শিরোনাম
◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের ◈ এ‌শিয়া কা‌পে ওমানকে হারা‌লো আরব আমিরাত ◈ বাংলাদেশ দলের বিরু‌দ্ধে আমা‌দের চ্যালঞ্জ নি‌য়ে খেল‌তে হ‌বে: আফগানিস্তান কোচ ◈ বাংলাদেশি পাসপোর্ট সহ টিউলিপের ট্যাক্স ফাইলের খোঁজ পেয়েছে এনবিআর ◈ জলদস্যুদের ধাওয়ায় ট্রলারডুবি: ২৪ ঘণ্টা সাগরে ভেসে ১৮ জেলের জীবনরক্ষা

প্রকাশিত : ২০ জুলাই, ২০২৫, ১০:৫৬ দুপুর
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

১০৪ রানের বড় জয়ে দক্ষিণ আফ্রিকায় সিরিজ জিত‌লো বাংলাদেশের যুবারা

স্পোর্টস ডেস্ক : প্রথম ওয়ানডের পর দ্বিতীয় ওয়ানডেতেও দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে উড়িয়ে দিলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ১০৪ রানের বড় জয়ে ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশিচত করে ফেললো আজিজুল হাকিম তামিমের দল। -- ডেই‌লি ক্রিকেট

বেনোনিতে আগে ব্যাট করে ৬ উইকেটে ২৬৫ রানের সংগ্রহ বাংলাদেশের। ফিফটি হাঁকিয়েছে ওপেনার জাওয়াদ আবরার (৫৭), অধিনায়ক তামিম (৬৭) ও রিজান হোসেন (৫২)।

জবাবে ১৬১ রানেই গুটিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা যুব দল। স্বাগতিকদের অল্পতে থামানোর পথে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট স্বাধীন ইসলাম, আল ফাহাদ ও তামিমের।

আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার জাওয়াদ আবরার ও রিফাত বেগ ৫৬ রানের জুটি গড়ে। ১৮ রান করে রিফাত আউট হলে ভাঙে জুটি। এরপর অধিনায়ক তামিমের সাথেও কিছু সময় ব্যাটিং করেছেন জাওয়াদ। ততক্ষণে অবশ্য তুলে নেন ফিফটি।

আগের ম্যাচেও ৭০ রান করা জাওয়াদ এ দিন থামেন ৫৩ বলে ৫৭ রান করে। এরপর রিজানকে নিয়ে তামিমের জুটি। দল পায় লড়াকু সংগ্রহের পথ।

৯০ বলে ৬৭ রান আসে তামিমের ব্যাটে। ৭১ বলে ৫২ রান করেন রিজান। শেষদিকে ২৫ রান আসে সামিউন বশিরের ব্যাটে। লক্ষ্য তারায় নেমে শুরু থেকেই বিপাকে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা যুব দল। ৫১ রানেই হারায় ৫ উইকেট।

এক পাশ আগলে রেখে চেষ্টা করেছেন জেসন রোলস। তবে ৪৮ বলে ৫১ রান করে তিনিও ফিরে যান বাংলাদেশ কাপ্তান তামিমের বলে।

১০২ রানে ৫ উইকেট হারানোর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি। লোয়ার মিডল অর্ডার মিলে কেবল হারের ব্যবধানটাই কমিয়েছে। ৩০.২ ওভারেই শেষ হয়ে যায় তাদের ইনিংস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়