শিরোনাম
◈ “জিপিএ-৫ নয়, সৎ চরিত্রই আসল সাফল্য”—এসএসসি উন্মাদনা নিয়ে শায়খ আহমাদুল্লাহর ভাবনার মন্তব্য ◈ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে দ্রুত বিজ্ঞপ্তির নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ এবার ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াচ্ছে ২৩ দেশের জোট, যোগ দিল বাংলাদেশও ◈ প্রকাশ্যে হত্যা, বাংলা‌দে‌শে নির্যাতনের ঘটনা বাড়ছে, কী বলছেন বিশেষজ্ঞরা? ◈ বিএনপি থেকে পদত্যাগ প্রসঙ্গে যা বললেন মনির খান ◈ মালয়েশিয়া হাসপাতালের নার্সকে যৌন হেনস্তা, বাংলাদেশি অভিযুক্ত ◈ স্যার ও ম্যাডাম সম্বোধন বাংলাদেশে কীভাবে প্রচলিত হলো ◈ অলিম্পিক গেমসের সূ‌চি প্রকাশ, আসর শুরুর দুদিন আগে মাঠে গড়াবে ক্রিকেট ◈ রাজনী‌তি‌তে বিএন‌পি অ‌নেকটা কোনঠাসা, প্রশ্নের মু‌খে তা‌রেক রহমান  ◈ বাংলাদেশের উন্নয়ন সম্ভাবনায় আশাবাদী বিশ্ব ব্যাংক: ড. ইউনূসের সঙ্গে বৈঠকে জোহানেস জুট

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৫, ১১:০৪ দুপুর
আপডেট : ১৫ জুলাই, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ইতা‌লিয়ান তারকা সিনারের প্রথম উইম্বলডন জয়

স্পোর্টস ডেস্ক : এটিপি র‍্যাঙ্কিংয়ের সেরা দুই খেলোয়াড়ের লড়াই শুরুর আগে যতটা রোমাঞ্চের সম্ভাবনা ছিল, বাস্তবে ততটা হলো না। এখানে হ্যাটট্রিক শিরোপার হাতছানিতে দারুণ শুরুর পরও, প্রত্যাশিত পারফরম্যান্স মেলে ধরতে পারেননি আলকারাস।

সেন্টার কোর্টে রোববার পুরুষ এককের ফাইনালে তিন ঘণ্টার একটু বেশি সময়ের লড়াইয়ে ৪-৬, ৬-৪, ৬-৪, ৬-৪ গেমে জিতে ট্রফি উঁচিয়ে ধরলেন র‍্যাঙ্কিংয়ের এক নম্বর তারকা সিনার।

ম্যাচের দশম গেমে প্রতিপক্ষের সার্ভিসে পয়েন্ট নিয়ে প্রথম সেট নিজের করে নেন ২০২৩ ও ২০২৪ আসরের চ্যাম্পিয়ন আলকালাস। দ্বিতীয় সেটের প্রথম গেমেই তার সার্ভিসে পয়েন্ট নিয়ে পাল্টা জবাব দেন সিনার।

ওখান থেকেই লাগাম মুঠোয় নেন সিনার, যা আর হাতছাড়া করেননি ২৩ বছর বয়সী তারকা।

আগের ১২ বারের মুখোমুখি লড়াইয়ে সবশেষ পাঁচটিসহ মোট আটবার জিতেছিলেন আলকারাস, কিন্তু এখানে তিনি তেমন লড়াই জমাতেই পারলেন না।

এই নিয়ে টানা চারটি গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠে তিনটিতেই চ্যাম্পিয়ন হলেন সিনার। এর মধ্যে তার একমাত্র পরাজয়টি আলকারাসের বিপক্ষেই; ফরাসি ওপেনে গত আসরের ফাইনালে পাঁচ ঘণ্টার বেশি সময়ের রুদ্ধশ্বাস লড়াইয়ে জিতেছিলেন পাঁচটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী স্প্যানিশ তারকা।

২০২৪ সালের অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম গ্র্যান্ড স্ল্যামের স্বাদ পেয়েছিলেন সিনার। পরের বছর মাঝামাঝি সময়ের মধ্যে সংখ্যাটা হয়ে গেল চার, এর তিনটিই আবার সবশেষ চার গ্র্যান্ড স্ল্যামে।

তাইতো ট্রফি হাতে উচ্ছ্বসিত সিনার বললেন, যেমন চেয়েছেন সবকিছু যেন তেমনই হচ্ছে। প্রতিপক্ষেরও ভূয়সী প্রশংসা করলেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়