শিরোনাম
◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের ◈ এ‌শিয়া কা‌পে ওমানকে হারা‌লো আরব আমিরাত ◈ বাংলাদেশ দলের বিরু‌দ্ধে আমা‌দের চ্যালঞ্জ নি‌য়ে খেল‌তে হ‌বে: আফগানিস্তান কোচ ◈ বাংলাদেশি পাসপোর্ট সহ টিউলিপের ট্যাক্স ফাইলের খোঁজ পেয়েছে এনবিআর ◈ জলদস্যুদের ধাওয়ায় ট্রলারডুবি: ২৪ ঘণ্টা সাগরে ভেসে ১৮ জেলের জীবনরক্ষা

প্রকাশিত : ২১ জুলাই, ২০২৫, ০৩:৫২ দুপুর
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ও‌য়েস্ট ই‌ন্ডিজের বিরু‌দ্ধে জয় দি‌য়ে  টি-টো‌য়েন্টি সিরিজ শুরু অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক : শুরুর ব্যাটারদের তাণ্ডবে বড় সংগ্রহের ভিতই পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু শেষ পাঁচ ওভারে বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে তা হতে দেয়নি অস্ট্রেলিয়া। রান তাড়ায় ক্যামেরন গ্রিন ও অভিষিক্ত মিচেল ওয়েনের ঝড়ো ফিফটিতে ৩ উইকেটের সহজ জয়ে টি-টুয়েন্টি সিরিজ শুরু করেছে সফরকারীরা। -- অলআউট স্পোর্টস

জ্যামাইকায় বাংলাদেশ সময় সোমবার সকালে আগে ব্যাট করে ৮ উইকেটে ১৮৯ রানের সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৭ বল আগে লক্ষ্যে পৌঁছায় অস্ট্রেলিয়া।

১ উইকেট নিয়ে এবং ২৭ বলে ৬ ছক্কায় ৫০ রান করে ম্যাচসেরার পুরস্কার জিতে জাতীয় দলে অভিষেকটা স্মরণীয় করে রাখেন বিগ ব্যাশের সবশেষ আসরে ব্যাট হাতে ঝড় তোলা ওয়েন।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজকে উড়ন্ত সূচনা এনে দেন ব্র্যান্ডন কিং ও শাই হোপ। ২০ বলের জুটি থেকে আসে ৩২ রান। এরপর অধিনায়ক হোপকে নিয়ে সফরকারীদের ওপর ঝড় তোলেন রোস্টন চেইজ। একের পর এক বাউন্ডারি ও ওভার বাউন্ডারিতে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন তারা। ৩২ বলে ৬০ রান করা চেইজকে ফিরিয়ে ৯১ রানের এই জুটি ভাঙেন বেন ডোয়ার্শিস।

১৬তম ওভারে প্রথমবারের মতো বল হাতে নিয়ে ৫৫ রান করা হোপকে ফেরান ওয়েন। এরপরই ধস নামে ক্যারিবিয়ান ইনিংসে। অজি পেস তোপে শেষ পাঁচ ওভারে ৩৭ রান তুলতে ৬ উইকেট হারায় স্বাগতিকরা। ১৯তম ওভারে ১ রান দিয়ে ৩টি উইকেট নেন ডোয়ার্শিস।

লক্ষ্য তাড়ায় দ্বিতীয় ওভারে সাজঘরের পথ দেখেন জেইক ফ্রেজার ম্যাগার্ক (২)। আগ্রাসী মেজাজে খেলতে থাকা অধিনায়ক মিচেল মার্শ ফেরেন ২৪ রান করে। পাওয়ারপ্লেতে দুই ওপেনারকে হারালেও দলের খাতায় যোগ হয় ৬৪ রান।

দ্রুত জশ ইংলিস (১৮) ও গ্লেন ম্যাক্সওয়েল (১১) দ্রুত সাজঘরে ফিরলে ৭৮ রানে ৪ উইকেট চাপে পড়ে অস্ট্রেলিয়া। তবে পঞ্চম উইকেটে গ্রিন ও ওয়েনের বিধ্বংসী ব্যাটিংয়ে সেই চাপ দ্রুতই কাটিয়ে ওঠে তারা। ২৫ বলে ৫ ছক্কা ও ২ চারে ফিফটি তুলে নেন গ্রিন। পরের বলেই ৫১ রান করা ডানহাতি এই ব্যাটারকে তুলে নেন গুদাকেশ মোটি। ভাঙে ৪০ বলে ৮০ রানের জুটিটি।

সঙ্গীর বিদায়ের পর অভিষেকে ২৬ বলে ফিফটি তুলে নেন ওয়েন। পরের বলে ডানহাতি এই ব্যাটারকে সাজঘরের পথ দেখান আলজারি জোসেফ। তবে ক্রিজে থিতু হওয়া দুই ব্যাটারকে দ্রুত হারালেও জয় পেতে অসুবিধা হয়নি অস্ট্রেলিয়ার।
বাংলাদেশ সময় আগামী বুধবার সকালে একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচ শুরু হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়