শিরোনাম
◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল ◈ ভারতের ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা এক‌টি হাসপাতা‌লে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান করলেন ◈ হাসিনা বিরোধীদের দমন করতেন হিটলারের মতো: ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান ◈ যমুনা অভিমুখে বেসরকারি প্রাথমিক শিক্ষকরা, পুলিশের জলকামান–সাউন্ড গ্রেনেড নিক্ষেপ (ভিডিও) ◈ বিবিএসের নামসহ বদলে যাচ্ছে অনেক কিছু, আসছে আমূল পরিবর্তন ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও গভীর বাণিজ্যিক সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ০১ জুলাই, ২০২৫, ১০:২৯ দুপুর
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আয় বে‌ড়ে‌ছে ‌ক্রিকেটার বরুণ চক্রবর্তীর, দৈনিক পান ২৬ হাজার টাকা

স্পোর্টস ডেস্ক : আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স পুরো জীবনটাই বদলে দিয়েছে স্পিনার বরুন চক্রবর্তীর। জীবনের নানা বাঁকে নানা কিছু করেছেন পেশা হিসেবে। একটা সময় দৈনিক সর্বোচ্চ ৬০০ টা পারিশ্রমিক মিলতো। আর এখন অংকটা এক দিনেই ২৬ হাজার টাকা।

ভারতীয় স্পিনারের বর্তমান বয়স ৩৩। তবে ২৪-২৫ বছর বয়স পর্যন্ত একটি সংস্থায় চাকরি, গিটার শেখা, অভিনয় সহ বিভিন্ন কিছুতে থিতু হওয়ার চেষ্টা করেছেন।

সম্প্রতি ভারতীয় সাবেক ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনের সাথে আলাপে বরুণ জানিয়েছেন নিজের পুরোনো সেই সব দিনের কথা।

তিনি যেমনটা বলছিলেন, 'কলেজ শেষ করার পর দেড় বছর একটা সংস্থায় চাকরি করতাম। মাসে ১৪ হাজার টাকায় শুরু হয়েছিল। ছাড়ার সময় মাসে ১৮ হাজার টাকা করে পেতাম। তার পর কিছু দিন গিটার শিখেছিলাম। ৬-৮ মাস পর সেটাও বন্ধ করে দিয়েছিলাম। বেশি দিন কিছুই ভাল লাগত না। তখন আমার ২৪-২৫ বছর বয়স।'

'আমার কয়েক জন বন্ধু অভিনয়জগতের সঙ্গে যুক্ত। ওদের হাত ধরেই সেখানে যাই। কয়েকটা ছবিতে জুনিয়র আর্টিস্টের কাজ পাই। দিনে ৬০০ টাকা করে পেতাম। সহকারী পরিচালকের কাজ করেছি। কয়েকটা স্বল্পদৈর্ঘ্যের ছবি পরিচালনাও করেছি। তবে কোনও দিনই বেশি টাকা রোজগার করতে পারিনি।'

তবে এখন আইপিএলের বদলৌতে বদলে গেছে জীবন। কলকাতা নাইট রাইডার্সের অবিচ্ছেদ অংশ হয়ে পড়া স্পিনার ভারতের জার্সিতে খেলে ফেলেছেন ৪ ওয়ানডে ও ১৮ টি-টোয়েন্টি

অশ্বিনের কাছে এখনকার আয়ের কথা জানাতে গিয়ে বরুণ বললেন, 'দিনপ্রতি হিসাব করলে এখন আমার বেতন প্রায় ২৬ হাজার টাকা।'

এমনি অংকে দারুণ পটু অশ্বিন শতাংশের হিসেবে বরুণের আয় বাড়ার হিসাবটাও করে দিলেন দ্রুত। ভারতীয় সাবেক তারকা চট করে জানালেন আগের হিসেবে ৪২০০ শতাংশ আয় বেড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়