স্পোর্টস ডেস্ক : চলমান ওল্ড ট্রাফোর্ড টেস্টে ক্রিস ওকসের বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে চোট পেয়েছেন ভারতের উইকেটরক্ষক ব্যাটার রিশভ পান্ট। পায়ের পাতায় স্ক্যান করানোর পর চিড় ধরা পড়ে। যে কারণে পান্টকে ৬-৮ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বলে ধারণা করা যাচ্ছে।
ম্যাচের প্রথম দিনে ৩৭ রানে থাকা অবস্থায় চোট পাওয়া পান্ট পরে অবশ্য ভাঙা পা নিয়েই ব্যাটিংয়ে নামেন দ্বিতীয় দিনে। ছুঁয়ে ফেলেন ফিফটিও। খেলেছেন ৭৫ বলে ৫৪ রানের গুরুত্বপূর্ণ এক ইনিংস। চোটের কারণে এই ম্যাচে উইকেটকিপিং করতে পারবেন না পান্ট। তার বদলি হিসেবে ম্যাচে কিপিং করছেন ধ্রুব জুরেল। তবে দলের প্রয়োজনে ব্যাটিংয়ে নামতেও পারেন পান্ট। --- ক্রিকটাইম
পান্টের এই ঘটনায় আইসিসির কনকাশন বদলির নিয়ম নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের সাবেক অধিনায়ক এবং বর্তমানের জনপ্রিয় ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার। তার মতে, হেলমেটে বল লাগলে যদি কনকাশন বদলির সুযোগ দেওয়া হয় তাহলে গুরুতর চোটের ক্ষেত্রে কেন দেওয়া হবে না?
সনি স্পোর্টসের অনুষ্ঠানে কনকাশন বদলির নিয়মকে অপ্রয়োজনীয় হিসেবে আখ্যা দিয়েছেন সুনীল গাভাস্কার। তার মতে, কেউ যদি শর্ট বল খেলতে না পারে তাহলে তার টেস্ট খেলারই দরকার নেই। এর চেয়ে বরং গলফ বা টেনিস খেলা শ্রেয়।
গাভাস্কার বলেছেন, ‘আমার সবসময়ই মনে হয়েছে, অক্ষমতার জন্য ‘লাইক-ফর-লাইক’ বদলি (কনকাশন সাব) দেওয়া হচ্ছে। শর্ট-পিচ বোলিং যথেষ্ট ভালোভাবে খেলতে না পারলে টেস্ট খেলার দরকার কী? টেনিস কিংবা গলফ খেললেই তো হয়। এমন একজনের জন্য লাইক-ফর-লাইক বদলি দেওয়া হচ্ছে, যে শর্ট বল খেলতে পারে না এবং (খেলতে গেলে) আঘাত পায়।
পান্টের মত গুরুতর চোটে পড়া ক্রিকেটারদের ক্ষেত্রে বদলির নিয়ম চান গাভাস্কার। এর জন্য একটি কমিটি করার দাবিও জানিয়ে রেখেছেন সুনীল গাভাস্কার। তিনি বলেছেন, ‘এখানে এটা (রিশভ পান্টের) স্পষ্ট চোট; এর জন্য বদলি থাকা উচিত। আমি চাই, এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা কমিটি নিযুক্ত করা হোক।
আইসিসির একটা ক্রিকেট কমিটি আছে, কিন্তু এখন সেটার নেতৃত্বে সৌরভ গাঙ্গুলী, আইসিসি চেয়ারম্যান আবার জয় শাহ এবং আইসিসির প্রধান নির্বাহী সংযোগ গুপ্ত। আমরা এমন কোনো পরিস্থিতি চাই না, বিশেষ করে এখানকার (ইংল্যান্ড) ও অস্ট্রেলিয়ার গণমাধ্যম বলবে, “ও, ভারত এমন পরিস্থিতিতে পড়ায় তারা এসব করা শুরু করেছে।” তাই এসব চোট যাচাইয়ের জন্য সম্পূর্ণ আলাদা একটি কমিটি করা হোক, চিকিৎসকদের নিয়েও হতে পারে… সেই কমিটি সিদ্ধান্ত নিক (বদলি ক্রিকেটার নামানোর ব্যাপারে)।
আলোচনায় উপস্থিত থাকা সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন গাভাস্কারের সাথে একমত পোষণ করেছেন। এখানে ভন টেনেছেন ফুটবল খেলার বদলির নিয়মের বিষয়টিও। ভন বলেছেন, ‘যদি কোনো ফুটবলারের ম্যাচের শুরুতেই পা ভেঙে যায়, তাহলে তার বদলি নামানো যায়। ক্রিকেট কেন আলাদা হবে? পান্টের পা (পায়ের হাড়) ভেঙে গেছে। সে এই ম্যাচে আবার বা পরের ম্যাচে আর খেলতে পারবে না। এই ধরনের পরিস্থিতিতে চোটের জন্য ‘লাইক-ফর-লাইক’ বদলির স্পষ্ট নীতিমালা প্রয়োজন।
ভাঙা পা নিয়ে ফিফটি হাঁকিয়ে ভারতের রান ৩৫০ পার করান পান্ট। প্রথম ইনিংসে ৩৫৮ রানে গিয়ে থামে ভারতের ইনিংস। তবে খুব একটা স্বস্তিতে নেই টিম ইন্ডিয়া। জবাব দিতে নামা ইংল্যান্ড প্রথম ইনিংসে তৃতীয় দিনের খেলা শেষে ৭ উইকেট হারিয়ে তুলে ফেলেছে ৫৪৪ রান, লিড এখনই ১৮৬ রানের।
অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির পাঁচ টেস্টের সিরিজের চতুর্থ ম্যাচ এটি। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড।