শিরোনাম
◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল ◈ ভারতের ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা এক‌টি হাসপাতা‌লে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান করলেন ◈ হাসিনা বিরোধীদের দমন করতেন হিটলারের মতো: ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান ◈ যমুনা অভিমুখে বেসরকারি প্রাথমিক শিক্ষকরা, পুলিশের জলকামান–সাউন্ড গ্রেনেড নিক্ষেপ (ভিডিও) ◈ বিবিএসের নামসহ বদলে যাচ্ছে অনেক কিছু, আসছে আমূল পরিবর্তন ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও গভীর বাণিজ্যিক সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা ◈ তিতুমীরের সামনে রাস্তা আটকে বিক্ষোভ, মহাখালীতে যানজট ◈ মোবাইল নেটওয়ার্কে ইয়াবার হোম ডেলিভারি: উত্তরা-তুরাগ মাদক সিন্ডিকেটে অতিষ্ঠ নগরবাসী

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৫, ১০:১৬ দুপুর
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

সাকিব আল হাসা‌নের অলরাউন্ড পারফর‌মে‌ন্সে দুবাইয়ের দাপুটে জয়

স্পোর্টস ডেস্ক : গ্লোবাল সুপার লিগে (জিএসএল) নিজের প্রথম ম্যাচেই বাজিমাৎ করেছেন সাকিব আল হাসান। অলরাউন্ড পারফরম্যান্স করে দুবাই ক্যাপিটালসকে দাপুটে জয় পেতে বড় অবদান রেখেছেন। ব্যাট হাতে হাফ সেঞ্চুরি তুলে নেয়ার পর ৪ উইকেট নিয়ে সেন্ট্রাল স্ট্যাগসের ইনিংসে ধস নামান সাকিব। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। দুবাই ২২ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। -- অলআউট স্পোর্টস

টস হেরে ব্যাটিংয়ে নেমে নিরোশান ডিকওয়েলা ও সেদিকউল্লাহ অটলের ব্যাটে ভালো শুরু পায় দুবাই। তবে তাদের দুজনের জুটি দীর্ঘস্থায়ী হতে দেননি অঙ্গুশ শ। ডানহাতি স্পিনারের বলে ১৫ রান করে ফিরে গেছেন ডিকওয়েলা। পাওয়ার প্লে শেষের আগে আউট হয়েছেন গুলবাদিন নাইবও। ওয়েস্ট ইন্ডিজের কাদিম অ্যালেইনেও ফিরেছেন দ্রুতই। তবে অন্যপ্রান্তে ঠিকই দ্রুত রান তুলে যাচ্ছিলেন সেদিকউল্লাহ। আফগান ওপেনারকে অবশ্য হাফ সেঞ্চুরি করতে দেননি ডিন ফক্সক্রফ্ট।

ডানহাতি অফ স্পিনারের বলে বোল্ড হয়েছেন ২৫ বলে ৪১ রান করা সেদিকউল্লাহ। পাঁচে নেমে চার মেরে রানের খাতা খোলেন সাকিব। পরের ওভারে ব্লেইর টিকনারকেও চার মেরেছেন তিনি। তবে জর্ডান জনসন ফেরায় একটু দেখেশুনে খেলতে থাকেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। যদিও একটু পর ফিরতে পারতেন তিনি নিজেও। তবে পয়েন্ট সাকিবের ক্যাচ নিতে পারেননি ফিল্ডার। জীবন পেয়ে সেটা কাজে লাগিয়েছেন দারুণ ভাবে। নিজে রান করার পাশাপাশি জেসে বোটানকে সঙ্গ দিয়েছেন তিনি।

১১ বলে ২০ রানের ক্যামিও খেলা বোটানকে ফেরান টিকনার। পরবর্তীতে ডমিনিক ড্রেকসকে সঙ্গে নিয়ে দুবাইকে টেনেছেন সাকিব। দারুণ ব্যাটিংয়ে ম্যাথু ফোর্ডকে চার মেরে ৩৪ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন বাঁহাতি এই ব্যাটার। পরবর্তীতে আরেকটি চার মেরে শেষ পর্যন্ত ৭ চার ও এক ছক্কায় ৩৭ বলে ৫৮ রান করে অপরাজিত ছিলেন তিনি। সাকিবের হাফ সেঞ্চুরিতে ২০ ওভারে ১৬৫ রান তোলে দুবাই। সেন্ট্রালের হয়ে শ তিনটি এবং টিকনার দুটি উইকেট নিয়েছেন।

এরপর বল হাতে নেমে প্রথম ওভারেই জোড়া উইকেট তুলে নেন সাকিব। তার প্রথম বলেই সুইপ করতে চেয়েছিলেন ইয়ং। তবে ব্যাটে বলে করতে পারেননি। বল সোজা আঘাত হানে প্যাডে। ফলে ১৯ রান করেই তাকে এলবিডব্লিউ হয়ে ফিরে যেতে হয়। তৃতীয় বলে ডিন ফক্সক্রফটকেও এলবিডব্লিউ করে আউট করেন বাংলাদেশি এই বাঁহাতি স্পিনার।

সাকিবের বলে ফ্রন্টফুট ডিফেন্স করতে চেয়েছিলেন তিনি। তবে ব্যাটে-বলে করতে পারেননি। বল সোজা চলে যায় প্যাডে। এলবিডব্লিউ হয়ে ফেরেন সেন্ট্রাল স্ট্যাগের এই ব্যাটারও। সেই ওভারে কোনো রানই খরচ করেননি সাকিব। এরপর ড্যান ক্লেভারকে ফিরিয়েছেন দুবাইয়ের আরেক বোলার আরায়ামান ভার্মা। দ্বিতীয় ওভারে এসে সাকিব জশ ক্লার্কসনকে বোল্ড করেছেন। সেই ওভারে মোটে ৭ রান খরচা করেন সাকিব।

তৃতীয় ওভারে উইকেট না পেলেও সাকিব ছিলেন মিতব্যয়ী। মাত্র ৮ রান দেন তিনি। এরপর ইনিংসের ১৭তম ওভারে নিজের শেষ ওভার করতে এসে উইলিয়াম ক্লার্ককে বোল্ড করেছেন সাকিব। পরের বলে ডগ ব্রেসওয়েলের বিরুদ্ধেও এলবিডব্লিউয়ের আবেদন করেন সাকিব। তবে আম্পায়ার আউট দেননি। সেই ওভারে মাত্র ৩ রান দিয়ে ১৩ রানে ৪ উইকেট নিয়ে ইনিংস শেষ করেন সাকিব।

এরপর আর বেশি দূর এগোতে পারেনি সেন্ট্রাল স্ট্যাগস। তাদের ইনিংস থামে ৮ উইকেটে ১৪৩ রানে। সাকিবের ৪ উইকেট ছাড়াও দুটি উইকেট নিয়েছেন বিন তানভির। একটি করে উইকেট নেন ডমিনিক ড্রাকেস ও আরায়ামান ভার্মা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়