শিরোনাম
◈ আওয়ামী লীগ থেকে তো প্রচুর যোগাযোগ হচ্ছেই, আমাকে বলে দলের হাল ধরতে: তাজউদ্দীন আহমদের বড় মেয়ে ◈ এপস্টাইন কী ভাবে ‘শিকার’ ধরতেন? কী করতেন প্রেমিকা? আমেরিকা থেকে স্মৃতিচারণ ভুক্তভোগীর, চ‌লে আস‌লো ট্রাম্পের নাম  ◈ শয়ে শয়ে মুসলমানকে বেআইনিভাবে বাংলাদেশে তাড়াচ্ছে ভারত: হিউমান রাইটস ওয়াচ এর প্রতি‌বেদন ◈ নিম্নচাপ ও অমাবস্যার জোড়া প্রভাবে উপকূল প্লাবিত, দক্ষিণাঞ্চলের নদ-নদীর পানি বিপদসীমার ওপরে ◈ শর্ট বল খেলতে না পারলে টেস্ট খেলার দরকার কী? : সু‌নিল গাভাস্কার ◈ ভারতের ফুটবল কোচ হতে চান জাভি হার্না‌ন্দেজ, আবেদনে সারা দেয়নি ফেডারেশন ◈ এন‌সি‌পি কী আওয়ামী লীগ বিরোধিতাকে পুঁজি করে রাজনীতি করতে চায়? ◈ দশম গ্রেডে প্রধান শিক্ষকদের বেতন কার্যকরে প্রস্তুত সরকার, সহকারী শিক্ষকরা চায় ১১তম গ্রেড ◈ বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ ◈ কী ঘটেছিল? কেন নিষেধাজ্ঞায় পড়তেই হলো লিওনেল মেসি ও জর্দি আলবাকে?

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৫, ০৪:২৬ দুপুর
আপডেট : ২৬ জুলাই, ২০২৫, ০৮:৩৮ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

স্বাগ‌তিক ইকুয়েডরকে হা‌রি‌য়ে ‌নারী কোপা আমেরিকার সেমিফাইনা‌লে আর্জেন্টিনা 

স্পোর্টস ডেস্ক : আ‌র্জেন্টিনা নারী কোপা আমেরিকায় দুর্দান্ত ফর্মে আছে। ইকুয়েডরে চলমান আসরে এখন পর্যন্ত একটিও ম্যাচ হারেনি তারা।

গ্রুপপর্বের চার ম্যাচে চার জয়ে শতভাগ সাফল্য নিয়ে সেমিফাইনালে উঠেছে আলবিসেলেস্তেরা।
গ্রুপপর্বের শেষ ম্যাচে বৃহস্পতিবার স্বাগতিক ইকুয়েডরকে ২-০ গোলে হারায় আর্জেন্টিনা।

প্রথমার্ধে কিশি নুনিয়েজ এবং দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে ফ্লোরেন্সিয়া বোনসেগুন্ডোর গোল দলকে এনে দেয় গুরুত্বপূর্ণ জয়।

এর আগে উরুগুয়ের বিপক্ষে ১-০, চিলির বিপক্ষে ২-১ এবং পেরুর বিপক্ষে ১-০ ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা।

সব ম্যাচই অনুষ্ঠিত হয় ইকুয়েডরের ইনডিপেনডিয়েন্টে দেল ভ্যালের স্টেডিয়ামে।
চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা।

তাদের সঙ্গে শেষ চার নিশ্চিত করেছে ৭ পয়েন্ট পাওয়া উরুগুয়ে। চিলি (৬ পয়েন্ট) পঞ্চম স্থানের জন্য লড়বে, আর গ্রুপ পর্ব থেকেই বাদ পড়েছে স্বাগতিক ইকুয়েডর ও পেরু।

এখন আর্জেন্টিনার প্রতিপক্ষ নির্ধারিত হবে গ্রুপ ‘বি’র শেষ রাউন্ডের ম্যাচ থেকে। সেখানে ব্রাজিল ও কলম্বিয়ার লড়াইয়ে যে হারবে, তার বিপক্ষেই নামবে আর্জেন্টিনা। সম্ভাবনা রয়েছে ভেনেজুয়েলারও, তবে গোল ব্যবধানে অনেক পিছিয়ে থাকায় তাদের সুযোগ ক্ষীণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়