শিরোনাম
◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের ◈ এ‌শিয়া কা‌পে ওমানকে হারা‌লো আরব আমিরাত ◈ বাংলাদেশ দলের বিরু‌দ্ধে আমা‌দের চ্যালঞ্জ নি‌য়ে খেল‌তে হ‌বে: আফগানিস্তান কোচ ◈ বাংলাদেশি পাসপোর্ট সহ টিউলিপের ট্যাক্স ফাইলের খোঁজ পেয়েছে এনবিআর ◈ জলদস্যুদের ধাওয়ায় ট্রলারডুবি: ২৪ ঘণ্টা সাগরে ভেসে ১৮ জেলের জীবনরক্ষা

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৫, ১২:২৭ রাত
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ভারতের সর্বকালের সেরা ৫ ক্রিকেটার বাছলেন র‌বি শাস্ত্রী

স্পোর্টস ডেস্ক : রবি শাস্ত্রী। জাতীয় দলের জার্সিতে সফলতম অলরাউন্ডার। জাতীয় দলের অন্যতম সফল কোচ। সফল ধারাভাষ্যকার। ভারতীয় ক্রিকেটকে প্রায় পাঁচ দশক ধরে দেখছেন। এ হেন ব্যক্তিত্ব এবার তাঁর দেখা সেরা পাঁচ ক্রিকেটারকে বেছে নিলেন। 

শাস্ত্রীর বেছে নেওয়া সেরা পাঁচের তালিকায় তাঁর সময়ের ২ ক্রিকেটারের পাশাপাশি রয়েছেন এই প্রজন্মের দুই অধিনায়কও। ইংল্যান্ডের দুই প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন এবং অ্যালিস্টার কুকের সঙ্গে একটি পডকাস্টে যোগ দিয়েছিলেন শাস্ত্রী। 

‘দ্য ওভারল্যাপ ক্রিকেট পডকাস্ট’ নামের অনুষ্ঠানে নিজের দেখা সেরা ক্রিকেটারদের তালিকা দিলেন প্রাক্তন হেডকোচ। ওই তালিকায় অনিল কুম্বলে, রাহুল দ্রাবিড়, সৌরভ গঙ্গোপাধ্যায়দের মতো কিংবদন্তিরা জায়গা পাননি। আবার হাল আমলের রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিনের মতো তারকারাও সেরাদের তালিকায় নেই।

রবি শাস্ত্রী যে পাঁচজনকে বেছেছেন তাঁরা হলেন কপিল দেব, সুনীল গাভাসকর, শচীন টেণ্ডুলকর, বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনি। তিনি বলেন, “কপিল দেব, সুনীল গাভাসকর, শচীন তেণ্ডুলকর, বিরাট কোহলি, এই চারজন আমার তালিকায় থাকবেনই। এদের নিয়ে কোনও সংশয় নেই। 

আসলে আমি এমন ক্রিকেটারদের কথা ভাবছি যারা হয়তো নিজেদের সময়ে সবচেয়ে প্রভাবশালী ক্রিকেটার ছিলেন। এই তালিকায় বিষেণ সিং বেদী থাকতে পারতেন। কিন্তু মহেন্দ্র সিং ধোনিকে কীভাবে বাদ দিই।” নিজের তালিকা চূড়ান্ত করার আগে জশপ্রীত বুমরাহর নামটাও নিয়েছিলেন শাস্ত্রী। তবে তাঁর কেরিয়ার শেষ না হওয়ায় বুমরাহকে বেছে নেননি তিনি।

কিন্তু এই পাঁচজনের মধ্যে সেরা কে? অ্যালিস্টার কুকের প্রশ্নের জবাব শাস্ত্রী বলেন, “ব্যাটিংয়ের দিক থেকে গাভাসকরকে সেরা হিসাবে বাছা যায়। তবে আমি শচীনকেই সেরা হিসাবে রাখব। কারণ ওঁর দীর্ঘমেয়াদি সাফল্য। ২৪ বছর ধরে খেলেছে। ১০০টা সেঞ্চুরি। তাছাড়া সেরা সেরা বোলারদের বিরুদ্ধেও খেলতে হয়েছে ওকে। ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিস, ইমরান খান। ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন, দক্ষিণ আফ্রিকার শন পোলক, অ্যালেন ডোনাল্ড। ও আসলে প্রথম সারির ক্রিকেটার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়