শিরোনাম
◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল ◈ ভারতের ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা এক‌টি হাসপাতা‌লে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান করলেন ◈ হাসিনা বিরোধীদের দমন করতেন হিটলারের মতো: ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান ◈ যমুনা অভিমুখে বেসরকারি প্রাথমিক শিক্ষকরা, পুলিশের জলকামান–সাউন্ড গ্রেনেড নিক্ষেপ (ভিডিও) ◈ বিবিএসের নামসহ বদলে যাচ্ছে অনেক কিছু, আসছে আমূল পরিবর্তন ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও গভীর বাণিজ্যিক সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা ◈ তিতুমীরের সামনে রাস্তা আটকে বিক্ষোভ, মহাখালীতে যানজট ◈ মোবাইল নেটওয়ার্কে ইয়াবার হোম ডেলিভারি: উত্তরা-তুরাগ মাদক সিন্ডিকেটে অতিষ্ঠ নগরবাসী ◈ পেলেকে ছাড়িয়ে গে‌লেন, রেকর্ড ১৮ কোটি ২৬ লাখ টাকায় বিক্রি মেসির কার্ড

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৫, ০৮:১৮ রাত
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বি‌সি‌বি ও বি‌সি‌সিআই সর্বসম্ম‌তিক্রমে সি‌রিজ স্থ‌গিত কর‌লো, আগ‌স্টে আস‌ছে না ভারত

স্পোর্টস ডেস্ক : কূটনৈতিক টানাপোড়েনে বাতিল ভারতের বাংলাদেশ সফর। ফলে আরও পিছিয়ে গেল বিরাট কোহলি এবং রোহিত শর্মার কামব্যাক। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষবার জাতীয় দলের জার্সিতে দেখা গিয়েছে টিম ইন্ডিয়ার দুই মহারথীকে। তারপরই বাংলাদেশের বিরুদ্ধে খেলার কথা ছিল কোহলিদের। কিন্তু সেই সিরিজ পিছিয়ে যাওয়ায় অপেক্ষা বাড়বে ভক্তদের। -- সংবাদপ্রতি‌দিন

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মেন ইন ব্লুর জার্সিতে শেষবার দেখা গিয়েছিল বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে। তারপরই আচমকা টেস্ট থেকে অবসর নেন তাঁরা। আর টি-২০ থেকে গতবছর বিশ্বকাপের পরই বিদায় নিয়েছিলেন দুই মহারথী। ফলে এই মুহূর্তে রো-কো ভারতের হয়ে খেলছেন শুধু ওয়ানডে-তে। সেই ওয়ানডে ফরম্যাটে চ্যাম্পিয়ন্স ট্রফির পর আর কোনও সিরিজ খেলেনি ভারত। আগামী ১৭ আগস্ট মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দীর্ঘদিন বাদে নামার কথা ছিল বিরাট এবং রোহিতের।

কিন্তু শনিবার বিসিসিআইয়ের তরফে সরকারিভাবে ঘোষণা করা হয়েছে, আপাতত বাংলাদেশ সফরে যাবে না টিম ইন্ডিয়া। বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, ‘ভারতীয় বোর্ড এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড সর্বসম্মতিক্রমে সিরিজটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। দুই দেশের মধ্যে এই সিরিজটি ২০২৬ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে।” ওয়াকিবহাল মহলের মতে, কূটনৈতিক টানাপোড়েনের জেরে স্থগিত হল ভারত-বাংলাদেশ সিরিজ। পরিস্থিতি বুঝে পরে এই সিরিজ আয়োজন করা হবে। জানানো হয়েছে, সিরিজের সংশোধিত তারিখ এবং সময়সূচি আগামী দিনে ঘোষণা করা হবে।

এখন প্রশ্ন হল, বাংলাদেশ সিরিজ তো বাতিল তাহলে রোহিত-বিরাটরা মাঠে ফিরবেন কবে? সমর্থকদের অপেক্ষা কবে শেষ হবে? উত্তর হল, অক্টোবর। সব ঠিক থাকলে অক্টবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কামব্যাক হতে চলেছে দুই মহাতারকার। অক্টোবরে অজিদের বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। সিরিজের প্রথম ম্যাচ ১৯ অক্টোবর। সব ঠিক থাকলে ওই ম্যাচেই প্রত্যাবর্তন হবে রোহিত এবং বিরাটের। অবশ্য তার আগে ভারতীয় ক্রিকেটে অনেক বদল আসতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়