শিরোনাম
◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল ◈ ভারতের ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা এক‌টি হাসপাতা‌লে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান করলেন ◈ হাসিনা বিরোধীদের দমন করতেন হিটলারের মতো: ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান ◈ যমুনা অভিমুখে বেসরকারি প্রাথমিক শিক্ষকরা, পুলিশের জলকামান–সাউন্ড গ্রেনেড নিক্ষেপ (ভিডিও) ◈ বিবিএসের নামসহ বদলে যাচ্ছে অনেক কিছু, আসছে আমূল পরিবর্তন ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও গভীর বাণিজ্যিক সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা ◈ তিতুমীরের সামনে রাস্তা আটকে বিক্ষোভ, মহাখালীতে যানজট ◈ মোবাইল নেটওয়ার্কে ইয়াবার হোম ডেলিভারি: উত্তরা-তুরাগ মাদক সিন্ডিকেটে অতিষ্ঠ নগরবাসী ◈ পেলেকে ছাড়িয়ে গে‌লেন, রেকর্ড ১৮ কোটি ২৬ লাখ টাকায় বিক্রি মেসির কার্ড

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২৫, ১০:৫৮ দুপুর
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

পা‌কিস্তান দ‌লের স‌ঙ্গে বাংলাদেশে আসছেন না ক্রিকেটার হা‌রিস রউফ

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ১৬ জুলাই বাংলাদেশে আসার কথা পাকিস্তান ক্রিকেট দলের। ২০ জুলাই মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২২ ও ২৪ জুলাই। -- ই‌ন্ডি‌পে‌ন্ডেন্ট টে‌লি‌ভিশন

সিরিজ শুরু হতে এখনো দুই সপ্তাহ বাকি থাকলেও বড় দুঃসংবাদ পেয়েছে পাকিস্তান। বল হাতে দুর্দান্ত ফর্মে থাকা হারিস রউফ চোটে পড়েছেন। এতে অনিশ্চিত হয়ে পড়েছে ৩১ বছর বয়সী এ তারকা পেসারের বাংলাদেশ সফর।

রউফ চোট পেয়েছেন মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) টেক্সাস সুপার কিংসের বিপক্ষে ম্যাচে। গত শুক্রবারের ম্যাচটিতে মোটে ১ ওভার বল করেছেন সান ফ্র্যান্সিসকো ইউনিকর্নসে খেলা এ পাকিস্তানি। চোটের কারণে পরে আর বল হাতে নেননি।  

চোট প্রসঙ্গে ইউনিকর্নস জানিয়েছে, হ্যামস্ট্রিংয়ে গ্রেড-১ পর্যায়ের চোটে পড়েছেন রউফ। এতে এমএলসির বাকি অংশে আর খেলতে পারবেন না পাকিস্তানি পেসার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে রউফের চোটের বিষয়টি নিশ্চিত করে ইউনিকর্নস উল্লেখ করেছে, ‘হারিস, আমরা তোমার পাশে আছি। সান ফ্র্যান্সিসকো ইউনিকর্নস জানাচ্ছে, হ্যামস্ট্রিংয়ের চেটে ২০২৫ এমএলসির বাকি অংশ খেলতে পারবেন না হারিস রউফ। তার পরিবর্তে নিউজিল্যান্ডের পেসার বেন লিস্টার দলে যুক্ত হচ্ছেন।

চোটে পড়ার আগে বল হাতে দুর্দান্ত ছিলেন রউফ। ৮ ম্যাচে ১৭ উইকেট নিয়ে এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় সবার ওপরে পাকিস্তানি পেসার।

রউফের চোটের প্রকৃতি বা সেরে উঠতে কতদিন লাগতে পারে, এ নিয়ে কোনো মন্তব্য করেনি পাকিস্তানি ক্রিকেট বোর্ড। বাংলাদেশ সফরের দলে নাও দেখা যেতে পারে ডানহাতি পেসারকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়