শিরোনাম
◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন ◈ ডাকসুতে শিবিরের জয়—প্রচারণা, কৌশল নাকি জনপ্রিয়তা? ◈ জুলাই সনদ না মানলে প্রার্থিতা বাতিল- প্রস্তাব জামায়াতের ◈ ভয়াবহ সমুদ্রযাত্রা: ইতালির লাম্পেদুসায় পৌঁছেছে বাংলাদেশিসহ ৫০০ অভিবাসনপ্রত্যাশী ◈ কাতারে ইসরায়েলি হামলা: পরাশক্তির মিত্র হয়েও বন্ধুহীন দোহা? ◈ মুক্তিযুদ্ধ অস্বীকার করা মানে বাংলাদেশকেই অস্বীকার করা : জামায়াত নেতা আযাদ ◈ মা-বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন ফরিদা পারভীন ◈ রিজার্ভ বেড়ে ৩০. ৫৯ বিলিয়ন মার্কিন ডলার ◈ চাঁপাইনবাবগঞ্জে ২৫ সনাতন ধর্মাবলম্বী যোগ দিলেন জামায়াতে ◈ কাঠগড়ায় যে কারনে ছাগলকাণ্ডের মতিউরকে ধমক দিলেন তাঁর স্ত্রীর

প্রকাশিত : ০৩ জুন, ২০২৫, ০৭:১১ বিকাল
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিবের মাঠে ফেরা নিয়ে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ

সাকিব আল হাসানের মাঠে ফেরার বিষয়ে কথা বলেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। যমুনা টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। তার খেলা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু বাকি বিষয়গুলো যেমন মামলা, আর্থিক কেলেঙ্কারির মত বিষয়গুলো তাকেই ডিল করতে হবে।

তিনি আরও বলেন, এটা দুঃখজনক যে বিসিবি কর্তাদের সঙ্গে যখনই কথা হতো, তারা ক্রিকেটের বাইরের আনুষঙ্গিক বিষয় নিয়ে কথা বলতো। আমি তাদের স্পষ্ট বলে দিয়েছিলাম—আমার সঙ্গে যেন ব্যবসা কিংবা তদবির নিয়ে কথা না বলে।

সাবেক সভাপতির বিষয়ে উপদেষ্টা বলেন, ফারুক আহমদের প্রতি নির্দেশনা ছিল—সরাসরি আওয়ামী লীগের ফ্যাসিস্ট রাজনীতির সঙ্গে জড়িত কোনো বোর্ড কর্তার সঙ্গে যেন অত বেশি ক্লোজ না হন।

এদিকে, সাকিব আল হাসানের দলে ফেরা নিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছিলেন, সাকিব বাংলাদেশের অন্যতম সেরা অলরাউন্ডার। আমরা আশা করব, সাকিব যেন ফিট থাকে এবং ভালো ক্রিকেট খেলবে।

তিনি আরও বলেন, উপদেষ্টার সিদ্ধান্তের সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। উপদেষ্টা তো নির্বাচক নন। আমাদের ক্রিকেট বোর্ডের যারা নির্বাচক আছেন, তারা এই বিষয়টা দেখবেন। আমাদের খেলোয়াড় নির্বাচনের একটা প্রক্রিয়া আছে এবং আমরা সেটাকে শ্রদ্ধা জানাব।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়