শিরোনাম
◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল ◈ ভারতের ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা এক‌টি হাসপাতা‌লে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান করলেন ◈ হাসিনা বিরোধীদের দমন করতেন হিটলারের মতো: ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান ◈ যমুনা অভিমুখে বেসরকারি প্রাথমিক শিক্ষকরা, পুলিশের জলকামান–সাউন্ড গ্রেনেড নিক্ষেপ (ভিডিও) ◈ বিবিএসের নামসহ বদলে যাচ্ছে অনেক কিছু, আসছে আমূল পরিবর্তন ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও গভীর বাণিজ্যিক সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা ◈ তিতুমীরের সামনে রাস্তা আটকে বিক্ষোভ, মহাখালীতে যানজট ◈ মোবাইল নেটওয়ার্কে ইয়াবার হোম ডেলিভারি: উত্তরা-তুরাগ মাদক সিন্ডিকেটে অতিষ্ঠ নগরবাসী

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৫, ০৬:২৮ বিকাল
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ক্রিকেটার ভিয়ান মুল্ডার‌কে রেকর্ড ভাঙ‌তে বল‌লেন ব্রায়ান লারা

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলা ব্রায়ান লারার রেকর্ড ভাঙার দারুণ সম্ভাবনা জাগিয়েও থেমে গিয়েছিলেন ভিয়ান মুল্ডার। এবার দক্ষিণ আফ্রিকার এই অলরাউন্ডার জানিয়েছেন, লারা তাকে বলেছেন, তার সেই রেকর্ড ভাঙার চেষ্টা করা উচিত ছিল। -- অলআউট স্পোর্টস

জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়েয়োতে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন মধ্যাহ্ন ভোজের বিরতিতে যাওয়ার আগে ৩৬৭ রানে অপরাজিত ছিলেন ওই ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করা মুল্ডার। কিন্তু বিরতির পর সঙ্গীকে নিয়ে আর ব্যাটিংয়ে না নেমে দলের ইনিংস ঘোষণা করেন দেন তিনি।

ফলে ২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৪০০ রানে অপরাজিত ইনিংস খেলা লারার রেকর্ডটি অক্ষুণ্ণই থেকে যায়। সেদিনের খেলা শেষে মুল্ডার জানিয়েছিলেন, স্কোরবোর্ডে যথেষ্ট রান হয়ে যাওয়ায় এবং লারাকে রেকর্ডটি রাখতে দিতে চাওয়ায় ইনিংস ঘোষণার সিদ্ধান্ত নেন তিনি।

দক্ষিণ আফ্রিকার গণমাধ্যম সুপারস্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে মুল্ডার বলেন, “এখন যখন বিষয়টি একটু শান্ত হয়ে গেছে, আমার লারার সঙ্গে একটু আলাপ হয়েছে। তিনি আমাকে বলেছেন, আমার উচিত ছিল সেটির (রেকর্ড ভাঙা) দিকে যাওয়া। রেকর্ড আছে ভাঙার জন্যই। ভবিষ্যতে যদি এমন সুযোগ আসে, তাহলে যেন আমি তার স্কোরের চেয়েও বেশি করি।”

তবে এতসবের পরও নিজের সিদ্ধান্তে অনড় মুল্ডার বলেন, “এটা অবশ্যই ওনার দৃষ্টিভঙ্গি থেকে গুরুত্বপূর্ণ কথা। কিন্তু আমি এখনও বিশ্বাস করি আমি সঠিক কাজটাই করেছি। আমার কাছে খেলার প্রতি সম্মানই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

মুল্ডারের এই ইনিংসটি দক্ষিণ আফ্রিকার ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর, আর টেস্ট ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ। ক্যারিয়ারের ২১তম টেস্ট খেলতে নামা ২৭ বছর বয়সী এই ক্রিকেটার ইনিংসের দশম ওভারে ব্যাটিংয়ে নামেন। ৩৩৪ বলের ইনিংসটি সাজান ৪৯টি চার ও ৪টি ছক্কায়।

তৃতীয় দিনের দ্বিতীয় সেশনেই জিম্বাবুয়েকে ইনিংস ও ২৩৬ রানে হারিয়ে স্বাগতিকদের দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশড করে দক্ষিণ আফ্রিকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়