শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৫, ০৮:৪০ রাত
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ বাতিলের দাবি তুললেন শ্রীসন্থ

স্পোর্টস ডেস্ক : পহেলগাঁও কাণ্ডের জেরে এশিয়া কাপ হবে কি না তা নিয়েই প্রশ্ন উঠেছিল। সেই প্রতিযোগিতা যে হচ্ছে তা শনিবারই জানিয়েছেন এশীয় ক্রিকেট সংস্থার প্রধান মহসিন নকভি। শুধু তাই নয়, তিন বার ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে পড়শি দেশের সঙ্গে ক্রিকেট খেলা হোক, তা একেবারেই চান না শান্তাকুমারন শ্রীসন্থ। ভারতীয় বোর্ডকে তাঁর অনুরোধ, এই ম্যাচ বাতিল করা হোক। -- আনন্দবাজার

শ্রীসন্থের দাবি, পাকিস্তানের প্রতি কোনও সহানুভূতি দেখানো উচিত না। দেশভক্তি সবার আগে থাকা উচিত। ‘রিপাবলিক টিভি’তে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, “আমি ক্রিকেট ভালবাসি। কিন্তু দেশ সবার আগে। ভারতের কাউকে কিছু প্রমাণ করার নেই। আমার ব্যক্তিগত মত, পাকিস্তানকে খেলতে দেওয়াই উচিত নয়। আমাদেরও উচিত পাকিস্তানের সঙ্গে না খেলা। দেশভক্তি সবার আগে। দুটো দেশের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি রয়েছে। পাকিস্তানের সেটা বোঝা উচিত।

শ্রীসন্থ আরও বলেছেন, “ভারত-পাকিস্তান ম্যাচকে হয়তো অনেকে অনেক ভাবে দেখে। তবে এ বার ব্যবসা নয়, আগে দেশকে নিয়ে ভাবুন। এখন মানুষকে আনন্দ দেওয়ার সময় নয়। সবার আগে দেশের কথা ভাবা উচিত।

উল্লেখ্য, ‘ক্রিকবাজ়’-এর প্রতিবেদন অনুযায়ী, এশিয়া কাপের ম্যাচগুলি হতে পারে দুবাই এবং আবু ধাবিতে। আটটি দলকে দু’টি দলে ভাগ করা হবে। একই গ্রুপে রাখা হতে পারে ভারত এবং পাকিস্তানকে। তিন বার মুখোমুখি হতে পারে দু’দেশ। গ্রুপের খেলা ছাড়াও সুপার ফোর পর্বে এবং ফাইনালে দেখা হতে পারে ভারত-পাকিস্তানের।

প্রতিযোগিতায় মোট ১৯টি ম্যাচ হবে। এসিসি সূত্রে খবর, গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান ম্যাচ হতে পারে ১৪ সেপ্টেম্বর। এ ছাড়া ১০ সেপ্টেম্বর ভারত-আমিরাত এবং ১৯ সেপ্টেম্বর ভার-ওমান ম্যাচ হতে পারে। ভারত এবং পাকিস্তান দু’দলই সুপার ফোরের যোগ্যতা অর্জন করলে, সেই ম্যাচ হবে ২১ সেপ্টেম্বর। ফাইনাল হবে সেপ্টেম্বরের শেষ রোববার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়