শিরোনাম
◈ নিউইয়র্কে পুলিশ কর্মকর্তা দিদারুলকে মরণোত্তর পদোন্নতি, জানাজায় মানুষের ঢল ◈ ভুটানের লি‌গে খেলছেন ঋতুপর্না চাকমা, এবার অস্ট্রেলিয়ান লিগে খেলার প্রস্তাব পেলেন ◈ জুমার দিন: রহমত, বরকত ও অশেষ সওয়াবের সুবর্ণ সুযোগ ◈ আজীবনের জন্য বাহরাইনে স্থায়ী ব্যবসার ও বসবাসের সুযোগ, মাত্র ৫ দিনার ফিতে! ◈ জুলাই সনদ ঘোষণার দাবিতে আজও শাহবাগ মোড়ে জুলাই যোদ্ধারা ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিকে ঐতিহাসিক কূটনৈতিক বিজয়: প্রধান উপদেষ্টা  ◈ সংলাপে পিআর নি‌য়ে উত্তেজনা, হুদা ‘স‌রি’ বলার পর শান্ত এন‌সি‌পি নেতারা (ভিডিও) ◈ বাংলাদেশে নেচে যাওয়া সেই নোয়েল ভারতে গিয়ে আটক হলেন ◈ বৃষ্টি ও ঝড়ো হাওয়ার সম্ভাবনায় ১১ অঞ্চলে ১ নম্বর সতর্ক সংকেত ◈ শার্শায় বিএনপি কর্মীদের বিরুদ্ধে সরকারি চাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৫, ১০:৫৫ দুপুর
আপডেট : ৩১ জুলাই, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

টপ এন্ড টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ খেল‌তে অস্ট্রেলিয়ায় যাচ্ছে বাংলাদেশ এ' দল

স্পোর্টস ডেস্ক : আগস্টের মাঝামাঝি অস্ট্রেলিয়ার ডারউইনে বসবে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ। যেখানে দ্বিতীয়বারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। তবে জাতীয় দল নয়, 'এ' দলের হয়ে টুর্নামেন্টটিতে অংশ নেবেন অমিত হাসান-নাইম শেখরা।

অস্ট্রেলিয়ার এই টুর্নামেন্টে সর্বশেষ আসরেও অংশ নিয়েছিল বাংলাদেশ। এইচপি দলের ক্রিকেটাদের অংশগ্রহণে সেবার রানার্স আপ হয় বাংলাদেশ। এবার জানা গেছে আসন্ন এই টুর্নামেন্টটিতে অংশ নিতে ৭ আগস্ট অস্ট্রেলিয়ার বিমান ধরবে এ দল। এর আগে ৯ আগস্ট বিমানে ওঠার কথা ছিল নুরুল হাসান সোহান, নাইম শেখদের।

যদিও বিমানযাত্রা দুই দিন এগিয়ে আনায় পরিবর্তন আনা হয়েছে এইচপি ও 'এ' দলের মধ্যকার সিরিজেও। যা অনুষ্ঠিত হবে চট্টগ্রামে।পূর্বনির্ধারিত সূচিতে ১, ৩ ও ৫ আগস্ট চট্টগ্রামে ৩টি টি-টোয়েন্টি খেলার কথা ছিল এইচপি ও এ দলের ক্রিকেটারদের। তবে ফ্লাড লাইটের আলোতে এই সিরিজটি এখন হবে ৩১ জুলাই, ১ ও ৩ আগস্ট।

এই সিরিজ খেলেই অস্ট্রেলিয়ার বিমান ধরবেন এ দলের ক্রিকেটাররা। মূলত টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাওয়া ক্রিকেটারদের জন্যই এই সিরিজটি আয়োজন করেছে বিসিবি। আগে থেকেই চট্টগ্রামে অবস্থান করছেন এইচপির ক্রিকেটাররা। ডেভিড হেম্পের অধীনে ১০ জুন থেকে সেখানে চলছে ক্রিকেটারদের ক্যাম্প।

৩‌টি টি-টোয়েন্টি শেষে আবার নিজেদের মধ্যে একটি চার দিনের ম্যাচ খেলবেন এইচপির ক্রিকেটাররা। আগস্টের ১২ তারিখ পর্যন্ত সেখানে ক্যাম্প চলবে তাদের। ১০দিন বিরতি দিয়ে এইচপির ক্রিকেটাররা চলে যাবেন রাজশাহীতে। এনসিএল টি-টোয়েন্টির ৩ ভেন্যুর একটি রাজশাহী।

তাই ঘরোয়া এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরুর ৩/৪দিন আগ পর্যন্ত চলবে এইচপি দলের ক্রিকেটারদের এই ক্যাম্প। আর এনসিএলকে সামনে রেখে ৫ ও ৬ আগস্ট মিরপুরের ফিটনেস টেস্ট দেবেন ক্রিকেটাররা। পরীক্ষায় পাস না করলে ক্রিকেটাররা অংশ নিতে পারবেন না টুর্নামেন্টটিতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়