শিরোনাম
◈ প্রবাসীদের সুখবর দিলো ইসি ◈ সাবেক সিইসি রকিবউদ্দীনসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ তারেক রহমানই হবেন বিএনপির প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির ◈ বিকালে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে হত্যা ◈ দেশে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন চুক্তি সই ◈ রামগতিতে মাছ ধরার নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ জেলে দগ্ধ ◈ চালকের ঘুমে প্রাণ গেল ৭ জনের, এখনো গ্রেপ্তার হয়নি অভিযুক্ত চালক ◈ বিএনপি যুগপৎ আন্দোলনের সমমনা দলগুলোকে নিয়ে নির্বাচনে যাওয়ার ইঙ্গিত দিলেন সালাহউদ্দিন আহমদ (ভিডিও) ◈ ‌‘এনসিপি নেতাদের ‘কক্সবাজার ভ্রমণ’ নিয়ে মনে সন্দেহ জেগেছে’ (ভিডিও) ◈ এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্য চেয়ে জরুরি নির্দেশনা মাউশির

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২৫, ১১:১৭ দুপুর
আপডেট : ০৭ আগস্ট, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

বাতিল হয়ে গেলো ‌মে‌সির আর্জেন্টিনা দলের ভারত সফর

স্পোর্টস ডেস্ক : ভারত সফরে আসছেন না লিওনেল মেসি। অক্টোবরে কেরলে আসার কথা ছিল মেসি সহ গোটা আর্জেন্টিনা দলের। কিন্তু কেরলের ক্রীড়ামন্ত্রী ভি আব্দুররহিমান জানিয়েছেন, মেসি সহ আর্জেন্টিনা দলের ওই সফর হচ্ছে না। এই খবরে লক্ষ লক্ষ ফুটবলপ্রেমী রীতিমতো হতাশ হয়ে পড়েছেন। ----‌জি নিউজ

তবে মেসি কবে আসবেন ভারতে তা নিয়েও কোনও খবর শোনাতে পারেননি উদ্যোক্তারা। আগেই কেরলের ক্রীড়ামন্ত্রী জানিয়েছিলেন মেসির এই রাজ্য সফরের কথা। এটাও জানানো হয়েছিল যে স্পনসসরা ইতিমধ্যেই নাকি ইভেন্টের ম্যাচ ফির দিয়ে দিয়েছে। কিন্তু আচমকাই সেই সফর বাতিল হয়ে গেল।

সোমবার (৫ আগস্ট ) কেরলের ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, বেশ কিছু সমস্যার জন্য আর্জেন্টিনা দল অক্টোবরে কেরল সফরে আসছে না। সমস্যার কথা নাকি আর্জেন্টিনা দলের তরফেই জানানো হয়েছে। 

সরকারের তরফে যাবতীয় উদ্যোগ নেওয়া হয়েছিল। মেসিরা এলে কোথায় থাকবেন, নিরাপত্তা–সব কিছুর বন্দোবস্ত হয়ে গিয়েছিল। কিন্তু সেই সফরই বাতিল হয়ে গেল। 

 তবে কেরল সফর বাতিল হলেও ডিসেম্বরে লিওনেল মেসি আসছেন ভারতে। পরের বছরই বিশ্বকাপ। তার আগে ভারত সফরে আসবেন আর্জেন্টাইন মহাতারকা। জানা গেছে, ফুটবলের কিংবদন্তি আসবেন কলকাতাতেও। তার সঙ্গে মুম্বইয়েও আর্জেন্টিনীয় মহাতারকার পা পড়তে চলেছে। এবার ভাবনু তো কেমন হবে যদি ব্যাট হাতে ছক্কা হাঁকান মেসি? তাও সেটা ভারতের বিশ্বকাপ জয়ের মঞ্চ ওয়াংখেড়ে স্টেডিয়ামে? আর তাঁর বিপক্ষে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি বা বিরাট কোহলি।
একেবারেই কল্পনা নয়। 

একদমই বাস্তব। তার জন্য অপেক্ষা করতে হতে পারে ডিসেম্বর পর্যন্ত। ভারতে মেসি আসতে চলেছেন ১২ ডিসেম্বর। পরের দিন কলকাতার ইডেনে অনুষ্ঠান। সেখান থেকেই রাতে উড়ে যাবেন আহমেদাবাদ। সেখানে শিল্পপতি গৌতম আদানির সঙ্গে একটি ছোট্ট অনুষ্ঠান রয়েছে।

তার পরের দিন ১৪ ডিসেম্বর মেসি যাবেন মুম্বই। যেখানে অনুষ্ঠান রাখা হয়েছে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। কলকাতায় মেসির অনুষ্ঠানে যেরকম উপস্থিত থাকার কথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। সেরকম মুম্বইয়ে ১৪ ডিসেম্বর ওয়াংখেড়ে স্টেডিয়ামে উপস্থিত থাকবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস।

জানা গেছে, কলকাতায় মেসির সঙ্গে দেখা হবে ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলির। মেসির সঙ্গে দেখা করার জন্য সেরকম মুম্বই উড়ে যাবেন বিশ্বজয়ী ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এক বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়কের সঙ্গে দেখা করবেন আরেক বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়ক। থাকতে পারেন বিরাট কোহলিও। 

মুম্বই ক্রিকেট সংস্থার এক কর্তা জানাচ্ছেন, ‘‌মেসি ওয়াংখেড়েতে ১৪ ডিসেম্বর বর্তমান ও প্রাক্তন ক্রিকেটারদের সঙ্গে ক্রিকেট খেলতে পারেন। সব কিছু চূড়ান্ত হলে আয়োজকরা সূচি ঘোষণা করবেন।

এখনও অবধি যা জানা গেছে, ওয়াংখেড়ে স্টেডিয়ামে সাত দলের একটি ম্যাচ হতে পারে। সেখানে মেসির বিপক্ষে থাকতে পারেন ধোনি–কোহলি। থাকতে পারেন শচীন তেণ্ডুলকার, রোহিত শর্মাও। এখন দেখার এই স্বপ্ন কতটা বাস্তবায়িত হয়। যদিও কেরলে কিন্তু আসছেন না মেসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়