লম্বা সময় পর খেলার মাঠে ফিরতে যাচ্ছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান এমনটা জানিয়েছেন। -- ক্রিক‌ফ্রেঞ্জি

প্রায় পাঁচ মাস আগে সাভারে শেষবারের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলার সময় মাঠেই হৃদরোগে আক্রান্ত হন তামিম। স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নেন জাতীয় দলের সাবেক এই ওপেনার।

তারপর লম্বা সময় ধরে চিকিৎসাধীন প্রক্রিয়ার মধ্যে ছিলেন তামিম। ঢাকায় ফিরে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা নেন তিনি। এরপর সিঙ্গাপুরে ডাক্তারদের শরণাপন্ন হন ২০২৩ সালে বাংলাদেশ দলের হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা তামিম। এই ব্যাপারে আকরাম বলেন, 'তামিমের সাথে কথা হয়েছে, তামিমও খেলবে।

এবারের এনসিএল টি-টোয়েন্টিতে খেলতে দেখা যাবে মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদকেও। এনসিএলের এবারের আসরে খেলার জন্য ইতোমধ্যেই সিলেট বিভাগের সঙ্গে যোগাযোগ করেছেন বগুড়ার ছেলে মুশফিক।

মাহমুদউল্লাহর ব্যাপারে নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি আকরাম। তবে তার প্রত্যাশা এনসিএলের সংক্ষিপ্ত আসরে খেলতে দেখা যাবে সাবেক এই অলরাউন্ডারকেও। এমনকি মাঠেও অনুশীলন শুরু করেছেন মাহমুদউল্লাহ।

আকরাম বলেন, 'মুশফিক খুব সম্ভবত সিলেটের হয়ে খেলার জন্য অনুরোধ করেছে। ও (মুশফিক) মনে হয় সিলেটের হয়ে খেলতে চায়। রিয়াদ সম্পর্কে আমাকে কিছু বলেনি মানে নির্বাচকদের বলেনি। কিন্তু খুব সম্ভবত ও খেলবে, খেলা উচিত।

২০২৩ সালে ঘটনাবহুল আফগানিস্তান সিরিজের পর অনেকটা আচমকা ঘোষণা দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তামিম। তারপর অবশ্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে আবারও খেলায় ফিরেন তিনি।

মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে দুটি ওয়ানডে খেলে চূড়ান্ত অবসরে চলে যান তিনি। এরপর তার নেতৃত্বে ২০২৪ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শিরোপা জিতে ফরচুন বরিশাল।

সেই দলের হয়ে তামিমের নেতৃত্বে প্রথমবার বিপিএল শিরোপা জয়ের স্বাদ পান মুশফিক এবং মাহমুদউল্লাহ। মুশফিক জাতীয় দলের হয়ে শেষ ওয়ানডে খেলেন কয়েকমাস আগে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে।

২০২২ সালেই জাতীয় দলের টি-টোয়েন্টি অধ্যায়ের ইতি টানেন তিনি। আর মাহমুদউল্লাহ টি-টোয়েন্টি ক্যারিয়ার শেষ করেন গত বছর, ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে। এরপর এই বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ওয়ানডে থেকে মুশফিকের মতো বিদায় নেন মাহমুদউল্লাহও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়