শিরোনাম
◈ দেশে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন চুক্তি সই ◈ রামগতিতে মাছ ধরার নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ জেলে দগ্ধ ◈ চালকের ঘুমে প্রাণ গেল ৭ জনের, এখনো গ্রেপ্তার হয়নি অভিযুক্ত চালক ◈ বিএনপি যুগপৎ আন্দোলনের সমমনা দলগুলোকে নিয়ে নির্বাচনে যাওয়ার ইঙ্গিত দিলেন সালাহউদ্দিন আহমদ (ভিডিও) ◈ ‌‘এনসিপি নেতাদের ‘কক্সবাজার ভ্রমণ’ নিয়ে মনে সন্দেহ জেগেছে’ (ভিডিও) ◈ এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্য চেয়ে জরুরি নির্দেশনা মাউশির ◈ রাজনৈতিক বিশ্বাসের অপবিত্রতা দূর করতে: গাজীপুরে বিএনপি কার্যালয় দুধ দিয়ে ধুয়ে শুদ্ধি অভিযান  ◈ ভিসা মিললেও পা‌কিস্তান এশিয়া কাপ হকিতে ভারতে দল পাঠাতে রাজি নয়  ◈ পুমাস‌কে হা‌রিয়ে লিগস কা‌পের কোয়ার্টার ফাইনালে মে‌সির ইন্টার মায়ামি  ◈ কাশারি বাড়ির কবরস্থানজুড়ে আজও বুকফাটা কান্না

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২৫, ১২:৩১ রাত
আপডেট : ০৭ আগস্ট, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

টাকা চু‌রির অ‌ভি‌যোগ থেকে অব্যাহতি পেলেন বি‌সি‌বির সা‌বেক সভাপ‌তি ফারুক আহ‌মেদ

স্পোর্টস ডেস্ক : বাংলা‌দেশ ক্রিকেট দ‌লের সা‌বেক অ‌ধিনায়ক ফারুক আহ‌মেদ দে‌শের পট পরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হয়েছিলেন। কিন্তু বেশিদিন থাকা হয়নি তার। সভাপতি হিসেবে নয় মাস থাকতে পেরেছিলেন ফারুক। এরপর তাকে সরিয়ে সভাপতি করা হয় আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে।

ফারুক বিসিবি সভাপতি থাকার সময়ে তার বিরুদ্ধে অর্থ নয়ছয় করার অভিযোগ ওঠে। যা নিয়ে তদন্তে নেমেছিল দুদক। তবে এই অভিযোগ থেকে ফারুককে অব্যাহতি দিয়েছে দুদক। 

দেশের ইংরেজি গণমাধ্যম 'ডেইলি সান' প্রতিবেদন প্রকাশ করেছিল, সভাপতি থাকাকালীন পরিচালনা পর্ষদের পূর্বানুমোদন ছাড়াই বিসিবির স্থায়ী আমানত থেকে ২৫০ কোটি টাকা ‘তহবিল অপব্যবহারের উদ্দেশ্যে’ অন্যান্য ব্যাংকে স্থানান্তর করেছিলেন! এমন অভিযোগের পর বেশ বিব্রতকর অবস্থায় পড়েছিলেন ফারুক। যদিও শুরু থেকে অভিযোগ অস্বীকার করে আসছিলেন তিনি।

বিষয়টি তদন্তের জন্য তিন সদস্যের একটি এনফোর্সমেন্ট টিম গঠন করে। যার নেতৃত্বে ছিলেন দুদক সহকারী পরিচালক রাজু আহমেদ। গত ১৭ মে দলটি বিসিবিতে গিয়ে নথিপত্র সংগ্রহের পাশাপাশি তদন্ত করে। এরপর গত ১৩ জুলাই তদন্ত প্রতিবেদন জমা পড়ে। এতে বলা হয় যে, ফারুক আহমেদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি এবং তাকে সমস্ত অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়