শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে পণ্যে ৩৫% পর্যন্ত শুল্ক ১ আগস্ট থেকে, ছাড় নয়: ট্রাম্প প্রশাসন ◈ বিদেশি ঋণ পরিশোধে নতুন রেকর্ড: ইতিহাসে প্রথমবার ৪ বিলিয়ন ডলার অতিক্রম ◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে বিচার শুরু, সাক্ষ্য দেবেন যারা ◈ চীনের ভয়ঙ্কর 'অদৃশ্য মারণাস্ত্র' এইচপিএম: বিশ্বজুড়ে উদ্বেগ, ভারত-যুক্তরাষ্ট্রেও চিন্তার ভাঁজ! (ভিডিও) ◈ দিল্লির গাজিয়াবাদে ‘ভুয়া রাষ্ট্রদূত’ ধরা পড়লেন: ৩০০ কোটি রুপি পাচার, জাল দূতাবাস চালিয়ে বিদেশ সফর ১৬২ বার! ◈ অস্ত্র যদি হ্যান্ডেলই করতে না পারেন তাহলে নিয়ে আসলেন কেন, বাবরকে নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রশ্ন ◈ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ: বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়ায় বিদেশি মেডিকেল টিমগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ◈ অ্যাসাইলাম আবেদন করলেই পাসপোর্ট দিচ্ছে না বাংলাদেশ মিশন, বিপাকে অস্ট্রেলিয়ায় শত শত বাংলাদেশি! ◈ বাংলাভাষী মুসলিমদের আটক করা ‘অবৈধ’, বাংলাদেশে পুশইন নিয়ে আরও যা বললেন ওয়াইসি ◈ যিনি প্রধানমন্ত্রী হোন তিনি তার পকেটে ক্ষমতা নিয়ে থাকেন: জোনায়েদ সাকি

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৫, ০৮:৫১ রাত
আপডেট : ২৮ জুলাই, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

এশিয়া কাপে ভারত-পা‌কিস্তান ম্যাচ নি‌য়ে বি‌সি‌সিআইর কড়া সমালোচনায় আজহার উ‌দ্দিন

স্পোর্টস ডেস্ক : প্রতীক্ষিত এশিয়া কাপের ক্রীড়াসূচি অবশেষে প্রকাশিত হয়েছে। সংযুক্ত আরব আমিরা‌তে হবে টুর্নামেন্ট। ৯ সেপ্টেম্বর থেকে প্রতিযোগিতার বল গড়াবে। ২৮ সেপ্টেম্বর ফাইনাল।

টি-টোয়েন্টি ফরম্যাটে হবে টুর্নামেন্ট। পরের বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের এটাই ড্রেস রিহার্সাল। পরের বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারত ও শ্রীলঙ্কায়।এশিয়া কাপের যে ক্রীড়াসূচি প্রকাশিত হয়েছে, তাতে ভারত-পাক একবার নয়, তিন বার মুখোমুখি হতে পারে গোটা টুর্নামেন্টে।

এর আগে লিজেন্ডস বিশ্বকাপে দুই প্রতিবেশী দেশের লড়াই বাতিল হয়েছে। যুবরাজ সিং, শিখর ধাওয়ান-সহ একাধিক প্রাক্তন ক্রিকেটার পাকিস্তানের বিরুদ্ধে খেলতে চাননি।

ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানের সঙ্গে খেলতে না চাওয়ায় তীব্র সমালোচিত হন। প্রাক্তন পাক ক্রিকেটাররা বলতে থাকেন, একসঙ্গে খাওয়া বা ঘোরার বেলায় কোনও বাধা নেই। কিন্তু যত সমস্যা হয় খেলার বেলা। এবার এশিয়া কাপে দুই প্রতিবশী দেশ একাধিকবার খেলবে। দ্বিপাক্ষিক সিরিজ এখন আর হয় না ভারত ও পাকিস্তানের মধ্যে। দুই দেশের ক্রিকেট মাঠে দেখা হয় আইসিসি ইভেন্টে, না হয় এশিয়া কাপে। বোর্ডের এহেন নীতির সমালোচনায় ভারতের প্রাক্তন অধিনায়ক মুহম্মদ আজহারউদ্দিন।

বোর্ডের কড়া সমালোচনা করে আজহার বলেছেন, আমি সব সময়েই বলি, ভারত-পাকিস্তান ম্যাচ হলে সব জায়গাতেই হওয়া উচিত, আর না হলে কোথাও নয়। যদি দ্বিপাক্ষিক সিরিজ খেলা না হয় ভারত ও পাকিস্তানের মধ্যে, তাহলে আন্তর্জাতিক মঞ্চেও খেলা উচিত নয়। কিন্তু সরকার ও বোর্ড যেটা বলবে, তাই ঘটবে।

এশিয়া কাপে গ্রুপ এ-তে ভারত, পাকিস্তানের সঙ্গে রয়েছে সংযুক্ত আরব আমিরাত ও ওমান। ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরা‌তের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করছে ভারত। ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের সামনে টিম ইন্ডিয়া। এই লড়াইয়ের দিকেই তাকিয়ে গোটা ক্রিকেটবিশ্ব।

১৯ সেপ্টেম্বর ওমানের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে খেলতে নামবে ভারত। ১৪ সেপ্টেম্বর গ্রুপ পর্বে দুই প্রতিবেশি দেশ মুখোমুখি হওয়ার পরে সুপার ফোরে ফের দেখা হতে পারে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। ক্রিকেট মাঠে দুই দেশের যা ঐতিহ্য এবং যা শক্তি, তার নিরিখে বিচার করলে ভারত ও পাকিস্তানের সুপার ফোরে না যাওয়াটাই আশ্চর্যের। 

ফলে সুপার ফোরে এই দুই দেশ ফের মুখোমুখি হবে এশিয়া কাপে। আর সব ঠিকঠাক এগোলে ফাইনালেও পৌঁছতে পারে ভারত ও পাকিস্তান। সেক্ষেত্রে ফাইনালে দেখা হবে দুই দেশের।

ভারত-পাকিস্তান সেরা বক্স অফিস। ২৮ সেপ্টেম্বর যদি দুই দেশ ফাইনালে একে অপরের মুখেমুখি হয়, তা হলে সব দিক থেকেই এশিয়া কাপ সাফল্যের মুখ দেখবে। আবু ধাবি, শারজা ও দুবাইয়ে হবে এশিয়া কাপের ম্যাচ। 

দ্বিপাক্ষিক সিরিজ না খেলে আইসিসি বা এশিয়া কাপে পাকিস্তানের সঙ্গে খেলার নীতি নিয়ে প্রশ্ন তুললেন আজহার। তিনি বললেন বটে, কিন্তু এ অরণ্যে রোদন ছাড়া কিছু নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়