শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৫, ১০:৪৩ দুপুর
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আইপিএল ও পিএসএলে কাজ করা ৫ প্রতিষ্ঠান বিপিএলের দায়িত্ব নিতে চায়

স্পোর্টস ডেস্ক : কিছুদিন ধরেই বিপিএলের দায়িত্ব দিতে একটি স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির খোঁজে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর মধ্যে পাঁচটি প্রতিষ্ঠান দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছে। এক বিবৃতিতে এই বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। তারা আগ্রহী প্রতিষ্ঠানগুলোর নামও প্রকাশ করেছে। ---- অলআউট স্পোর্টস

বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে বিপিএলের মার্কেটিং পরামর্শদাতা প্রতিষ্ঠান নিয়োগে আনুষ্ঠানিকভাবে আগ্রহ প্রকাশ করে একই মধ্যে আবেদন পত্র জমা দিয়েছে তারা। এর আগে গত ১০ জুলাই বিসিবির পক্ষ থেকে একটি স্পোর্টস ম্যানেজমেন্টের জন্য দরপত্র আহ্বান করা হয়েছিল। সেখান থেকেই এই পাঁচটি প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে।

এর মধ্যে রয়েছে এপেক্স স্পোর্টস কনসালটিং, আইএমজি, রিয়েল ইমপ্যাক্ট অ্যান্ড অ্যাবসোলুট লেজেন্ডস স্পোর্টস, দ্য আইপিজি গ্রুপ ও মাইন্ড ট্রি লিমিটেড ও ট্রান্সপোর্টস গ্রুপ। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে তাদের আগ্রহ পত্র মূল্যায়ন এবং পরবর্তী সংক্ষিপ্ত তালিকা প্রণয়নের কাজ করবে বিপিএল গভর্নিং কাউন্সিল।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে আইএমজি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রীড়া ব্যবস্থাপনা ও বিপণনে একটি প্রতিষ্ঠিত নাম। আইপিএলের শুরুর থেকেই তারা বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছে এবং ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লিগের কাঠামো, ইভেন্ট ব্যবস্থাপনা ও সম্প্রচার রোডম্যাপ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। 

২০০৮ থেকে ২০২১ সাল পর্যন্ত আইপিএলের দায়িত্বে ছিলেন তারা। তাদের এই অভিজ্ঞতা বাংলাদেশ প্রিমিয়ার লিগকেও একটি আরও পেশাদার কাঠামোর দিকে এগিয়ে নিতে সহায়তা করতে পারে।

আইপিজি গ্রুপও বেশ অভিজ্ঞ এক্ষেত্রে। তারা পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রথম আসরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিএসএল) কাজ করেছে এবং সম্প্রচার ও বিপণনে বড় ভূমিকা পালন করেছে। এ ছাড়াও, সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) প্রধান কমার্শিয়াল পার্টনার হিসেবে যুক্ত রয়েছে। এই অভিজ্ঞতা তাদেরকে বিপিএলের আন্তর্জাতিক বিস্তার এবং বিপণন পরিকল্পনার জন্য বড় শক্তি হতে পারে।

এদিকে এপেক্স স্পোর্টস কনসাল্টিং সাম্প্রতিক বছরগুলোতে এশিয়ান ক্রীড়া বাজারে ধারাবাহিকভাবে কাজ করে নিজেদের পরিচিতি গড়ে তুলেছে। যদিও তারা আইপিএল বা পিএসএলের মতো বড় লিগে সরাসরি কাজ করেনি। তবে তারা বিভিন্ন ক্রীড়া সংস্থার সঙ্গে বিপণন ও ব্র্যান্ড উন্নয়নে কাজ করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়