শিরোনাম
◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল ◈ ভারতের ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা এক‌টি হাসপাতা‌লে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান করলেন ◈ হাসিনা বিরোধীদের দমন করতেন হিটলারের মতো: ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান ◈ যমুনা অভিমুখে বেসরকারি প্রাথমিক শিক্ষকরা, পুলিশের জলকামান–সাউন্ড গ্রেনেড নিক্ষেপ (ভিডিও) ◈ বিবিএসের নামসহ বদলে যাচ্ছে অনেক কিছু, আসছে আমূল পরিবর্তন ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও গভীর বাণিজ্যিক সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা ◈ তিতুমীরের সামনে রাস্তা আটকে বিক্ষোভ, মহাখালীতে যানজট ◈ মোবাইল নেটওয়ার্কে ইয়াবার হোম ডেলিভারি: উত্তরা-তুরাগ মাদক সিন্ডিকেটে অতিষ্ঠ নগরবাসী

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৫, ১০:৩৮ দুপুর
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

আকরাম খান বুঝ‌তে পার‌ছেন না ব্যাটসম্যানদের কিসের এতো চাপ 

স্পোর্টস ডেস্ক : বাংলা‌দেশ দ‌লের পাফর‌মে‌ন্সে যার পরনাই হতাশ আকরাম খান, তি‌নি বাংলাদেশের ব্যাটিং বিভাগ শেষ কবে ধারাবাহিকভাবে ভালো খেলেছে মনে করতে পার‌ছেন না।  সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দিকে তাকালেই স্পষ্ট কতটা হতাশ করেছে টাইগার ব্যাটাররা।

২-১ ব্যবধানে হারা সিরিজে কোনো ব্যাটারের নেই সেঞ্চুরি। ক্রিজে থিতু হতে পারেনি বেশিরভাগ ব্যাটার। যারা হয়েছেন তারাও আবার লম্বা করতে পারেননি ইনিংস।

দলের সামগ্রিক ব্যর্থতার বড় একটা দায়ভার যে নিতে হবে ব্যাটারদেরই। লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজরা ছিলেন খোলস বন্দী।

বিসিবি পরিচালক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান বুঝতেই পারছেন না কেন, কিসের চাপে ব্যাটাররা স্বাভাবিক খেলাটা খেলতে পারছেন না!

বুধবার (৯ জুলাই) মিরপুরে সাংবাদিকদের তিনি বলেন, 'আমাদের ব্যাটসম্যানদের ব্যাটিং দেখে আমার কাছে মনে হচ্ছে, স্বাভাবিক যে ক্রিকেটটা, যেটা আমরা ঢাকা লিগে খেলি বা এখানে খেলি, সেটা খেলছে না। হয়তো ওভার কনসাস (অতিরিক্ত সতর্কতা)। আমার কাছে মনে হচ্ছে না তারা মানসিকভাবে ফিট। হয়তো অনেক চাপ নিয়ে নিচ্ছে।

‘দূর থেকে খেলা দেখে আমার মনে হচ্ছে, খেলোয়াড়রা অতিরিক্ত চাপে থাকে। কিসের জন্য চাপে থাকে, আমি জানি না। কিন্তু আপনি বেশি চাপে থাকলে স্বাভাবিক ক্রিকেট খেলতে পারবেন না। ওদের ব্যাটিং স্টাইল দেখে, কিছু ভুল দেখে, অ্যাটিটিউড দেখে মনে হচ্ছে না তারা স্বাভাবিক ক্রিকেট খেলছে।

এক-দুই ম্যাচ নয় টানা ব্যর্থ বাংলাদেশ দলের ব্যাটিং বিভাগ নিয়ে হতাশ আকরাম যোগ করেন, 'একটা–দুইটা ম্যাচে হলে ঠিক আছে, কিন্তু দিন দিন এটা হয়েই যাচ্ছে—গত দুই বছর থেকে আমি দেখছি ব্যাটসম্যানদের বিরাট সমস্যা। এখান থেকে বের হতেই হবে। নয়তো আপনি পারফর্ম করতে পারবেন না, চাপে পড়বেন, সবকিছু নেতিবাচক হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়