শিরোনাম
◈ ময়মনসিংহে ড. ইউনূসের বিরুদ্ধে করা মানহানির মামলা বাতিল ◈ উড্ডয়নের আগেই আগুন: আমেরিকান এয়ারলাইন্সের ১৭৩ যাত্রী রক্ষা পেলেন বড় দুর্ঘটনা থেকে (ভিডিও) ◈ অদ্ভুত রেকর্ড গড়ে আবারও অস্ট্রেলিয়ার কাছে হারল ওয়েস্ট ইন্ডিজ ◈ জুলাই সনদের খসড়া আগামীকালের মধ্যে রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে: আলী রীয়াজ ◈ জুলাই গণঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধের পর যা যা ঘটেছিলো ◈ এবার যে কারণে সেনাপ্রধানের প্রশংসা করলেন সারজিস আলম ◈ জামায়াত নেতার প্রশংসা করে যা বললেন পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান ◈ ২০২৪ সালের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দিল বিএনপি: এক বছরে আয় ১৫ কোটি ৬৬ লাখ টাকা ◈ 'মৌসুম যেমনই হোক, বন্ধুত্ব থাকবে', ভারত-মালদ্বীপ সম্পর্কের ‘বরফ গলছে! (ভিডিও) ◈ এশিয়া কাপে তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২৫, ১০:২৬ দুপুর
আপডেট : ২৭ জুলাই, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

সবাই‌কে পেছ‌নে ফে‌লে‌ছেন, এখন রুটের সামনে কেবল শচীন টেন্ডুলকার

স্পোর্টস ডেস্ক : ইংল‌্যা‌ন্ডের ক্রিকেটার জো রুট দিনের শুরুতে রাহুল দ্রাবিড় ও জ্যাক ক্যালিসকে ছাড়িয়ে টেস্টের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন। চা বিরতির আগে ছাড়িয়ে গেলেন দ্বিতীয় স্থানে থাকা রিকি পন্টিংকে। অস্ট্রেলিয়ার এই কিংবদন্তিকে পেছনে ফেলে টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এখন জো রুট। ইংল্যান্ডের এই তারকা ব্যাটারের সামনে আছেন কেবল শচীন টেন্ডুলকার।

ভারতের বিপক্ষে ওল্ড ট্র্যাফোর্ডে চতুর্থ টেস্ট শুরুর আগে পন্টিংকে ছাড়িয়ে যেতে ১২০ রান দরকার ছিল রুটের। শুক্রবার তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে আনশুল কাম্বোজের ডেলিভারি পয়েন্ট অঞ্চল দিয়ে ঠেলে দিয়ে এক রান নিয়ে অস্ট্রেলিয়ার কিংবদন্তিকে ছাড়িয়ে যান তিনি।

১৬৮ ম্যাচে ২৮৭ ইনিংসে ১৩ হাজার ৩৭৮ রান করেন পন্টিং, গড় ৫১ দশমিক ৮৫। ৪১টি সেঞ্চুরির সঙ্গে হাঁকিয়েছেন ৬২টি ফিফটি। ২০১২ সালে ডানহাতি এই ব্যাটার অবসর নেওয়ার বছরে ভারতের বিপক্ষে টেস্টে অভিষেক হয়েছিল রুটের।

তালিকায় রুটের সামনে থাকা টেন্ডুলকার ২০০ টেস্টে ৩২৯ ইনিংসে ১৫ হাজার ৯২১ রান করেছেন। এই রান করতে ভারতের এই কিংবদন্তি হাঁকিয়েছেন রেকর্ড ৫১টি শতক ও ৬৮টি অর্ধশতক।

দ্বিতীয় সেশনের পানি পানের বিরতির পর কাম্বোজকে ফাইন লেগ দিয়ে চার মেরে ক্যারিয়ারের ৩৮তম শতক পূর্ণ করেন রুট। এরপর শার্দুল ঠাকুরের ডেলিভারিকে পয়েন্ট অঞ্চল দিয়ে ঠেলে দিয়ে পন্টিংকে স্পর্শ করেন তিনি।

বৃহস্পতিবার দ্বিতীয় দিন ১৩ হাজার ২৫৯ রান নিয়ে ব্যাটিংয়ে নেমেছিলেন রুট। তৃতীয় দিন সকালের প্রথম ঘণ্টায় কয়েক মিনিটের মধ্যে দ্রাবিড় ও ক্যালিসকে ছাড়িয়ে যান রুট। দ্রাবিড় তার টেস্ট ক্যারিয়ার শেষ করেন ২৮৬ ইনিংসে ১৩ হাজার ২৮৮ রান নিয়ে। অন্যদিকে ২৮০ ইনিংসে ১৩ হাজার ২৮৯ রান করেন ক্যালিস। ২৮৬ ইনিংসে তাদেরকে ছাড়িয়ে গেলেন রুট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়