শিরোনাম
◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের ◈ এ‌শিয়া কা‌পে ওমানকে হারা‌লো আরব আমিরাত ◈ বাংলাদেশ দলের বিরু‌দ্ধে আমা‌দের চ্যালঞ্জ নি‌য়ে খেল‌তে হ‌বে: আফগানিস্তান কোচ ◈ বাংলাদেশি পাসপোর্ট সহ টিউলিপের ট্যাক্স ফাইলের খোঁজ পেয়েছে এনবিআর ◈ জলদস্যুদের ধাওয়ায় ট্রলারডুবি: ২৪ ঘণ্টা সাগরে ভেসে ১৮ জেলের জীবনরক্ষা

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২৫, ০৬:৪১ বিকাল
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

টি-টোয়েন্টিতে ঝড় তুলে ও‌য়েন সু‌যোগ পে‌লেন অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে, অধিনায়ক মার্শ

স্পোর্টস ডেস্ক : চলতি মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফর্মের পুরস্কার পেলেন মিচেল ওয়েন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের দলে জায়গা পেয়েছেন ডানহাতি এই অলরাউন্ডার।প্রোটিয়াদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ফিরেছেন ট্র্যাভিস হেড ও জশ হ্যাজেলউড।

বুধবার মিচেল মার্শকে অধিনায়ক করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য আলাদা আলাদা দল ঘোষণা করে অস্ট্রেলিয়া। ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স বিশ্রামে থাকায় এবারও এই ফরম্যাটে দলকে নেতৃত্ব দেবেন মার্শ।

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সদ্য শেষ হওয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশড করে অস্ট্রেলিয়া। নিজের অভিষেক ম্যাচে ফিফটি হাঁকানোর পাশাপাশি চার ইনিংসে ব্যাট হাতে ১২৫ রান করেন ওয়েন। এছাড়াও বল হাতে শিকার করেন ২ উইকেট। এবার ২৩ বছর বয়সী এই অলরাউন্ডার অপেক্ষায় আছেন ওয়ানডে অভিষেকের।

সেই সিরিজে বিশ্রামে থাকা হেড ও হ্যাজেলউড প্রোটিয়াদের বিপক্ষে দুই ফরম্যাটেই খেলবেন। কামিন্স ছাড়াও আসন্ন সাদা বলের সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে বাঁহাতি গতিতারকা মিচেল স্টার্ককেও।

চ্যাম্পিয়নস ট্রফির পর ওয়ানডে থেকে স্টিভ স্মিথ ও গ্লেন ম্যাক্সওয়েল অবসর নেওয়ার পর এবারই প্রথম এই ফরম্যাটে খেলতে নামবে অস্ট্রেলিয়া। দলে রাখা হয়েছে উইকেটকিপার অ্যালেক্স ক্যারি ও ব্যাটার মার্নাস লাবুশেনকে। তাদের সঙ্গে রয়েছেন দুই পেসার জেভিয়ার বার্টলেট ও ল্যান্স মরিস।

আগামী ১৯ আগস্ট কেয়ার্নসে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এর আগে ১০ আগস্ট ডারউইনে মাঠে গড়াবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াড 

মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, টিম ডেভিড, বেন ডোয়ার্শিস, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, ম্যাট কুনেমান, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল ওয়েন, ম্যাথিউ শর্ট, অ্যাডাম জ্যাম্পা।

দক্ষিণ আফ্রিাকর বিপক্ষে অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড 

মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, বেন ডোয়ার্শিস, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, ল্যান্স মরিস, মিচেল ওয়েন, ম্যাথিউ শর্ট, অ্যাডাম জ্যাম্পা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়