শিরোনাম
◈ আওয়ামী লীগ থেকে তো প্রচুর যোগাযোগ হচ্ছেই, আমাকে বলে দলের হাল ধরতে: তাজউদ্দীন আহমদের বড় মেয়ে ◈ এপস্টাইন কী ভাবে ‘শিকার’ ধরতেন? কী করতেন প্রেমিকা? আমেরিকা থেকে স্মৃতিচারণ ভুক্তভোগীর, চ‌লে আস‌লো ট্রাম্পের নাম  ◈ শয়ে শয়ে মুসলমানকে বেআইনিভাবে বাংলাদেশে তাড়াচ্ছে ভারত: হিউমান রাইটস ওয়াচ এর প্রতি‌বেদন ◈ নিম্নচাপ ও অমাবস্যার জোড়া প্রভাবে উপকূল প্লাবিত, দক্ষিণাঞ্চলের নদ-নদীর পানি বিপদসীমার ওপরে ◈ শর্ট বল খেলতে না পারলে টেস্ট খেলার দরকার কী? : সু‌নিল গাভাস্কার ◈ ভারতের ফুটবল কোচ হতে চান জাভি হার্না‌ন্দেজ, আবেদনে সারা দেয়নি ফেডারেশন ◈ এন‌সি‌পি কী আওয়ামী লীগ বিরোধিতাকে পুঁজি করে রাজনীতি করতে চায়? ◈ দশম গ্রেডে প্রধান শিক্ষকদের বেতন কার্যকরে প্রস্তুত সরকার, সহকারী শিক্ষকরা চায় ১১তম গ্রেড ◈ বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ ◈ কী ঘটেছিল? কেন নিষেধাজ্ঞায় পড়তেই হলো লিওনেল মেসি ও জর্দি আলবাকে?

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৫, ১০:২৮ দুপুর
আপডেট : ২৬ জুলাই, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

রেস‌লিং জগ‌তে নক্ষ‌ত্রের পতন, মারা গে‌লেন হাল্ক হোগান 

স্পোর্টস ডেস্ক : রেসলিং জগতে হঠাৎই নক্ষত্রপতন। আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন প্রফেশনাল রেসলিং তারকা হাল্ক হোগান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। হাল্ক হোগানে অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জানানো হয়, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এই কিংবদন্তির। -= আজকাল

এক প্রতিবেদনে জানানো হয়েছে, বৃহস্পতিবার ফ্লোরিডায় নিজের বাড়িতে আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। জরুরি ভিত্তিতে ৯১১ নম্বরে ফোন করা হলে এমারজেন্সি মেডিক্যাল টিম ঘটনাস্থলে পৌঁছায়, তবে শেষরক্ষা হয়নি।

তবে সম্প্রতি হাল্ক হোগানের স্ত্রী সংবাদমাধ্যমে দাবি করেছিলেন, তাঁর স্বামীর হৃদযন্ত্র ভালোভাবে কাজ করছে এবং তিনি অস্ত্রোপচারের পর দ্রুত সেরে উঠছেন। তার কিছুদিন পরেই এই দুঃসংবাদ গ্রাস করল ক্রীড়াজগৎকে। প্রফেশনাল রেসলিং জগতে তাঁর দাপট দেখে ভক্তরা নাম রেখেছিলেন ‘হাল্কাম্যানিয়া’। এদিন তাঁর মৃত্যুর খবর পেয়ে সকলের বক্তব্য, একটা যুগের অবসান।

আন্তর্জাতিক রেসলিং জগতে বিপ্লব ঘটানো মানুষটি ছিলেন হাল্ক হোগান। ১৯৫৩ সালের ১১ আগস্ট জর্জিয়ার আগুস্তা শহরে জন্ম নেওয়া টেরি ইউজিন বোলেয়া গোটা বিশ্বে পরিচিত ছিলেন ‘হাল্ক হোগান’ নামে। ১৯৮০ এবং ৯০-এর দশকে তাঁর রিংয়ে আগমন শুধু রেসলিং নয়, গোটা ক্রীড়া এবং বিনোদন জগতের গতিপথই বদলে দিয়েছিল।

হাল্ক হোগানের আইকনিক পরিচয় ছিল হলুদ-লাল পোশাক, মোটা গোঁফ আর বিখ্যাত ক্যাচফ্রেজ ‘Whatcha gonna do when Hulkamania runs wild on you?’ তাঁর এই বিখ্যাত লাইন আজও কোটি কোটি ভক্তের মুখে ঘোরে। WWE অনুষ্ঠানের অন্যতম মুখ হয়ে উঠেছিলেন তিনি। রেসলিংকে এক বিনোদনমূলক অনুষ্ঠানে পরিণত করেছিলেন হাল্ক। প্রথম ন’টি রেসলম্যানিয়ার মধ্যে আটটিতেই প্রধান ভূমিকায় ছিলেন হাল্ক হোগান। ছ’বারের WWE চ্যাম্পিয়ন, এবং চলচ্চিত্র, টেলিভিশন ও বিজ্ঞাপন জগতে জনপ্রিয়তা ছড়িয়েছিলেন নিজের।

১৯৯৬ সালে জীবনে আমূল পরিবর্তন আসে হোগানের। রিংয়ে ‘হাল্কাম্যানিয়া’ ছেড়ে ‘Hollywood Hogan’ অবতারে হিল চরিত্রে আবির্ভূত হন। WCW-তে গড়ে তোলেন আইকনিক New World Order (NWO) দল। তবে খ্যাতির পাশাপাশি বিতর্কও কম আসেনি হোগানের জীবনে। ২০০৫ সালে তিনি WWE হল অফ ফেমে অন্তর্ভুক্ত হন। কিন্তু ২০১৫ সালে গকার নামক ওয়েবসাইটে ফাঁস হওয়া একটি ভিডিওতে বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের কারণে তাঁকে হল অফ ফেম থেকে বাদ দেওয়া হয়।

পরবর্তীতে হাল্ক হোগান গকার নামক ওই ওয়েবসাইটের বিরুদ্ধে মানহানির মামলা করে বিপুল অর্থসাহায্য পান। ২০২০ সালে আবারও তাঁকে WWE হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হয়। এবার তিনি জায়গা করে নেন নিউ ওয়ার্ল্ড অর্ডার দলের সদস্য হিসেবে, কেভিন ন্যাশ এবং স্কট হল-এর সঙ্গে। বিভিন্ন শারীরিক জটিলতা এবং বিতর্ক সত্ত্বেও, হাল্ক হোগান ছিলেন এবং থাকবেন স্পোর্টস এন্টারটেইনমেন্ট জগতের খ্যাতনামা এক চরিত্র। তাঁর মৃত্যুতে অবসান ঘটল একটা গোটা যুগের। রেসলারের মৃত্যুতে এদিন পোস্ট করেছেন জন সিনা, ট্রিপল এইচ থেকে শুরু করে বিখ্যাত রেসলাররা। বিদায়, হাল্ক হোগান, রিংয়ে তোমার গর্জন কানে বাজবে সবসময়, ‘Whatcha gonna do?’

  • সর্বশেষ
  • জনপ্রিয়