শিরোনাম
◈ ২৯ জুলাই বাংলাদেশকে চূড়ান্ত শুল্ক আলোচনায় বসার আমন্ত্রণ যুক্তরাষ্ট্রের ◈ বিমান দুর্ঘটনায় দগ্ধদের চিকিৎসা দিতে চীনা মেডিকেল টিম ঢাকায় ◈ ৩৭তম বিয়ে করতে এসে ধরা পড়লেন এক প্রতারক, তারপর যা ঘটল ◈ সায় ছিলো না ভারতের, বাতিল হলো দিল্লিতে পলাতক আওয়ামী নেতাদের সংবাদ সম্মেলন! ◈ এফ-১৬ যুদ্ধবিমান দিয়ে কম্বোডিয়ায় হামলা চালাল থাইল্যান্ড ◈ দুদককে চ্যালেঞ্জ দিয়ে জয় বললেন: মিথ্যা অভিযোগে ভয় পাই না, আইনিভাবে মোকাবিলা করব ◈ ৩০ বিলিয়ন ডলারের ঘরে বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ◈ জাতিসংঘ কার্যালয় স্বার্থ বিবেচনায় স্থাপন, চীনের প্রকল্পে আতঙ্কিত হওয়ার কিছু নেই, ভারতের সঙ্গেও সম্পর্ক স্বাভাবিক: পররাষ্ট্র উপদেষ্টা ◈ বাংলা‌দেশ-পা‌কিস্তান তৃতীয় ম‌্যা‌চের টিকিট বিক্রির টাকা বিমান দূর্ঘটনায় আহতদের দিচ্ছে বিসিবি ◈ বাংলা‌দে‌শের অবিশ্বাস্য ব্যাটিং ধ্বস, হোয়াইটওয়াশের লজ্জা এড়ালো পাকিস্তান

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৫, ০৮:৩০ রাত
আপডেট : ২৪ জুলাই, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

ক্ষে‌পে গে‌লেন রমিজ রাজা, বাংলাদেশের কাছ থেকে পাকিস্তানকে শিখতে বললেন 

স্পোর্টস ডেস্ক : প্রথম টি-টোয়েন্টির পর দ্বিতীয় টি-টোয়েন্টিতেও বাংলাদেশের বিপক্ষে হার সঙ্গী হয়েছে পাকিস্তানের। উইকেট ব্যাটিংয়ের জন্য কঠিন ছিল মিরপুরে। কিন্তু দুই দলের জন্যই ব্যাপারটা একই রকম।

আর তাইতো কঠিন উইকেট আর পরিস্থিতিতে কীভাবে ব্যাটিং-বোলিং করতে হয় তা বাংলাদেশের কাছ থেকে শিখতে বললেন রমিজ রাজা। পাকিস্তানের সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার নিজের ইউটিউব চ্যানেলে এমন মন্তব্যই করেছেন। -- ডেই‌লি ক্রিকেট

ধারাভাষ্য দেওয়ার সুবাদে এই মুহূর্তে বাংলাদেশেই আছেন রমিজ। কাছ থেকে দেখেছেন দুই দলের খেলা।

বাংলাদেশের করা ১৩৩ রানের জবাবে ১২৫ রানেই থামে পাকিস্তান। ফাহিম আশরাফ ফিফটি হাঁকিয়ে ম্যাচ না জমালে পরিস্থিতি হতে পারতো আরও খারাপ। ১৫ রানে ৫ ও ৩০ রানে ৬ উইকেট হারিয়েছিলো সফরকারীরা।

ম্যাচ শেষে রমিজ যেমনটা বলছিলেন, 'ম্যাচ ও সিরিজ—দুটিই পাকিস্তানের হাত থেকে ফসকে গেছে। বাংলাদেশকে অনেক অনেক শুভেচ্ছা। তারা আবারও পাকিস্তানকে একটা শিক্ষা দিল। কীভাবে কঠিন উইকেটে আপনার ব্যাটিং–বোলিং করা উচিত (সেটা শিখিয়েছে)।’

বাংলাদেশ ইনিংসেও শুরুতে ছিল বিপর্যয়। ২৮ রানে ৪ উইকেট হারানোর পর জাকের আলির ৫৫, শেখ মেহেদীর ৩৩ রানে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। মিরপুরের উইকেট বিবেচনায় ১৩৩ রানই এরপর হয়ে যায় যথেষ্ট।

বাংলাদেশের ক্রিকেটারদের প্রশংসা করে পাকিস্তানি সাবেক ক্রিকেটার বলেন, 'বাংলাদেশকে কৃতিত্ব দিতেই হবে। মাঠে ভরপুর দর্শক ছিল, আত্মবিশ্বাসও ছিল তুঙ্গে। পাশাপাশি ওদের ব্যাটিং তৃপ্তিদায়ক ছিল। বিশেষ করে জাকের আলী দারুণ ব্যাটিং করেছে।'

'সব মিলিয়ে বাংলাদেশের সামগ্রিক পারফরম্যান্স খুবই সন্তোষজনক ছিল। পাকিস্তানকে এখন হার থেকে শিক্ষা নিতে হবে এবং এগিয়ে যাওয়ার জন্য অনেক কিছু করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়