শিরোনাম
◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল ◈ ভারতের ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা এক‌টি হাসপাতা‌লে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান করলেন ◈ হাসিনা বিরোধীদের দমন করতেন হিটলারের মতো: ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান ◈ যমুনা অভিমুখে বেসরকারি প্রাথমিক শিক্ষকরা, পুলিশের জলকামান–সাউন্ড গ্রেনেড নিক্ষেপ (ভিডিও) ◈ বিবিএসের নামসহ বদলে যাচ্ছে অনেক কিছু, আসছে আমূল পরিবর্তন ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও গভীর বাণিজ্যিক সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৫, ১১:০০ দুপুর
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

পিএসজিকে হা‌রি‌য়ে দ্বিতীয়বার ফিফা ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন চেলসি

স্পোর্টস ডেস্ক : ফাইনাল ম‌্যাচ এ‌তোটা এক‌পে‌শে হওয়ার কথা নয়, সেটাই ক‌রে দেখা‌লো ইংল‌্যা‌ন্ডের ক্লাব দল চেল‌সি, তারা ফিফা ক্লাব বিশ্বকাপের মেগা ফাইনালে পিএসজিকে ৩-০ গোলে  হারিয়ে শিরোপা জিতেছে চেলসি। সবগুলো গোলই হয় ম্যাচের প্রথমার্ধে। 

এ নিয়ে দ্বিতীয়বার ফিফা ক্লাব বিশ্বকাপে শিরোপা জিতল ব্লুজ’রা। তবে এটা বিশেষ। কেননা, এবারই প্রথম ৩২ ক্লাব নিয়ে বিশাল পরিসরে যাত্রা শুরু করেছে টুর্নামেন্টটি, যা টিকে থাকবে পরের সংস্করণগুলোতে।

শনিবার (১৩ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় ঐতিহাসিক মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল। আগামী বছর এই মাঠেই হবে বিশ্বকাপ ফুটবলের শিরোপা নির্ধারণী ম্যাচ।

পুরো আসরেই উজ্জ্বল ছিল পিএসজি। দলের গোলরক্ষক ফাইনালের আগ পর্যন্তও দিয়ে যাচ্ছিলেন একের পর এক ক্লিনশিট। 

সবশেষ উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপাও ঘরে তুলেছে তারা। পাশাপাশি জিতেছে ঘরোয়া লিগসহ একাধিক ট্রফি। অপরদিকে, প্রিমিয়ার লিগে শীর্ষ তিনে থেকেও সবশেষ মৌসুম শেষ করতে পারেনি লন্ডনের ক্লাবটি। অর্জন বলতে উয়েফা কনফারেন্স লিগের শিরোপা।

চেলসির জয়ের কারিগর কোলে পালমার। অবিশ্বাস্য ছিলেন তিনি। নিজে করেন দুই গোল এবং সতীর্থ জোয়াও পেদ্রোকে দিয়ে করান আরেকটি। তার জাদুকরী পারফরম্যান্সে প্রথমার্ধেই তিন গোল পায় প্রিমিয়ার লিগ ক্লাবটি। ২২ ও ৩০ মিনিটে দুই গোল করেন পালমার। ৪৩ মিনিটে অ্যাসিস্ট করেন দলের তৃতীয় গোলে। ৩-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় ব্লুজ’রা।

বিরতির পর গোল শোধ তো দূরের কথা, উল্টো খেই হারায় প্যারিসের ক্লাবটি। ম্যাচের ৮৫ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় পিএসজি। সরাসরি লাল কার্ড দেখেন জোয়াও নেভেস। 

অথচ ম্যাচের পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। একক আধিপত্য বিস্তার করে খেলেছে পিএসজিই। তাদের বল দখলের পরিমাণ ছিল ৬৭ ভাগ। চেলসির ছিল ৩৩ ভাগ। তবে চেলসি কোচ এনজো মারেসকা বেশ ভালোভাবেই পিএসজির দুর্বলতা খুঁজে বের করতে পেরেছিলেন।

উল্লেখ্য, বিশ্বকাপ ফুটবলের আগের বছর বড় পরিসরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হলো ফিফা ক্লাব বিশ্বকাপ। পূর্বে প্রতি আসরের আগের বছর অনুষ্ঠিত হতো ফিফা কনফেডারেশন কাপ। 

মূলত আগের ক্লাব বিশ্বকাপের বড় ক্যানভাসের সঙ্গে কনফেডারেশন কাপের ফ্লেভার মিলিয়ে আয়োজিত হয়েছে এবারের আসর। স্বাগতিক হিসেবে বিশ্বকাপ আয়োজনের একটি প্রস্তুতিও বটে এই টুর্নামেন্ট। ২০২৬ সালের ১১ জুন থেকে ১৯ জুলাই যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করবে তেইশতম বিশ্বকাপ ফুটবল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়