শিরোনাম
◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল ◈ ভারতের ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা এক‌টি হাসপাতা‌লে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান করলেন ◈ হাসিনা বিরোধীদের দমন করতেন হিটলারের মতো: ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান ◈ যমুনা অভিমুখে বেসরকারি প্রাথমিক শিক্ষকরা, পুলিশের জলকামান–সাউন্ড গ্রেনেড নিক্ষেপ (ভিডিও) ◈ বিবিএসের নামসহ বদলে যাচ্ছে অনেক কিছু, আসছে আমূল পরিবর্তন ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও গভীর বাণিজ্যিক সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা ◈ তিতুমীরের সামনে রাস্তা আটকে বিক্ষোভ, মহাখালীতে যানজট ◈ মোবাইল নেটওয়ার্কে ইয়াবার হোম ডেলিভারি: উত্তরা-তুরাগ মাদক সিন্ডিকেটে অতিষ্ঠ নগরবাসী ◈ পেলেকে ছাড়িয়ে গে‌লেন, রেকর্ড ১৮ কোটি ২৬ লাখ টাকায় বিক্রি মেসির কার্ড

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২৫, ০৩:২৮ দুপুর
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

দুবাই ক‌্যা‌পিটাল‌সের হয়ে গ্লোবাল সুপার লিগে অংশ নে‌বেন সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক : কথা ছিল গ্লোবাল সুপার লি‌গে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান। কিন্তু কয়েকদিন আগে রংপুর স্কোয়াড ঘোষণা করলেও ছিল না সাকিবের নাম। তখন ধারণা করা হচ্ছিল, জিএসএলে বুঝি দেখা যাবে না টাইগার এ অলরাউন্ডারকে।

সাকিবকে দেখা যাবে জিএসএলে, তবে রংপুরের হয়ে নয়। দুবাই ক্যাপিটালসের হয়ে মাঠ মাতাবেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এ অধিনায়ক। কেশব মহারাজের বদলি হিসেবে সাকিবকে দলে ভিড়িয়েছে আইএল টি-টোয়েন্টির চ্যাম্পিয়নরা।

আগামী ১০ জুলাই মাঠে গড়াবে জিএসএলের দ্বিতীয় আসর। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন রংপুর। তারাও এবারের আসরের অংশগ্রহণ করবে। তাই সাকিবকে সতীর্থ হিসেবে পাওয়ার গুঞ্জন থাকলেও নুরুল হাসান সোহানরা পাচ্ছেন প্রতিপক্ষ হিসেবে।

 অনেকদিন ধরে ক্রিকেটের বাইরে ছিলেন সাকিব। তবে সবশেষ পাকিস্তান সুপার লিগ (পিএসএল) দিয়ে ফিরেছেন টাইগার এ অলরাউন্ডার। তবে এরপর আর প্রতিযোগিতামুলক ম্যাচে সাকিবকে দেখা যায়নি।

কয়েকদিন আগেই সিপিএলে নাম লিখিয়েছেন সাকিব। অ্যান্টিগা এন্ড বারমুডা ফ্যালকন্সের হয়ে মাঠ মাতাবেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এ অধিনায়ক। দেশটির ম্যাক্স সিক্সটি টি-টেন লিগেও দল পেয়েছেন তিনি।

জাতীয় দল থেকে অনেকটা নির্বাসিত সাকিব। অনেকদিন ধরেই জাতীয় দলে নেই টাইগার এ অলরাউন্ডার। দেশেও আসতে পারছেন না তিনি। যার কারণে ব্যস্ততা কমেছে সাকিবের। তবে সাম্প্রতিক সময়ে ক্রিকেটে ফিরেছেন তিনি। তাতেই ব্যস্ততা বেড়েছে সাকিবের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়