শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৫, ০৬:২১ বিকাল
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

বাংলাদেশ সুযোগ দেয়ায় শেষ ম‌্যা‌চে পাকিস্তান জি‌তে‌ছে, কামরান আকম‌লের বিস্ফোরক মন্তব্য 

স্পোর্টস ডেস্ক : বাংলা‌দে‌শে সফররত পা‌কিস্তান ক্রিকেট দ‌লের পারফর‌মেন্স দে‌খে মন ভা‌লো নেই সা‌বেক ক্রিকেটার কামরান আকম‌লের, দল নি‌য়ে সমা‌লোচনামুখর তি‌নি, বাংলা‌দে‌শের মাটিতে পাকিস্তানকে ২-১ ব্যবধানে সিরিজে হারিয়েছে লিটন দাসরা। যদিও তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে হেরে গিয়ে হোয়াইটওয়াশের সুযোগ হাতছাড়া করেছে টাইগাররা। 

তবে শেষ ম্যাচে জয় পাওয়ার কৃতিত্ব পাকিস্তানের নয়, বরং বাংলাদেশই সুযোগ করে দিয়েছে বলে দাবি করেছেন দেশটির সাবেক উইকেটরক্ষক ব্যাটার কামরান আকমল।

নিজের ইউটিউব চ্যানেলে দেয়া এক বিশ্লেষণে আকমল বলেন, ‘তৃতীয় টি-টোয়েন্টি পাকিস্তান জিতেছে ঠিকই, কিন্তু আমার মতে বাংলাদেশই ওদের জেতার সুযোগ দিয়েছে। আগের দুই ম্যাচে যেভাবে তারা দাপট দেখিয়েছে, তাতে মনে হচ্ছিল পাকিস্তান হোয়াইটওয়াশ হবে। কিন্তু মনে হচ্ছে, বাংলাদেশ ভেবেছে তাদের উদ্দেশ্য পূর্ণ হয়েছে, এখন একাদশের বাইরে থাকা খেলোয়াড়দের সুযোগ দেয়া যাক।

সিরিজজুড়ে স্কোয়াডে থাকা খেলোয়াড়দের ঘুরিয়ে-ফিরিয়ে খেলানো নিয়েও পাকিস্তানের জন্য লজ্জার অনুভূতি প্রকাশ করেন তিনি। আকমলের ভাষ্য, ‘প্রথম দুই ম্যাচেও বাংলাদেশ রোটেশন পলিসি অনুসরণ করেছে। এটা পাকিস্তানের বিপক্ষে, যারা একসময় বিশ্বচ্যাম্পিয়ন ছিল। অথচ এখন এমনভাবে ট্রিট করা হচ্ছে, যেন তারা আয়ারল্যান্ড বা নেদারল্যান্ডস! এটা অত্যন্ত লজ্জার।

তৃতীয় ম্যাচে পাকিস্তানের একাদশ গঠনের সমালোচনাও করেন তিনি। তার মতে, ‘শুরু থেকেই লেফট-রাইট হ্যান্ড কম্বিনেশন ব্যবহার করা উচিত ছিল। ফখর জামান ও সাইম আয়ুবকে একসঙ্গে খেলিয়ে আপনি বাংলাদেশের স্পিনারদের সুবিধা করে দিয়েছেন। শাহিবজাদা ফারহান থাকলে হয়তো কম্বিনেশনটা ভালো হতো এবং স্পিনারদের এতটা আধিপত্য থাকতো না।’

এর আগেও দ্বিতীয় টি-টোয়েন্টির পর তাসকিন আহমেদকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছিলেন আকমল। সেদিন তিনি বলেছিলেন, ‘আপনার সেরা বোলারকে বিশ্রাম দিয়ে আপনি আসলে পাকিস্তানকে ছোট দল হিসেবে দেখেছেন।

উল্লেখ্য, সিরিজের প্রথম দুই ম্যাচে দারুণভাবে জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। তবে শেষ ম্যাচে একাদশে পরিবর্তন এনে বিশ্রামে রাখা হয় কয়েকজন মূল খেলোয়াড়কে। সেই সুযোগেই একমাত্র জয় তুলে নেয় পাকিস্তান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়