শিরোনাম
◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল ◈ ভারতের ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা এক‌টি হাসপাতা‌লে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান করলেন ◈ হাসিনা বিরোধীদের দমন করতেন হিটলারের মতো: ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান ◈ যমুনা অভিমুখে বেসরকারি প্রাথমিক শিক্ষকরা, পুলিশের জলকামান–সাউন্ড গ্রেনেড নিক্ষেপ (ভিডিও) ◈ বিবিএসের নামসহ বদলে যাচ্ছে অনেক কিছু, আসছে আমূল পরিবর্তন ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও গভীর বাণিজ্যিক সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ২৭ জুন, ২০২৫, ০৬:৫০ বিকাল
আপডেট : ৩১ আগস্ট, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কল‌ম্বো টে‌স্টে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ২১১ রা‌নের লিড নি‌লো শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক : কলম্বো টেস্টে দুই দলের প্রথম ইনিংস শেষে জয়ের সুবাস পাচ্ছে শ্রীলঙ্কা। কারণ বাংলাদেশকে প্রথম ইনিংসে ২৪৭ রানে অলআউট করে দেওয়ার পর ৪৫৮ রান তুলেছে স্বাগতিকরা। ধনাঞ্জয়া ডি সিলভার দলের লিড ২১১ রান।

২৯০ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল শ্রীলঙ্কা, হাতে ছিল ৮ উইকেট। তবে এদিন ঝলক দেখিয়েছে টাইগার বোলাররা। গতকাল ১৪৬ রানে অপরাজিত থাকা পাথুম নিশাঙ্কা আজ বেশিক্ষণ টিকতে পারেননি। তাইজুলের বলে শট কাভারে এনামুল হক বিজয়ের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। তার আগে করেছেন ১৫৮ রান। গতকাল নাইট ওয়াচম্যান হিসেবে নামা প্রবাথ জয়াসুরিয়াকে ফিরিয়েছেন নাহিদ রানা। তার আগে লঙ্কান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভাকে প্যাভিলিয়নে ফেরান তাইজুল। ডানহাতি এ ব্যাটার ফেরেন ৭ রান করে। 

উইকেটে আসার পর থেকেই আক্রমণাত্মক খেলার চেষ্টা করেছিলেন কামিন্দু মেন্ডিস। তবে তাকে বড় ইনিংস খেলতে দেননি নাঈম হাসান। লঙ্কান এ ব্যাটারকে বোল্ড করেছেন নাঈম। ৪১ বলে ৩৩ রান করেছেন কামিন্দু।

তবে বাংলাদেশের গলার কাটা হয়ে আছেন কুশল মেন্ডিস। উইকেটে আসার পর থেকেই সাবলীল ব্যাটিং করছেন তিনি। টাইগার বোলারদের কোনো সুযোগই দিচ্ছেন না উইকেট কিপার এ ব্যাটার। তাকে দারুন সঙ্গ দিচ্ছেন অভিষিক্ত সোনাল দিনুশা। সেঞ্চুরি মিসের আক্ষেপ নিয়ে ফিরেছেন কুশল। রান আউট হয়ে ফেরার আগে ৮৪ রান করেছেন ডানহাতি এ ব্যাটার।

বাংলাদেশের হয়ে পাঁচটি উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। তিনটি উইকেট শিকার করেছেন নাঈম হাসান। নাহিদ রানা নিয়েছেন একটি উইকেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়