স্পোর্টস ডেস্ক: মিয়ানমারকে হারিয়ে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে পৌঁছেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। এবার গ্রুপের অন্য ম্যাচ ড্র হওয়ায় পূরণ হলো বাকি সমীকরণও। প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূলপর্বে জায়গা করে নিয়েছে ঋতুপর্ণা-আফিয়ারা।
বুধবার ইয়াঙ্গুনে অনুষ্ঠিত ‘সি’ গ্রুপের ম্যাচে স্বাগতিক মিয়ানমারকে ২-১ গোলে হারায় বাংলাদেশ। এরপর বাহরাইন ও তুর্কমেনিস্তানের মধ্যকার ম্যাচটি ২-২ গোলে ড্র হলে নিশ্চিত হয় বাংলাদেশের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া এবং মূলপর্বের টিকিট।
গ্রুপ ‘সি’-তে টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বাংলাদেশ। মিয়ানমার এক জয় ও এক হারে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। বাহরাইন ও তুর্কমেনিস্তানের পয়েন্ট ১ করে, ফলে তাদের পক্ষে আর বাংলাদেশের সমান পয়েন্ট অর্জনের কোনো সুযোগ নেই।
তবে মিয়ানমারের সামনে এখনও একটি ম্যাচ বাকি। তারা আগামী শনিবার খেলবে বাহরাইনের বিপক্ষে। যদি ওই ম্যাচে মিয়ানমার জয় পায়, তাহলে তাদের পয়েন্ট দাঁড়াবে ৬—বাংলাদেশের সমান। কিন্তু দুই দলের হেড-টু-হেড বিবেচনায় বাংলাদেশই থাকবে এগিয়ে, কারণ তারা মিয়ানমারকে হারিয়েছে।
এই কারণে বাংলাদেশের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে হারলেও মূলপর্বে যাওয়া ঠেকানো যাবে না। নিয়ম অনুযায়ী হেড-টু-হেডে এগিয়ে থাকায় পিটার বাটলারের দলই গ্রুপ সেরা হিসেবেই আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় এএফসি নারী এশিয়ান কাপের মূলপর্বে খেলবে।