শিরোনাম
◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল ◈ ভারতের ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা এক‌টি হাসপাতা‌লে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান করলেন ◈ হাসিনা বিরোধীদের দমন করতেন হিটলারের মতো: ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান ◈ যমুনা অভিমুখে বেসরকারি প্রাথমিক শিক্ষকরা, পুলিশের জলকামান–সাউন্ড গ্রেনেড নিক্ষেপ (ভিডিও) ◈ বিবিএসের নামসহ বদলে যাচ্ছে অনেক কিছু, আসছে আমূল পরিবর্তন ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও গভীর বাণিজ্যিক সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা ◈ তিতুমীরের সামনে রাস্তা আটকে বিক্ষোভ, মহাখালীতে যানজট ◈ মোবাইল নেটওয়ার্কে ইয়াবার হোম ডেলিভারি: উত্তরা-তুরাগ মাদক সিন্ডিকেটে অতিষ্ঠ নগরবাসী ◈ পেলেকে ছাড়িয়ে গে‌লেন, রেকর্ড ১৮ কোটি ২৬ লাখ টাকায় বিক্রি মেসির কার্ড

প্রকাশিত : ০২ জুলাই, ২০২৫, ০৬:৫৫ বিকাল
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

উচ্চআদাল‌তের রায়:  ক্রিকেটার শামিকে খোরপোশ বাবদ প্রতি মা‌সে ৪ লাখ টাকা ক‌রে দিতে হবে প্রাক্তন স্ত্রী হাসিনকে

স্পোর্টস ডেস্ক : আদালতে ধাক্কা টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার মহম্মদ শামির। প্রাক্তন স্ত্রী হাসিন জাহানকে মোটা অঙ্কের মাসিক খোরপোশ দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। একই সঙ্গে নাবালিকা মেয়ের রক্ষণাবেক্ষণের জন্যও প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ দিতে হবে শামিকে।

কলকাতা হাই কোর্টের নির্দেশ, মহম্মদ শামিকে মাসিক ৪ লাখ টাকা খোরপোশ বাবদ দিতে হবে। প্রাক্তন স্ত্রী হাসিন জাহানের আবেদনের প্রেক্ষিতে এই নির্দেশ দিলেন বিচারপতি অজয় মুখোপাধ্যায়। স্ত্রীর মাসিক খরচ বাবদ দেড় লক্ষ টাকা ও নাবালিকা মেয়ের খরচের জন্যে আড়াই লক্ষ টাকা অর্থাৎ সব মিলিয়ে মাসে ৪ লাখ টাকা খোরপোশ দিতে হবে শামিকে।

২০১৮ সালে শামির কাছ থেকে খোরপোশ বাবদ ৭ লাখ টাকা দাবি করেছিলেন হাসিন হাসিন জাহান। আরও ৩ লাখ টাকা দাবি করেছিলেন মেয়ের পড়াশোনার খরচ বাবদ। কিন্তু সেই সময় আদালতে সেই আবেদন খারিজ হয়ে যায়। জানিয়ে দেওয়া হয়, হাসিন নিজে মডেলিং করে আয় করেন। 

তাই শামিকে কোনও খোরপোশ দিতে হবে না। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে লড়াই চালিয়ে যান হাসিন।

প্রথমে আলিপুর আদালত স্ত্রী ও সন্তানের জন্যে মাসিক ৮০ হাজার টাকা দিতে শামিকে নির্দেশ দেয়। পরে জেলা জজ সেই নির্দেশ সংশোধন করে স্ত্রীর জন্যে মাসিক ৫০ হাজার টাকা ও সন্তানের জন্যে ৮০ হাজার টাকা মেটাতে নির্দেশ দেয়। কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাসিন হাই কোর্টের দ্বারস্থ হন। তাঁর দাবি, নিজের মাসিক খরচ প্রায় সাড়ে ৬ লাখ টাকা। স্বামীর বার্ষিক আয় প্রায় সাড়ে ৭ কোটি। কিন্তু টাকা দেওয়ার সামর্থ্য থাকলেও স্ত্রী ও সন্তানের প্রয়োজনীয় টাকা দিচ্ছেন না জাতীয় দলের তারকা ক্রিকেটার। হাই কোর্ট তাই শামির আয়ের কথা মাথায় রেখে এই নির্দেশ দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়