শিরোনাম
◈ পরিবর্তন অনিবার্য, আর কাউকে ক্ষমা করা হবে না: নাহিদ ইসলাম ◈ এবার তারেক রহমান ও মির্জা ফখরুলকে ফেসবুকে ট্যাগ করে যা বললেন সারজিস ◈ সৌদি আরবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ‘থাড’ স্থাপন হলো ◈ টেলিকম নীতিমালায় সরকারের তড়িঘড়ি সিদ্ধান্তে উদ্বেগ বিএনপির, স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক আলোচনার দাবি ◈ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ: আলোচনায় একাধিক বিকল্প ◈ ফলকার টুর্ককে অবাঞ্ছিত ঘোষণা করল ভেনেজুয়েলার পার্লামেন্ট ◈ ভোলায় স্বামীকে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ: প্রধান আসামিসহ তিনজন গ্রেপ্তার, অভিযুক্ত নেতারা দল থেকে বহিষ্কৃত ◈ মুরাদনগরে মাদককারবারির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা, একজন গুরুতর আহত ◈ গণঅভ্যুত্থান সরকারের কেউ কেউ ‘লুটপাট’ করে বেহুঁশ হওয়ার দশা: ইশরাক হোসেন ◈ যে কারণে পিআর পদ্ধতি চায় জামায়াত ও ইসলামী আন্দোলন

প্রকাশিত : ০২ জুলাই, ২০২৫, ০৮:৩৬ রাত
আপডেট : ০৩ জুলাই, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে মাঠের মধ্যে ঢুকে পড়ল সাপ, অতপর...

শ্রীলঙ্কার দেওয়া ২৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। ইনিংসের তৃতীয় ওভার চলমান। ঠিক তখনই ম্যাচ সম্প্রচার ক্যামেরায় দেখা গেল অপ্রত্যাশিত এক দৃশ্য। মাঠের সীমানার মধ্যে ঢুকে পড়ল একটি সাপ।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বুধবার (২ জুলাই) সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে ৪৯.২ ওভারে সব কটি উইকেট হারিয়ে ২৪৪ রান সংগ্রহ করে স্বাগতিকরা। লক্ষ্য তাড়ায় ব্যাট করছে লাল সবুজরা।

 অভিষিক্ত পারভেজ হোসেন ইমনের সঙ্গে ওপেনিং জুটিতে ব্যাট করতে নামেন তানজিদ তামিম। ইনিংসের তৃতীয় ওভারের দ্বিতীয় বল শেষে তৃতীয় বল করতে যাবেন বোলার অসিথা ফার্নান্দো। তখনই ম্যাচ সম্প্রচার ক্যামেরায় ধরা পড়ে অপ্রত্যাশিত এক দৃশ্য। মাঠের সীমানার মধ্যে ঢুকে পড়ে বড় একটি সাপ। যদিও সেটা নিয়ে বিচলিত হতে দেখা যায়নি দুদলের খেলোয়াড়দের মধ্যে। ম্যাচ অফিশিয়ালরাও খেলা বন্ধ করেননি।
 
 এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভার শেষে ১ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ৪৯ রান। ১৯ বলে ২৩ রানে তানজিদ আর ৮ বলে ১০ রানে অপরাজিত রয়েছেন নাজমুল হোসেন শান্ত। ১৬ বলে ৩ চারের মারে ১৩ রান করে আউট হয়েছেন ইমন। ৪৩ ওভারে জয়ের জন্য টাইগারদের প্রয়োজন আরও ১৯৬ রান।

এর আগে তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব তোপে বড় সংগ্রহ তুলতে পারেনি শ্রীলঙ্কা। তাসকিন ৪ আর সাকিব ৩টি উইকেট নিয়েছেন। ১টি করে উইকেট নিয়েছেন শান্ত ও তানভীর ইসলাম। লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ ১০৬ রানের ইনিংস খেলেন চারিথ আসালাঙ্কা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়