শিরোনাম
◈ গণহত্যার ভার বইতে না পেরে ইসরায়েলি সেনাদের আত্মহনন: যুদ্ধে ফেরেনি প্রায় ১ লাখ সেনা: গণমাধ্যম ◈ ফ্যাসিস্ট হাসিনার ষড়যন্ত্র রুখতে হবে: শাহবাগে ছাত্রসমাবেশে মির্জা ফখরুল ◈ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা উন্নয়নে এডিবি-বাংলাদেশের ১৫০ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি ◈ সৌদি আরবে একদিনে ৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর ◈ শহীদ মিনারে জড়ো হচ্ছেন এনসিপি নেতাকর্মীরা ◈ জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ৫ আগস্ট পোশাক কারখানায় ছুটি ঘোষণা ◈ সুখবর এলপি গ্যাস ব্যবহারকারীদের জন্য ◈ বৃষ্টি উপেক্ষা করে ছাত্রদল নেতাকর্মীদের স্লোগানে মুখর শাহবাগ (ভিডিও) ◈ সব ব্যক্তিশ্রেণির জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক, কিছু শ্রেণি ছাড়ের আওতায় ◈ কালীগঞ্জে আকস্মিকভাবে বিশাল আকৃতির শতবর্ষী গাছ উপড়ে পড়ল ভবনের উপর, আহত ১ 

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৫, ১২:০৮ দুপুর
আপডেট : ০৩ আগস্ট, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জিম করতে কর‌তে হার্ট অ্যাটা‌কে মারা গে‌লেন ২২ বছরের ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : ভার‌তের বড় বড় ক্রিকেটার‌দের ম‌তো ফিট থাকতে চাইতেন। এজন্য নিয়মিত জিম করতেন প্রিয়জিৎ ঘোষ। কিন্তু জিম করতে গিয়েই যে প্রাণ চলে যাবে, তা কি কেউ জানতেন! এমনই হৃদয়বিদারক ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গে। জিম করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ২২ বছর বয়সেই মারা গেছেন ওপার বাংলার এই তরুণ ক্রিকেটার। 

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, গতকাল শুক্রবার বোলপুর শহরের মিশন কম্পাউন্ড এলাকায় জিম করার সময়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন প্রিয়জিৎ। এসময় হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এরপর নিকটবর্তী বোলপুর মহকুমা হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। 

প্রিয়জিতের পরিবার জানিয়েছে, বোলপুরের মিশন কম্পাউন্ড এলাকার স্থানীয় এক জিমে তিনি প্রতিদিন সকালে শরীরচর্চা করতেন। শারীরিক দিক থেকে তরতাজা এবং ফিট থাকাই ছিল তার লক্ষ্য। প্রতিদিনের মতো শুক্রবারও তিনি গিয়েছিলেন জিমে। সেখানেই মর্মান্তিক পরিণতি হয় তার। প্রিয়জিতের বাড়ি জামবুনিতে। 

২০১৮-১৯ মৌসুমে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) আয়োজিত আন্তঃজেলা অনূর্ধ্ব-১৬ ক্রিকেট প্রতিযোগিতায় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন প্রিয়জিৎ। এই পারফরম্যান্সের জন্য সিএবি’র পক্ষ থেকে তাকে পুরস্কৃত করা হয়েছিল। বাংলার হয়ে রঞ্জি ট্রফি খেলে ভারতীয় দলে খেলার স্বপ্ন ছিল তার। কিন্তু মাত্র ২২ বছর বয়সে থেমে গেল সেই সব সম্ভাবনা।

প্রিয়জিতের আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বিস্মিত অনেকে। বন্ধুমহলে, ক্রিকেটমহলে নেমে আসে শোকের ছায়া। প্রিয়জিতকে যাঁরা চিনতেন, তারা শোকে ভেঙে পড়েন। তাঁদের বিশ্বাসই হচ্ছে না এই বয়সে তরতাজা এক ক্রিকেটারের জীবন চলে যাবে!  তবে প্রিয়জিতের মৃত্যু ভাবাচ্ছে চিকিৎসকদেরও।

চিকিৎসকরা বলছেন, কম বয়সে হার্ট অ্যাটাক একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা। যা ইদানীং উদ্বেগজনকভাবে  ক্রমশ বেড়েই চলছে। অনেকেই এর জন্য কোভিডকে দায়ী করছেন। কিন্তু প্রিয়জিৎ নিয়মিত শরীরচর্চা করতেন। তাঁর মতো একজন ফিট ক্রিকেটার এভাবে মৃত্যুর কোলে কীভাবে ঢলে পড়লেন, তা নিয়ে প্রশ্ন উঠছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়