স্পোর্টস ডেস্ক : দিনের শুরুতে টেস্টে রান সংগ্রাহকের তালিকায় রাহুল দ্রাবিড় ও জ্যাক ক্যালিসকে ছাড়িয়ে তিন নম্বরে উঠেছিলেন জো রুট। চা বিরতির আগে রিকি পন্টিংকে পেছনে ফেলে উঠে আসেন এই তালিকার দুই নম্বরে।
ডানহাতি এই ব্যাটারের মাইলফলক স্পর্শ করা এই ইনিংসের সুবাদে ভারতের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে বড় লিডের ভিত পেয়েছে ইংল্যান্ড। দিনের খেলা শেষে স্বাগতিকরা এগিয়ে আছে ১৮৬ রানে। ---ক্রিকফ্রেঞ্জি
শুক্রবার ওল্ড ট্র্যাফোর্ডে তৃতীয় দিনের খেলা শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৭ উইকেটে ৫৪৪ রান। ৭৭ রান নিয়ে বেন স্টোকস ও ২১ রান নিয়ে লিয়াম ডওসন ক্রিজে আছেন।
২ উইকেটে ২২৫ রান নিয়ে দিনের খেলা শুরু করার সময় ১১ রানে অপরাজিত ছিলেন রুট। প্রথম ঘণ্টায় কয়েক মিনিটের ব্যবধানে দ্রাবিড় ও ক্যালিসকে ছাড়িয়ে যান রুট। অলি পোপকে নিয়ে জুটি বেঁধে দলকে লিড নেওয়ার পথে এগুতে থাকেন তিনি। কিন্তু মধ্যাহ্ন ভোজের বিরতির পর পোপকে (৭১) তার আগেই তুলে নিয়ে তৃতীয় উইকেটে ১৪৪ রানের জুটিটি থামান ওয়াশিংটন সুন্দর। খানিকবাদে হ্যারি ব্রুককেও (৩) সাজঘরের পথ দেখান এই অফস্পিনার।
দ্রুত দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে থাকা দলের হাল ধরেন রুট ও বেন স্টোকস। পানি পানের বিরতির পর আনশুল কাম্বোজকে ফাইন লেগ দিয়ে চার মেরে ক্যারিয়ারের ৩৮তম সেঞ্চুরি তুলে নেন রুট। টেস্ট ইতিহাসে কুমার সাঙ্গাকারার সঙ্গে যৌথভাবে চতুর্থ সর্বোচ্চ সেঞ্চুরির মালিক এখন ৩৪ বছর বয়সী এই ব্যাটার।
বিরতির আগ মুহূর্তে কাম্বোজের ডেলিভারি পয়েন্ট অঞ্চলে ঠেলে দিয়ে সিঙ্গেল নিয়ে পন্টিংয়ের ১৩ হাজার ৩৭৮ রানকে পার করে টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক হয়ে যান রুট। এই তালিকায় তার সামনে থাকা শচীন টেন্ডুলকারের রান ১৫ হাজার ৯২১।
চা বিরতির পর ব্যক্তিগত ৬৬ রানে থাকা অবস্থায় ক্র্যাম্প নিয়ে মাঠ ছাড়েন স্টোকস। সে সময় রুটের সঙ্গে পঞ্চম উইকেটে ১৪২ রানের জুটি গড়েছিলেন ইংলিশ অধিনায়ক। খানিকবাদে ব্যক্তিগত ১৫০ রানে রবীন্দ্র জাদেজার বলে স্টাম্পিং হয়ে সাজঘরে ফেরেন রুট।
দুই সেট ব্যাটারের বিদায়ে কিছুটা চাপে পড়া ইংলিশদের আরও চেপে ধরে বোলাররা। দ্রুত সাজঘরে ফেরেন জেইমি স্মিথ (৯) ও ক্রিস ওকস (৪)। শেষ বেলায় আবার ব্যাটিংয়ে নেমে ডওসনকে নিয়ে কোনো বিপদ ছাড়া দিনের খেলা শেষ করেন স্টোকস।