শিরোনাম
◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের ◈ এ‌শিয়া কা‌পে ওমানকে হারা‌লো আরব আমিরাত ◈ বাংলাদেশ দলের বিরু‌দ্ধে আমা‌দের চ্যালঞ্জ নি‌য়ে খেল‌তে হ‌বে: আফগানিস্তান কোচ ◈ বাংলাদেশি পাসপোর্ট সহ টিউলিপের ট্যাক্স ফাইলের খোঁজ পেয়েছে এনবিআর ◈ জলদস্যুদের ধাওয়ায় ট্রলারডুবি: ২৪ ঘণ্টা সাগরে ভেসে ১৮ জেলের জীবনরক্ষা

প্রকাশিত : ২২ জুলাই, ২০২৫, ০৩:৩২ দুপুর
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চতুর্থ টে‌স্টে ভার‌তের বিরু‌দ্ধে ইংল‌্যা‌ন্ডের একাদশ ঘোষণা, দলে ৩৫ বছরের স্পিনার

স্পোর্টস ডেস্ক : আট বছর পর টেস্ট দলে ৩৫ বছরের স্পিনার, ম্যাঞ্চেস্টার টেস্টের প্রথম একাদশ ঘোষণা করে  ইংল্যান্ড

২০১৭-য় নটিংহামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ বার টেস্ট খেলেছিলেন ডসন। আবার তিনি টেস্ট দলে ফিরলেন। ডসনের অভিষেক হয়েছিল ২০১৬-য়, ভারতের বিরুদ্ধে চেন্নাই টেস্টে। এখনও পর্যন্ত তিনটি টেস্ট খেলেছেন ডসন। সাতটি উইকেট নিয়েছেন এবং ৮৪ রান করেছেন।

টেস্ট দলে ডাক না পেলেও বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগে খেলেছেন ডসন। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর পরিসংখ্যান খুবই ভাল। ২১২টি ম্যাচ খেলে ৩৭১টি উইকেট নিয়েছেন। ১০৭৩১ রানও রয়েছে। অর্থাৎ বলের পাশাপাশি ব্যাটের হাতও খারাপ নয়।

ইংল্যান্ডের সহ-অধিনায়ক হ্যারি ব্রুক ডসনকে ‘ধূর্ত বুড়ো শেয়াল’ বলে উল্লেখ করেছেন। বলেছেন, “ডসন খুবই দক্ষ ক্রিকেটার। ওকে পেয়ে আমাদের খুবই উপকার হবে। পৃথিবীজুড়ে ও খেলেছে। সবার বিরুদ্ধে খেলেছে। আশা করি ম্যাঞ্চেস্টারে ওর অসাধারণ পারফরম্যান্স দেখতে পাব।

শুধু বোলিং নয়, ডসন আসায় ইংল্যান্ডের ব্যাটিংও মজবুত হল। এমনিতেই সিরিজ়‌ে ২-১ এগিয়ে রয়েছে তারা। ম্যাঞ্চেস্টারে যদি বেন স্টোকসেরা জেতেন, তা হলে সিরিজ়‌ও পকেটে পুরে ফেলবেন।

উল্লেখ্য, লর্ডসে বশিরের বাঁ হাতের আঙুল ভেঙে গিয়েছিল। ম্যাচের পরেই তাঁর অস্ত্রোপচার হয়। তবে দলকে জিতিয়েছিলেন তিনিই। পঞ্চম দিন বশিরের বল আটকে দিয়েছিলেন মহম্মদ সিরাজ। তবে সেই বল উইকেট ভেঙে দেয়। ২২ রানে হারে ভারত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়