শিরোনাম
◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল ◈ ভারতের ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা এক‌টি হাসপাতা‌লে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান করলেন ◈ হাসিনা বিরোধীদের দমন করতেন হিটলারের মতো: ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান ◈ যমুনা অভিমুখে বেসরকারি প্রাথমিক শিক্ষকরা, পুলিশের জলকামান–সাউন্ড গ্রেনেড নিক্ষেপ (ভিডিও) ◈ বিবিএসের নামসহ বদলে যাচ্ছে অনেক কিছু, আসছে আমূল পরিবর্তন ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও গভীর বাণিজ্যিক সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা ◈ তিতুমীরের সামনে রাস্তা আটকে বিক্ষোভ, মহাখালীতে যানজট ◈ মোবাইল নেটওয়ার্কে ইয়াবার হোম ডেলিভারি: উত্তরা-তুরাগ মাদক সিন্ডিকেটে অতিষ্ঠ নগরবাসী

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২৫, ০৬:৫০ বিকাল
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

আই‌সি‌সি র‍্যাঙ্কিংয়ে ৩২ ধাপ এগোলেন জাকের আলী, পিছিয়েছেন শান্ত ও মিরাজ

স্পোর্টস ডেস্ক :  শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। যেখানে ব্যাটিং ব্যর্থতার কথা বলতে হয় আলাদা করেই। তবে লোয়ার মিডলে কিছুটা ধারাবাহিকতা দেখিয়ে র‍্যাঙ্কিংয়ে ৩২ ধাপ এগিয়েছেন উইকেট কিপার ব্যাটার জাকের আলি অনিক।

তবে সিরিজে হতাশ করা বর্তমান ও সদ্য সাবেক হওয়া অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত পিছিয়েছেন।

তিন ম্যাচ সিরিজে ৩ ইনিংসেই ব্যাট করে ৩৪ গড়ে ১০২ রান করেছেন জাকের। ৭৩.৩৮ স্ট্রাইক রেটে এই রান করেছেন কিপার ব্যাটার। যেখানে সর্বোচ্চ ৫১ রানের ইনিংস আছে।

আর এতে ৩২ ধাপ এগিয়ে ৫৯তম অবস্থানে উঠে এসেছেন জাকের। ৩ ম্যাচে ১০৩ রান করে তাওহিদ হৃদয় এগিয়েছেন ৭ ধাপ। তাতে তার অবস্থান এখন ৫১তম।

তবে সিরিজে সমান ৩৭ রান করে অবনতি হয়েছে শান্ত-মিরাজ। ৬ ধাপ পিছিয়ে শান্ত নেমেছেন ৩৪ নম্বরে। ৬ ধাপ পিছিয়ে মিরাজ এখন আছেন ৭২তম অবস্থানে।

সিরিজে একটি মাত্র ম্যাচ খেলেছেন লিটন দাস। তাতে সঙ্গী হয়েছে ডাক। প্রভাব পড়েছে র‍্যাঙ্কিংয়ে, অবনমন হয়েছে ৮ ধাপ, অবস্থান ৭২ নম্বরে।

ওপেনার তানজিদ হাসান তামিম ৩ ম্যাচে করেছেন ৮৬ রান, আছে ৬২ রানের একটি ইনিংসও। তাতে ১৯ ধাপ এগিয়ে র‍্যাঙ্কিংয়ে তার অবস্থানও ৮৬ নম্বরে।

ওয়ানডেতে শীর্ষ অবস্থানে আছেন যথারীতি ভারতের শুবমান গিল। দুই নম্বরে পাকিস্তানের বাবর আজম। তিন ও চারে যথাক্রমে রোহিত শর্মা ও বিরাট কোহলি। পাঁচ নম্বর নামটি নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলের। -- ডেই‌লি ক্রিকেট

  • সর্বশেষ
  • জনপ্রিয়