শিরোনাম
◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল ◈ ভারতের ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা এক‌টি হাসপাতা‌লে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান করলেন ◈ হাসিনা বিরোধীদের দমন করতেন হিটলারের মতো: ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান ◈ যমুনা অভিমুখে বেসরকারি প্রাথমিক শিক্ষকরা, পুলিশের জলকামান–সাউন্ড গ্রেনেড নিক্ষেপ (ভিডিও) ◈ বিবিএসের নামসহ বদলে যাচ্ছে অনেক কিছু, আসছে আমূল পরিবর্তন ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও গভীর বাণিজ্যিক সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ২৬ জুন, ২০২৫, ০১:০৩ দুপুর
আপডেট : ২৮ আগস্ট, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ক্রিকেট দুনিয়ায় আগমন বলিউডের ভাইজানের, ফ্র্যাঞ্চাইজি লিগে দল কিনলেন সালমান খান

স্পোর্টস ডেস্ক :  ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগে দল কিনলেন সালমান খান। দিল্লি ফ্র্যাঞ্চাইজির মালিক হলেন সালমান। এর আগে আইএসপিএল লিগে দল কিনেছেন অমিতাভ বচ্চন (মুম্বই), অক্ষয় কুমার (শ্রীনগর), সইফ-করিনা (কলকাতা), হৃত্বিক (বেঙ্গালুরু), রামচরণ (হায়দরাবাদ) ও সুরিয়া (চেন্নাই)। এবার তৃতীয় সিজনে তারকাখচিত এই লিগে তাঁদের সঙ্গে লড়বেন সালমানও।

বুধবার আইএসপিএল থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে, দিল্লি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হতে চলেছে বলিউডের 'ভাইজান'। ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগে যুক্ত হতে পেরে খুবই খুশি সালমান। তিনি বলেন, ক্রিকেট এমন এক হৃদস্পন্দন, যা ভারতের প্রতিটি রাস্তার আনাচকানাচে প্রতিধ্বনিত হয়। আর সেই প্রতিধ্বনির শক্তি স্টেডিয়ামে পৌঁছলেই আইএসপিএলের মতো লিগের জন্ম হয়।

সালমান আরও বলেন, "সব সময়েই এই খেলাটির প্রতি আগ্রহী। আইএসপিএলে যোগ দিতে পেরে রোমাঞ্চিত। অনন্য এই লিগ দেশের তৃণমূল স্তরের ক্রিকেটকে উৎসাহিত করে। তাছাড়াও প্রতিভাবান খেলোয়াড়দের জন্য এই লিগ মূল্যবান এক প্ল্যাটফর্মও। তবে এটা কেবল শুরু। সিজন ৩ উন্মোচিত হওয়ার সঙ্গে সঙ্গে সমর্থকরা আমাদের দল সম্পর্কে ধাপে ধাপে জানতে পারবেন।

আইএসপিএলের কোর কমিটির সদস্য শচীন টেণ্ডুলকার বলেন, "লিগের গত দু'টি মরশুমে দেশজুড়ে ভক্তদের কাছ থেকে অনেক সমর্থন এবং ভালোবাসা পেয়েছে। বিভিন্ন পটভূমি থেকে উঠে আসা খেলোয়াড়দের মনোবল বাড়িয়ে তোলে এই লিগ। দলে জায়গা পাওয়ার জন্য তাঁদের পরিশ্রম দৃষ্টান্তমূলক। নতুন মরশুমে তাঁদের উৎসাহিত করার জন্য আরও অনেক নতুন সমর্থক আসবেন।" প্রসঙ্গত, আইএসপিএলের দ্বিতীয় মরশুম দুর্দান্ত হিট হয়েছিল। ২৮ মিলিয়নেরও বেশি টিভি দর্শকের দেখেছেন এই লিগ। প্রথম মরশুমের তুলনায় দ্বিতীয় মরশুমে টিভি দর্শক সংখ্যা ৪৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। টি-টেন এই লিগটি খেলা হয় টেনিস বলে। আগামী বছর লিগটিতে যুক্ত হতে চলেছে আহমেদাবাদও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়