শিরোনাম
◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল ◈ ভারতের ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা এক‌টি হাসপাতা‌লে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান করলেন ◈ হাসিনা বিরোধীদের দমন করতেন হিটলারের মতো: ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান ◈ যমুনা অভিমুখে বেসরকারি প্রাথমিক শিক্ষকরা, পুলিশের জলকামান–সাউন্ড গ্রেনেড নিক্ষেপ (ভিডিও) ◈ বিবিএসের নামসহ বদলে যাচ্ছে অনেক কিছু, আসছে আমূল পরিবর্তন ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও গভীর বাণিজ্যিক সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা ◈ তিতুমীরের সামনে রাস্তা আটকে বিক্ষোভ, মহাখালীতে যানজট ◈ মোবাইল নেটওয়ার্কে ইয়াবার হোম ডেলিভারি: উত্তরা-তুরাগ মাদক সিন্ডিকেটে অতিষ্ঠ নগরবাসী

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২৫, ১০:১২ দুপুর
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

এজবাস্টন টে‌স্টে প্রথম দিনে ৩০০ পার ভারতের

স্পোর্টস ডেস্ক : প্রথম একাদশ নিয়ে তীব্র বিতর্ক হলেও এজবাস্টন টেস্টে খানিকটা স্বস্তিতে ভারত। প্রথম দিনে ৩০০ রানের গণ্ডি পেরিয়েছে টিম। 

অধিনায়ক শুভমান গিলের ব্যাটে সেঞ্চুরি এসেছে। ভালো ইনিংস খেলেছেন যশস্বী জয়সওয়াল-রবীন্দ্র জাদেজাও। দিনের শেষে অপরাজিত রয়েছেন গিল-জাদেজা। দ্বিতীয় দিনে আরও বড় রান তুলবে এই জুটি, আশায় ভারতীয় ক্রিকেটভক্তরা। 

হেডিংলিতে হারের পর এজবাস্টনে ঘুরে দাঁড়ানোর লড়াই টিম ইন্ডিয়ার। তবে টসে হারের পর শুভমান গিল যে প্রথম একাদশ জানান, সেই দেখে ক্ষুব্ধ হয়েছিলেন ক্রিকেটবোদ্ধাদের অনেকেই। প্রথম একাদশে জশপ্রীত বুমরাহর জায়গায় আকাশদীপ, চোটের সমস্যায় দীর্ঘদিন ভুগেছেন তিনি। অজি সফরের পর চোটের জন্য বাইরে চলে যেতে হয়েছিল। তবে এখন আকাশদীপ পুরোপুরি ফিট। এছাড়াও সাই সুদর্শনের জায়গায় দলে নীতীশ কুমার রেড্ডি এবং শার্দূল ঠাকুরের জায়গায় ওয়াশিংটন সুন্দর। টিম ইন্ডিয়া দুই স্পিনারের ফর্মুলাতে খেললেও সুযোগ মেলেনি কুলদীপ যাদবের।

প্রথমে ব্যাট করতে নেমে বেশ সমস্যায় পড়ে ভারত। নবম ওভারে মাত্র ২ রান করে আউট হয়ে যান গত ম্যাচে সেঞ্চুরি করা কে এল রাহুল। তিন নম্বরে নামা করুণ নায়ার আউট হয়ে যান ৩১ রান করে। তবে ওপেন করতে নেমে শুরুর দিকে সমস্যায় পড়লেও সামলে নেন যশস্বী। সেঞ্চুরির লক্ষ্যে এগোলেও শেষ পর্যন্ত ৮৭ রানে থামতে হয় তাঁকে। গত ম্যাচে জোড়া সেঞ্চুরি হাঁকানো ঋষভ পন্থের সংগ্রহ এদিন মাত্র ২৫। ব্যর্থ নীতীশও (১)।

তবে পাঁচ উইকেট পড়ে যাওয়ার পর ম্যাচের হাল ধরেন গিল-জাদেজা। ৯৯ রানের পার্টনারশিপ গড়েন দু’জনে। হেডিংলিতে জাদেজার ব্যাটিং নিয়ে প্রবল সমালোচনা হয়েছিল। তবে এজবাস্টনে প্রথম দিনের শেষে ৪১ রানে ব্যাট করছেন তিনি। অন্যদিকে শতরান করা গিল ১১৪ রানে অপরাজিত। এখনও ওয়াশিংটন সুন্দরের ব্যাটিং বাকি। ফলে দ্বিতীয় দিনে বড় রান তোলার সুযোগ রয়েছে ভারতের কাছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়