শিরোনাম
◈ ‘সাদিক কায়েমের কোনো অসততার অভিযোগ নেই এখন পর্যন্ত’ ◈ আগামী ৫-৬ দিন সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ: প্রেস সচিব ◈ শৈলকুপায় ইউনিয়ন পরিষদে তালা দেওয়ার অভিযোগে বিএনপি নেতাসহ আটক ৬ ◈ বৈরী আবহাওয়ায় উত্তাল সমুদ্র, মাছ ধরার ট্রলার না যাওয়ার নির্দেশ ◈ মে‌সির ইন্টার মায়ামির নাটকীয় জয় ◈ “জাতীয় সরকারের প্রস্তাব বিএনপিকে দেওয়া হয়েছিল”, মির্জা ফখরুলের বক্তব্য খণ্ডন করলেন নাহিদ ইসলাম ◈ খালেদা জিয়ার কণ্ঠ নকল করে চাঁদাবাজি, ১৩ ব্যাংকে ৫ কোটি টাকা ফ্রিজ ◈ অন্তর্বর্তী সরকারের ‘এক্সিট পলিসি’ নিয়ে চিন্তা করার সময় এসেছে ◈ মৌলভীবাজারে দিনদুপুরে ব্যবসায়ী ও মেয়ের গলায় দা ধরে ২ লাখ টাকা ও স্বর্ণালংকার ছিনতাই ◈ টিকটক প্রেম থেকে বিয়ে: সুমাইয়ার টানে চীন থেকে মাদারীপুরে শি তিয়ান জিং

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২৫, ১০:৫১ দুপুর
আপডেট : ৩১ জুলাই, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ইংল‌্যা‌ন্ডের ওভালে গ্রাউন্ডসম্যানের সঙ্গে ভারত কোচের বাকবিতণ্ডা

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টেস্ট শুরুর আগে ম্যাচের ভেন্যু ওভালে দলের অনুশীলনের সময় প্রধান গ্রাউন্ডসম্যানের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়েছেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর। -- অলআউট স্পোর্টস

ঘটনাটি ঘটে মঙ্গলবার ভারতীয় দলের ঐচ্ছিক অনুশীলনের সময়। খেলোয়াড়দের আগেই মাঠে ঢোকেন গম্ভীরসহ দলের সহকারী কোচরা। সে সময় প্রধান গ্রাউন্ডসম্যান লি ফোর্টিসের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান গম্ভীর।

ভারত কোচের সঙ্গে ফোর্টিসের কি নিয়ে তর্ক লেগেছিল সে বিষয়ে কিছু জানা না গেলেও এক প্রতিবেদনে ইএসপিএন ক্রিকইনফো জানায়, ভারত দল মূল স্কয়ারের বড় একটি অংশে অনুশীলন শুরু করলে আপত্তি তোলেন ফোর্টিস। ভারতীয় দলের সদস্যরা পিচের খুব কাছাকাছি চলে যাওয়ায় তিনি চিন্তিত হয়ে পড়েন।

এ নিয়ে প্রথমে ফোর্টিসের সঙ্গে কথা বলছিলেন ভারতের সহকারী কোচ সিতাংশু কোটাক। কিন্তু সেখানে গম্ভীর প্রবেশ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সে সময় ফোর্টিসকে গম্ভীরের উদ্দেশে বলতে শোনা যায়, গালাগালি বন্ধ করতে। তা নাহলে তিনি ম্যাচ রেফারির কাছে গম্ভীরের নামে অভিযোগ করবেন।

এরপর ফোর্টিসের উদ্দেশে গম্ভীর বলেন, “তুমি থামো। তুমি আমাদের বলে দিতে পারো না কী করতে হবে।… তুমি আমার দলের কাউকেই বলে দিতে পারো না আমাদের কী করতে হবে। তোমার কোনো অধিকার নেই। তুমি কেবল একজন গ্রাউন্ডসম্যান, তোমার সীমার মধ্যে থাকো। তুমি কেবলই একজন গ্রাউন্ডসম্যান, এর বেশি কিছু না।

পিচ থেকে দূরত্ব বজায় রাখতে বলা বিষয়টিকে খুব একটা ভালোভাবে নেননি কোটাকও। 

“আমরা যখন উইকেট দেখতে যাই, তখন মাঠকর্মীদের একজন বলেন কমপক্ষে আড়াই মিটার দূরে দাঁড়াতে হবে, যেটা অবাক করার মতো ছিল। কারণ এটা একটা পিচ, কাল বাদে পরশু এখানে পাঁচ দিনের টেস্ট শুরু হবে। আমরা সেখানে আমাদের দৌড়ানোর জুতো পরে দাঁড়িয়েছিলাম। তাই আমাদের কাছে বিষয়টা অদ্ভুত লেগেছে।”

গম্ভীর-ফোর্টিসের বাকবিতণ্ডার বিষয়ে কোনো মন্তব্য না করলেও কোটাক ইঙ্গিত দেন, গ্রাউন্ডসম্যানের কথাবার্তার ধরণ হয়ত পরিস্থিতি উত্তপ্ত করে তুলেছে।

বৃহস্পতিবার ৩১ জুলাই শুরু হবে সিরিজের শেষ টেস্ট। পাঁচ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়