শিরোনাম
◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল ◈ ভারতের ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা এক‌টি হাসপাতা‌লে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান করলেন ◈ হাসিনা বিরোধীদের দমন করতেন হিটলারের মতো: ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান ◈ যমুনা অভিমুখে বেসরকারি প্রাথমিক শিক্ষকরা, পুলিশের জলকামান–সাউন্ড গ্রেনেড নিক্ষেপ (ভিডিও) ◈ বিবিএসের নামসহ বদলে যাচ্ছে অনেক কিছু, আসছে আমূল পরিবর্তন ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও গভীর বাণিজ্যিক সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা ◈ তিতুমীরের সামনে রাস্তা আটকে বিক্ষোভ, মহাখালীতে যানজট ◈ মোবাইল নেটওয়ার্কে ইয়াবার হোম ডেলিভারি: উত্তরা-তুরাগ মাদক সিন্ডিকেটে অতিষ্ঠ নগরবাসী ◈ পেলেকে ছাড়িয়ে গে‌লেন, রেকর্ড ১৮ কোটি ২৬ লাখ টাকায় বিক্রি মেসির কার্ড

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৫, ১০:৪১ দুপুর
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

৫৮৭ রা‌নে অলআউট ভারত, আকাশ দীপের জোড়া উইকেটে দ্বিতীয় দিন শেষে চাপে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক : বৃহস্পতিবার এজবাস্টন টেস্টের দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে ভারত। ৫১০ রানে পিছিয়ে ইংল্যান্ড। ৩ উইকেট হারিয়ে থ্রি লায়ন্সদের রান ৭৭। উইকেটে আছেন জো রুট (১৮) এবং হ্যারি ব্রুক (৩০)। এই জুটির ওপরই নির্ভর করছে ফলো অন বাঁচানো। 

বার্মিংহ্যামে প্রথমে ব্যাট করে ৫৮৭ রানে শেষ হয় টিম ইন্ডিয়ার ইনিংস। একটুর জন্য শতরান হাতছাড়া হয় যশস্বী জয়েসওয়ালের। তবে দলের বড় রানের ভীত গড়ে দেয়। অনবদ্য শুভমন দল। তিনশো রানের দিকে এগোচ্ছিলেন। কিন্তু ২৬৯ রানে আউট হন ভারত অধিনায়ক। লোয়ার মিডল অর্ডার গুরুত্বপূর্ণ রান যোগ করে। ৮৯ রান করেন রবীন্দ্র জাদেজা। ৪২ রান যোগ করেন ওয়াশিংটন সুন্দর। 

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে ইংল্যান্ড দল। শুরুতেই শূন্য রানে আউট হন বেন ডাকেট। লিডস ম্যাচের সেরা এদিন কোনও পার্থক্য গড়ে দিতে পারেনি। প্রথম বলেই আউট হন অলি পোপ। মাত্র ২৫ রানে ৩ উইকেট হারায় ইংল্যান্ড। 

এই জায়গা থেকে দলকে টেনে তোলার চেষ্টা করছেন জো রুট (১৮) এবং হ্যারি ব্রুক (৩০)। তাঁদের ওপরই নির্ভর করছে ইংল্যান্ডের ভাগ্য। আগের দিন যেখানে শেষ করেছিলেন, ঠিক সেখান থেকে শুরু করেন শুভমন গিল। শতরানে থামেননি। দ্বিশতরান করেন। ৩৮৭ বলে ২৬৯ রান করে আউট হন। 

ইনিংসে ছিল ৩টি ছয় এবং ৩০টি চার। বুমরার জায়গায় সুযোগ পান আকাশ দীপ। শুরুতেই জোড়া উইকেট তুলে নেন। বেন ডাকেট এবং অলি পোপকে ফেরান বাংলার পেসার। এদিন এখনও পর্যন্ত বুমরার অভাব বুঝতে দেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়